বাঁকুড়ার ভূমিপুত্র থেকে বলিউডে পাড়ি, চেনেন এই অভিনেতাকে?
অমিতাভ বচ্চনের সাথে এক স্ক্রিনে অভিনয় বাঁকুড়ার ভূমিপুত্রের, কে এই অভিনেতা?

বাঁকুড়ার (Bankura) ভূমিপুত্র অভিনেতা সুব্রত দত্ত কাজ করেছেন তালাশে আমির খান(Amir khan) থেকে ভূতনাথ রিটার্নসে অমিতাভ বচ্চনের (Amitabh Bacchan) সঙ্গে৷ বর্তমানে সমরেশ বসুর ( Samaresh Basu) প্রজাপতি’তে (Prajapati) মুখ্য চরিত্রে (Main lead) অভিনয় করে আলোচনার শীর্ষে তিনি । তিনি সুব্রত দত্ত(Subrata Dutta)।
জানা গিয়েছে, ন্যাশনাল স্কুল অফ ড্রামা (National School of Drama)থেকে সুব্রত নিয়েছেন স্নাতকোত্তর ডিগ্রী ৷ তারপরে চার্লস ওয়ালেস ট্রাস্ট, নয়াদিল্লি থেকে একটি বৃত্তি পান এবং লন্ডনের সেন্ট্রাল স্কুল(London central school) অফ স্পিচ অ্যান্ড ড্রামাতে( Drama) যোগ দেন । একজন থিয়েটার(Theater) শিল্পী হিসেবে তাঁর অভিনয় জীবনের শুরু ৷ চলচ্চিত্রে জগতে যোগদানের আগে ৩৫টি নাটকে প্রধান চরিত্রে অভিনয় করেছেন এই অভিনেতা ।
বিবর সিনেমার জন্য ২০০৬ সালে ওসিয়ান সিনেফ্যান ইন্টারন্যাশনাল (Osian’s Cinefan International) কম্পেটিশনে শ্রেষ্ঠ অভিনেতার সম্মান পান সুব্রত দত্ত । ২০০৯সালে কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (Cairo International Film Festival) শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার আসে তাঁর ঝুলিতে। এরপর ২০২১ সালে দেরাদুন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেতার সম্মানে ভূষিত হন তিনি ৷ এত জনপ্রিয়তা, মানুষের ভালবাসা এবং খ্যাতির সত্ত্বেও মাটির সঙ্গে একাত্ম হয়ে রয়েছেন ৪৭বছর বয়সি এই অভিনেতা ৷ ছোট গ্রাম বা শহরের ছেলেমেয়েরা যারা অভিনেতা হওয়ার স্বপ্ন দেখছে, তাদের জন্য তিনি হয়ে উঠেছেন অনুপ্রেরণা৷ বাঁকুড়া থেকে বলিউড! এ যেন এক রূপকথার গল্প।