জলসার পর্দায় ফিরেছে বিক্রম-ঐন্দ্রিলার কেমিস্ট্রি! ‘ফাগুন বউ’ তে মন ভরেছে দর্শকদের
স্টার জলসার পর্দায় ফের দেখানো হচ্ছে 'ফাগুন বউ' ধারাবাহিকের আগের এপিসোডগুলি। খুশি দর্শক।

পূর্বাশা, হুগলি: একসময় স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ছিল ফাগুন বউ। ধারাবাহিকের বিক্রম- ঐন্দ্রিলার জুটি রীতিমতো নজর কাড়ে দর্শকদের।
সিরিয়াল শেষ হয়ে যাওয়ার পরেও অনুরাগীদের আবদার ছিল, ফের কোনো নতুন ধারাবাহিকের জুটি হয়ে ফিরুক তাঁরা। কিন্তু সে পথে না হেঁটে বরং সিরিয়ালের পুরনো এপিসোড গুলিকেই রি টেলিকাস্ট করার সিদ্ধান্ত নিয়েছে চ্যানেল কর্তৃপক্ষ।
পুরনো বাংলা ধারাবাহিককে পর্দায় ফেরানোর স্ট্র্যাটেজি বেছে নিয়েছে স্টার জলসা। যে সকল ধারাবাহিকের একসময় টিআরপি তুঙ্গে ছিল, সেই সমস্ত ধারাবাহিককে ফের পর্দায় চালানোর ব্যবস্থা করেছে চ্যানেল কর্তৃপক্ষ। ঠিক এইভাবেই শুরু হয়েছে ‘বোঝেনা সে বোঝেনা’, ‘ফাগুন বউ’-সহ একাধিক সিরিয়াল। নতুন ধারাবাহিকের পাশাপাশি
চ্যানেলে চলছে পুরোনো সিরিয়ালগুলিও। সময় ভাগ করে দর্শকদের মন রাখছে স্টার জলসা।
প্রতিদিন রাত বারোটার সময় স্টার জলসার পর্দায় দেখতে পাবেন ‘ফাগুন বউ’। ছোট পর্দায় নজর কাড়বে বিক্রম-ঐন্দ্রিলার জুটি। প্রসঙ্গত, বর্তমানে বড় পর্দায় কাজ নিয়ে ব্যস্ত দুজনেই। এর মাঝে নিজেদের আগের ধারাবাহিককে পর্দায় দেখতে পেয়ে বেশ খুশি ‘ফাগুন বউ’ জুটি।