Saffron Volunteer : বামের পথে রাম, বিবেকানন্দের জন্মদিনে নতুন বাহিনী গেরুয়া শিবিরে

রাজ্যে হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ( Coronavirus is increasing in West Bengal )। তবে চিত্র কিছু নতুন নয়, বিগত দু’বছরে করোনার একের পর এক ঢেউয়ের জেরে ক্লান্ত রাজ্যবাসী। গত বছর বিধানসভা নির্বাচনে বামেরা শূন্য রানে আউট হলেও করোনার দ্বিতীয় ঢেউ কালীন একের পর এক ছয় চার হাঁকিয়েছে রেড ভলেন্টিয়ার মাধ্যমে। রাজ্যে করোনা পরিস্থিতিতে জর্জরিত একাধিক মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছিল রেড ভলেন্টিয়াররা( Red Volunteer )। অক্সিজেন সিলেন্ডার, খাবার, ওষুধ ইত্যাদি বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া। হাসপাতালে ভর্তি করা, নানা কাজেই মানুষের পাশে দাঁড়িয়েছিল রেড ভলেন্টিয়াররা।

এবার সেই একই পথে হাঁটতে চলেছে গেরুয়া শিবির। রাজ্যের ক্রমবর্ধমান করোনা পরিস্থিতির দিকে তাকিয়ে গেরুয়া শিবির তরফে স্বেচ্ছাসেবক বাহিনী তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। করোনা আক্রান্তদের পাশে দাঁড়াবে সেই স্বেচ্ছাসেবক বাহিনী। নাম হতে চলেছে গেরুয়া ভলেন্টিয়ার ( Saffron Volunteer )

BJP to launch Saffron Volunteer like CPIM Red Volunteerদায়িত্বে থাকবে যুব মোর্চা –

পরিকল্পনা মাফিক এই গেরুয়া ভলেন্টিয়ারের( Saffron Volunteer ) দায়িত্ব সামলাবে যুব মোর্চা।। বিশিষ্ট ক্যান্সার চিকিৎসক ইন্দ্রনীল খাঁ-কে সম্প্রতি রাজ্য বিজেপির যুব মোর্চার সভাপতি করা হয়েছে। তাঁকে সামনে রেখেই পুরো বিষয়টিকে সাজানোর পরিকল্পনা গেরুয়া শিবিরের। এর জন্য ১২৫টি পুরসভা( Municipal ) এবং ৩৪১টি ব্লকে আলাদা করে দল তৈরি করা হবে। পঞ্চায়েত ও ওয়ার্ড স্তরে একজন করে ইনচার্জের ওপরে দায়িত্ব দেওয়া হবে। আক্রান্ত চিকিৎসা ও নিভৃতবাসে থাকা রোগীদের আলাদা দু’টি হেল্পলাইন নম্বর দেওয়া হবে। ইন্দ্রনীল খাঁ-এর নেতৃত্বে ১০০ জন চিকিৎসকের একটি দল তৈরি করা হবে। দল তরফে জানা গিয়েছে, গোটা বিষয়টির পরিকল্পনার পিছনে রয়েছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। যদিও আপাতত করোনা আক্রান্ত হয়ে তিনি নিজেই কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।

Agnimitra Paulরাজ্য স্তরে দায়িত্বে থাকবে Agnimitra Paul –

এবার রেড ভলেন্টিয়ারের অনুকরণে রাজ্যে তৈরি হতে চলেছে গেরুয়া ভলেন্টিয়ার( Saffron Volunteer )। দ্বিতীয় ঢেউয়ে বিজেপিকে মানুষের পাশে না দাঁড়ানো নিয়ে নানা ভাবেই তোপের মুখে পড়তে হয়েছিল। এবার সেই দাগ মুছতে গেরুয়া ভলেন্টিয়ার নিয়ে মাঠে নামতে চলেছে গেরুয়া শিবির। বাড়ি বাড়ি ওষুধ, প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিয়ে মানুষের পাশে দাঁড়াতে চায় গেরুয়া শিবির। আপাতত রাজ্যস্তরে দায়িত্ব সামলানোর জন্য ভাবা হচ্ছে আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল( Agnimitra Paul )-কে। বস্তুত, অগ্নিমিত্রা পালও আপাতত করোনা আক্রান্ত।

Swami Vivekananda-এর জন্মদিনে পরিষেবার সূচনা –

গেরুয়া শিবিরে শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। ১২ জানুয়ারি অর্থাৎ আগামীকালই বিবেকানন্দের জন্মদিনে( Swami Vivekananda’s Birthday ) বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা ভার্চুয়ালি এই গেরুয়া ভলেন্টিয়ারের সূচনা করবে বলে জানা গিয়েছে। এই অনুষ্ঠানে থাকতে পারে বিজেপির সর্বভারতীয় যুব মোর্চার সভাপতি তেজস্বী সূর্য।




Leave a Reply

Back to top button