দক্ষিণ কোরিয়া গেলেই বিটিএস ব্যান্ডে সুযোগ! বাড়ি থেকে পালাল মুর্শিদাবাদের ৩ ছাত্রী, তারপর?

দক্ষিণ কোরিয়ার বিখ্যাত ব্যান্ড ‘বিটিএস’। অনেকে ‘বাংতান বয়েজ’-ও বলে। ৭ জনের ব্যান্ড। সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয়।

দক্ষিণ কোরিয়ার বিখ্যাত ব্যান্ড ‘বিটিএস’। অনেকে ‘বাংতান বয়েজ’-ও বলে। ৭ জনের ব্যান্ড। সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয়। সেই ব্যান্ডে যোগ দিতেই বাড়ি থেকে পালাল মুর্শিদাবাদের ৩ স্কুল ছাত্রী। তবে শালিমার স্টেশন থেকে তিন জনকে পাকড়াও করেছে পুলিশ। তিন পড়ুয়ার মধ্যে দুজন নবম শ্রেণীর ছাত্রী, একজন সপ্তম শ্রেণীতে পড়াশোনা করে।

জআনা গেছে, ৫ সেপ্টেম্বর বিকেলে অল্প টাকাপয়সা এবং জামাকাপড় নিয়ে বাড়ি থেকে তিন জন বেরিয়ে পড়ে। উদ্দেশ্য ছিল মুম্বই পালানো। প্রথমে ট্রেন ধরে শিয়াল্ধ আসে। সেখান থেকে ট্যাক্সি করে সল্টলেক। সেখানে কোনও হোটেল না পেয়ে ফের ফিরে আসে শিয়ালদহ স্টেশনে। ততক্ষণে মুর্শিদাবাদের বাড়িতে হইচই পড়ে গিয়েছে। থানায় এফআইআর করেন ছাত্রীদের মা-বাবারা।

Murshidabad,Howrah City Police,BTS Band Three Students Left Home

মুর্শিদাবাদ পুলিশ সাহায্য নেয় হাওড়া পুলিশের। হাওড়া সিটি পুলিশের অন্তর্গত সাঁতরাগাছি থানার ভারপ্রাপ্ত আধিকারিক মৃনাল সিনহা ছাত্রীদের একজনের মোবাইল ট্র্যাক করতে শুরু করেন। একাধিক দল ভাগ হয়ে শুরু হয় তল্লাশি। রাজ্যের বাইরে যাওয়ার আগেই যাতে তিন ছাত্রীকে ধরা যায়, সে ব্যাপারে পুলিশদের নির্দেশ দেওয়া হয়। মোবাইল ট্র্যাক করতে করতে শালিমার স্টেশনে তাদের পাওয়া যায়।

শালিমার স্টেশনে পৌঁছে যায় হাওড়া সিটি পুলিশ। গোটা স্টেশনে তল্লাশি শুরু হয়। শেষে ওয়েটিং রুম থেকে উদ্ধার করা হয় তিন ছাত্রীকে। এরপর ছাত্রীদের জিজ্ঞাসাবাদ শুরু করে  পুলিশ। জেরায় তিন ছাত্রী জানিয়েছে, অনলাইনে বিটিএস গ্রুপের সঙ্গে তাদের কথা হয়ে। বিটিএস গ্রুপ নাকি বলে, তারা কোরিয়া এলে তাদের স্টেজে গানবাজনা করার সুযোগ করে দেবে। তারপরই কাউকে কিছু না বলে দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে রওনা দেয় তারা।

জিজ্ঞাসাবাদে কারও নাম নেয়নি ছাত্রীরা। তবে পুলিশ মনে করছে, ব্যাপারটা এত সরল নয়। বিটিএস গ্রুপকে সামনে রেখে ফাঁদ পেতেছে মানব পাচারের সঙ্গে যুক্ত দুষ্কৃতীরা। ভুলিয়ে ভুলিয়ে ছাত্রীদের প্রথমে মুম্বই, তারপর সেখান থেকে বিদেশে পাচার করে দেওয়ার ছক থাকতে পারে।




Leave a Reply

Back to top button