দুই সেমিস্টারে উচ্চমাধ্যমিক! কেন্দ্রের সিদ্ধান্ত মানতে নারাজ রাজ্য, ফের নতুন সংঘাত?
এবার থেকে একাদশ-দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষা হবে বছরে দু’বার। ছাত্রছাত্রীরা দু’বার পরীক্ষা দিতে পারবেন। যে পরীক্ষায় নম্বর বেশি হবে সেটাকে উচ্চমাধ্যমিকের রেজাল্ট হিসেবে গ্রহণ করতে পারবেন পড়ুয়ারা।

কেন্দ্রীয় শিক্ষানীতিতে বড়সড় পরিবর্তন এনেছে মোদী সরকার। এবার থেকে একাদশ-দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষা হবে বছরে দু’বার। ছাত্রছাত্রীরা দু’বার পরীক্ষা দিতে পারবেন। যে পরীক্ষায় নম্বর বেশি হবে সেটাকে উচ্চমাধ্যমিকের রেজাল্ট হিসেবে গ্রহণ করতে পারবেন পড়ুয়ারা। এই শিক্ষানীতি অনুযায়ী পাঠক্রম আনারও তোড়জোড় করছে কেন্দ্র।
কেন্দ্রের এই শিক্ষানীতি মানতে নারাজ পশ্চিমবঙ্গ সরকার। নয়া পাঠক্রম চালু নিয়েও ভিন্ন মত রাজ্যের শিক্ষা দফতরের। রাজ্যের মতে, দুটি সেমিস্টারের নম্বরকেই সমান গুরুত্ব দিয়ে পড়ুয়াদের মূল্যায়ণ করা উচিত। যদিও CBSE এবং ICSE বোর্ড কেন্দ্রের নয়া শিক্ষানীতি মেনে নিয়েছে। কিন্তু রাজ্য সরকারের ভিন্ন মত।
উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের আধিকারিকদের মতে, কেন্দ্রের নয়া শিক্ষানীতিতে পরীক্ষা সম্পর্কে পড়ুয়াদের আগ্রহ কমে যাবে। তাই দুটি সেমিস্টারকেই সমান গুরুত্ব দেওয়া উচিত। প্রতিটা সেমিস্টারকে ৫০-৫০ ধরে পড়ুয়াদের মান মূল্যায়ন করতে চায় রাজ্য সরকার। সূত্রের খবর, ইতিমধ্যেই এই বিষয়ে শিক্ষা দফতরের আধিকারিকদের নিয়ে এক প্রস্থ বৈঠক করেছে রাজ্য।
নয়া শিক্ষানীতিতে পড়া বোঝার উপর জোর দেওয়াই লক্ষ্য বলে জানিয়েছে কেন্দ্র। দাবি করা হয়েছে, এর ফলে ব্যাপক কোচিং নির্ভরতা এবং মুখস্থবিদ্যার প্রবণতা কমবে। কেন্দ্রর কথায়, ফলাফলের উৎকর্ষতা বাড়ানোর জন্যেই দুটি সেমিস্টার করা হচ্ছে। এতে পড়ুয়ারা নিজেরাই নিজেদের অবস্থান সম্পর্কে বুঝতে পারবে।
২০২৪-২৫ শিক্ষাবর্ষে যারা একাদশ শ্রেণীতে ভর্তি হবেন এবং ২০২৫-২৬ শিক্ষাবর্ষে উচ্চমাধ্যমিক দেবেন, তাঁদের সময় থেকেই দুটি সেমিস্টার সিস্টেম শুরু হবে। এখন এই নিয়ে রাজ্য সরকার কেন্দ্রের সঙ্গে নতুন করে সংঘাতে জড়ায় কিনা সেটাই দেখার।