পিতৃপক্ষেই গ্র্যান্ড হোটেল ক্যাসিনো লিসবোয়ার উদ্বোধন
কল্যাণী লুমিনিয়াস ক্লাবের এবার আকর্ষণ গ্র্যান্ড হোটেল ক্যাসিনো লিসবোয়া। এছাড়াও তাদের আর কি আকর্ষণ আছে জানতে হলে অবশ্যই একবার পূজা মন্ডপটিতে যেতে হবে। তবে তার আগে প্রতিবেদনটিও এক ঝলক দেখে নিন।

শুভঙ্কর,কল্যাণী: আজই পিতৃপক্ষের অবসান। কাল নতুন সূর্যোদয়ের মধ্যে দিয়ে সূচনা হবে দেবিপক্ষের। আমরা সবাই জানি মহালয়াতে মায়ের চক্ষুদানের মধ্যে দিয়েই শুরু হয় পূজো আমেজ। কিন্তু এবছর মহালয়ার আগেই বাঙালির পুজোর আমেজ শুরু। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলার অনেক পুজো মণ্ডপ উদ্বোধন করেন। তেমনই উদ্বোধন করেছেন নদীয়ার কল্যাণীর আইটিআই মোড়ের লুমিনিয়াস ক্লাবের পুজো মণ্ডপটিও।
এবছর লুমিনিয়াস ক্লাবের বিশেষ আকর্ষণ গ্র্যান্ড হোটেল ক্যাসিনো লিসবোয়া। এবছর শুধু মন্ডপ সজ্জাতেই তাদের আকর্ষণ নেই, তাদের আকর্ষণ রয়েছে প্রতিমাকে ঘিরেও। কারণ তারা এ বছর মাকে সাজিয়েছে সোনার অলংকারে। পূজা মন্ডপটি শুরু থেকেই সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হতে শুরু করেছিল। এমনকি যখন থেকে জানা গেছে ১২ তারিখ উদ্বোধন হবে তখন থেকেই মানুষের উন্মাদনা আরও বেড়ে গেছিল। আর সেই উন্মাদনায় কাল ধরা পরল লুমিনিয়াস ক্লাবের প্রাঙ্গনে। বুধবার বিকেলে মুখ্যমন্ত্রী ভার্চুয়ালভাবে পূজোটির উদ্বোধন করেন। গত বছর থেকে কল্যাণী অভিনব ভাবে সেজে উঠেছে। গত বছর তাদের টুইন টাওয়ার জনসমক্ষে যেভাবে সাড়া ফেলেছিল এ বছরও লিসবোয়া সাড়া ফেলতে শুরু করেছে।
বাঙালিরা অপেক্ষা করে থাকেন এই দুর্গা উৎসবের জন্যই। আর মহালয়ার আগে যদি পুজ মণ্ডপ উদ্বোধন হয়ে যায় তাহলে তো মানুষের আর খুশি বাঁধ মানবেই না। এদিন উদ্বোধনের পর থেকেই উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় কল্যাণীর আইটিআই মোড়ে। কেউ বানাচ্ছে রিলস কেউ তুলছে ফটো আবার কেউ তুলছে সেলফি। এমন কি দেখা গেছে উদ্বোধনের মুহূর্তটাকেও অনেকে মোবাইল বন্দী করে রেখেছেন। দেবিপক্ষের আগেই যদি এত ভিড় থাকে তাহলে দেবীপক্ষে সূচনা থেকে কি হতে চলেছে তা বোঝাই যাচ্ছে। আপনারা যদি এখনও গ্র্যান্ড হোটেলটি না দেখে থাকেন তাহলে আজকেই আসুন দেখতে। কারণ এরপর ধীরে ধীরে দর্শনার্থীদের ভিড় আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে।