Saraswati pujo 2022- সরস্বতী পুজোর আগে কুল? কুসংস্কার নাকি বিশ্বাস

রিমা শিয়ালী, কলকাতা: দেখতে দেখতে চোখের নিমেষেই চলে এসেছে সরস্বতী পুজো ( Saraswati pujo 2022 )। প্রত্যেক ঘরে ঘরে হবে বাগদেবীর আরাধনা(Worship) সকাল থেকে উপোস করে গায়ে হলুদ মেখে স্নান করে অঞ্জলি দিতে ব্যস্ত থাকবে সকল পড়ুয়ারা(student)। এবং এরপরই মিলবে সকলের কুল( jujube)খাওয়ার সুযোগ। যেহেতু মাঘ মাস তাই বাজারে ( market) বিক্রি হচ্ছে টক-মিষ্টি বিভিন্ন কুল। তবুও কেন সরস্বতী পুজোর পর মেলে আমাদের কুল খাওয়ার সুযোগ? ছোট থেকেই আমরা সবাই শুনে এসেছি যে সরস্বতী পুজোর আগে নাকি কুল খাওয়া নিষেধ। বাড়ির বড়রা ছোটদের প্রায়ই বলে থাকেন যে সরস্বতী পূজার আগে কুল খেলে সরস্বতী ঠাকুর রাগ করেন। আর রেগে গেলে তিনি পরীক্ষায় পাশ করার না। কিন্তু এ কথার সত্যতা কতখানি তা জানা নেই।
কেন খাওয়া নিষেধ কুল?( Saraswati Puja 2022 )
এই সরস্বতী পুজোর আগে কুল খাওয়ার বিষয়টি কিন্তু পুরোপুরি কুসংস্কার নয়। আসলে এটি হলো লোকাচার সাথে বাঙালির সনাতন রীতিনীতির একটি অংশ। ভারত কৃষিপ্রধান দেশ হওয়ায় এ দেশের রীতি অনুযায়ী প্রত্যেক ঋতুতে যে ফল হয় তা আগে ভগবানকে নিবেদন করতে হয়। এবং তারপরই তা আমরা প্রসাদ হিসেবে গ্রহণ করতে পারি। তাই মাঘ মাসের প্রধান ফল কুল হওয়ায় তা আগে দেবী সরস্বতীকে নিবেদন করে তারপরে আমরা খাই।
কি রয়েছে কিংবদন্তীতে?( Saraswati Puja 2022 )
কিংবদন্তির পাতা ঘাটলে দেখা যায়, বৈদিক দর্শন বিদ্যা অর্জন করতে মহর্ষি ব্যাসদেব বাগদেবীকে তুষ্ট করার জন্য বদ্রিকাশ্রম-এ তপস্যা করেছিলেন। কিন্তু তপস্যা পূর্বকালে দেবী ব্যাসদেবের তপস্যাস্থল -এর নিকট একটি কুলবিজ রাখেন এবং শর্ত দেন যে, এই কুল বীজ অঙ্কুরিত হয়ে তার থেকে চারা, চারা থেকে গাছ, গাছ থেকে নতুন ফুল আর তারপর কুল হয়ে সেই কুল পেঁকে যখন ব্যাসদেবের মাথায় পড়বে, তখনই দেবী তুষ্ট হবেন এবং ব্যাসদেবের সাধনা ও পূর্ণ হবে। আর ঠিক সেই কথা মতোই ধীরে ধীরে কয়েক বছরের মধ্যেই ওই কুল বীজ থেকে চারা, চারা থেকে গাছ আর গাছ থেকে কুল হয় এবং তা পেঁকে ব্যাসদেবের মাথায় পড়ে আর তাঁর তপস্যা পূর্ণ হয়। আর সেই দিনটি ছিল বসন্ত পঞ্চমী। তপস্যা পূর্ণ করে ব্যাসদেব দেবী সরস্বতীকে কুল নিবেদন করে তারপরই “ব্রহ্মসূত্র”রচনা আরম্ভ করেন। এই কাহিনী স্মরণ করেই সরস্বতী পুজোর আগে কুল খাওয়া নিষেধ বলে ধরে নেওয়া হয়।