Swami Vivekanand’s Birth celebration : বিবেকানন্দের জন্মদিনে ভার্চুয়ালি যোগ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

আগামীকাল এক বিশেষ দিন( Swami Vivekanand’s Birth celebration )। প্রতি বছর ১২ জানুয়ারি এই গুরুত্বপূর্ণ দিন হিসাবে পালন করা হয় গোটা ভারত তথা বিদেশেও। এই বিশেষ দিন হল স্বামী বিবেকানন্দের জন্মদিন(Swami Vivekanand’s Birth celebration Tomorrow)। দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য বিভিন্ন জায়গায় স্বামী এর জন্মদিন( Vivekanand’s Birth celebration ) পালিত করা হবে আগের বছরের তুলনায় আগামীকালও।পাশাপাশি এই দিনটিকে ভারতের যুব দিবস( Yuba Dibash ) হিসাবেও উল্লেখ করা হয়। এবছর ১৬০ তম জন্মদিবস উপলক্ষে ৩৭ তম জাতীয় যুব উৎসব পালিত করা হবে বিভিন্ন জায়গায়।

স্বামী বিবেকানন্দের জন্মদিবস উৎযাপন

স্বামী বিবেকানন্দের জন্মদিবস পালন করা হয় বিভিন্ন মিশন তথা মঠেও। বিশেষ আকর্ষণ হিসাবে জন্মদিবস বা যুব দিবস পালিত করা হয় রামকৃষ্ণ বেলুড় মঠের বিভিন্ন জায়গায়। কাল ও সেখানেই এই বিশেষ দিন পালন করা হবে। কাল আলোয় আলোয় সেজে উঠবে দেশ সহ বিদেশের প্রত্যেকটি রামকৃষ্ণ মিশন।

Swami Vivekanand's Birth celebration
Swami Vivekanand’s Birth celebration

স্বামী বিবেকানন্দের জন্মদিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ কারা কারা উপস্থিত থাকবেন

এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মহারাজ, সন্ন্যাসী সহ শিষ্যরা। সাথে ভার্চুয়ালি যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেদ্র মোদী। কোন ভক্তের যদিও কাল মিশনে প্রবেশের উপস্থিত নেই কারণ করোনার প্রকোপের ফলে অনির্দিষ্টকালের জন্য মিশন বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন মিশন কতৃপক্ষ।

স্বামী বিবেকানন্দের জন্মদিনের আগের দিন মোদি টুইট করে যা বললেন

এই মহা যুব দিবসে উপস্থিত থাকতে পেরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একটি টুইট করেন। সেই টুইটে তিনি লেখেন,‘১২ জানুয়ারি অর্থাৎ বুধবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের ২৫তম জাতীয় যুব উৎসবে আমি অংশ নেব। আমার তরুণ বন্ধুদের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য অনুরোধ করছি। গর্ববোধ হয় ভারতীয় যুবকদের থেকে প্রতিভার কথা শুনতে ।’

Swami Vivekanand's Birth celebration
Modi’s tweet on Swami Vivekanand’s Birth celebration

এছাড়াও বেলুড় মঠের পক্ষ থেকে স্বামী সুবীরানন্দ জানান, “স্বাধীনতা সংগ্রামে স্বামী বিবেকানন্দের ভূমিকার কথা মাথায় রেখে এ বছর স্বাধীনতার ৭৫ তম বছর পূর্তিতে কেন্দ্রীয় সরকারের সংস্কৃতি মন্ত্রক যুব দিবসের পাশাপাশি আজাদি কা অমৃত মহোৎসবও পালন করছে। আর তাই বিবেকানন্দর জন্মদিন থেকেই যুব উৎসবের পাশাপাশি আজাদি কা অমৃত মহোৎসবও পালন করা হবে।” পাশাপাশি বেলুড় মঠের তরফ থেকে সকলকে জানানো হয়েছে কলকাতায় স্বামী বিবেকানন্দের জন্মস্থানে ১২ থেকে ১৮ জানুয়ারি দীর্ঘ ৭ দিন বিভিন্ন ধরনের অনুষ্ঠান ও স্বামীজির জীবনী নিয়ে আলোচনা করা হবে। তাছাড়াও রামকৃষ্ণ মিশনের সারদা পীঠ ও বেলুড়মঠের প্রধান কার্যালয়ে নানা ধরনের অনুষ্ঠান অনুষ্ঠিত করা হবে।




Leave a Reply

Back to top button