মাঝ আকাশে জানলার কাচে চিড়! কলকাতায় জরুরী অবতরণ মুম্বইগামী বিমানের, আতঙ্কে যাত্রীরা

মুম্বইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছে বিমান। মাঝআকাশে হঠাৎই বিমানের জানলায় চিড়। মুহূর্তে আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে।

মুম্বইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছে বিমান। মাঝআকাশে হঠাৎই বিমানের জানলায় চিড়। মুহূর্তে আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে। বিমানও তড়িঘড়ি ফেরত আসে কলকাতা এয়ারপোর্টে। বুধবার সকালের ঘটনা। জানলার কাচে চিড় ধরায় কলকাতা বিমানবন্দরে জরুরী অবতরণে বাধ্য হল স্পাইসজেটের বিমান।

কলকাতা বিমানবন্দর সূত্রে খবর, সকাল ৬টা ১৭ মিনিটে মুম্বইয়ের উদ্দেশ্যে রওনা দেয় স্পাইস জেটের বিমান। বিমানে ১৬৭ জন যাত্রী এবং ৬ জন কেবিন ক্রু ছিলেন। রানওয়ে ছাড়ার কিছুক্ষণের মধ্যেই বিমানের জানলায় ফাটল দেখতে পান এক কেবিন ক্রু। সঙ্গে সঙ্গে এ কথা পাইলটকে জানান তিনি। যাত্রীদের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়ে।

Kolkata Airport,Spicejet,Mumbai,Technical Problem

এরপরই যাত্রীদের সচেতন করেতে ঘোষণা শুরু করেন পাইলট। আতঙ্ক যাতে না ছড়ায় সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। পাশাপাশি কলকাতা বিমানবন্দরের ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করেন পাইলট। জরুরী অবতরণের অনুমতি চান তিনি। এয়ার ট্রাফিক কন্ট্রোল অনুমতি দেয়। তারপর ৭টা ৪৪ মিনিটে স্পাইস জেটের বিমান কলকাতা বিমানবন্দরে নিরাপদ অবতরণ করে। বে নম্বর ১৮-তে পার্ক করা হয়। বিমান থেকে সমস্ত যাত্রীকে নীচে নামিয়ে আনা হয়। তারপর শুরু হয় মেরামতি।

তবে এবারই প্রথম নয়। এর আগেও স্পাইস জেটের বিমান জরুরী অবতরণ করেছে কলকাতা বিমান বন্দরে। গত বছর ইঞ্জিনের ত্রুটি থাকায় মাঝ আকাশে হঠাৎ ঝাঁকুনি শুরু হয় ব্যাঙ্ককগামী বিমানের। সেবারও কলকাতা বিমানবন্দরে জরুরী অবতরণ করে বোয়িং ৭৩৭। পরে দেখা যায়, বিমানের বাঁ দিকের ইঞ্জিনের ব্লেড ভেঙে গিয়েছিল।

সৌদি আরবের জেড্ডা থেকে আসা এক বিমানেও একই ঘটনা ঘটে। কেরলের কোঝিকরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল সেই বিমান। কিন্তু মাঝ আকাশে যান্ত্রিক গোলযোগ দেখা দেয়। এরপরই কোচি বিমানবন্দরে জরুরী অবতরণ করে বিমান। বিমানবন্দরের আধিকারিকরা জানান, মাঝ আকাসে হাইড্রোলিক ফেলিওরের কারণেই জরুরী অবতরণ করতে হয়। বারবার এমন ঘটনা ঘটায় যাত্রী সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই।




Leave a Reply

Back to top button