তৃণমূল-বিজেপি দ্বৈরথ, প্রচারে বেরিয়ে গো ব্যাক স্লোগানের সম্মুখীন শুভেন্দু

পুরসভা নির্বাচনের বাড়ছে রাজনৈতিক উত্তাপ। আগামী ২৭ ফেব্রুয়ারি রাজ্যের মেয়াদ উত্তীর্ণ ১০৮টি পুরসভায় ( Municipal Poll 2022 ) নির্বাচন। এমতাবস্থায় রাজ্যে জুড়ে চড়ছে রাজনৈতিক পারদ। রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের তিনটি পুরসভা (কাঁথি, এগরা ও তমলুক)তেও বেজে গেছে নির্বাচনী ঘন্টা। কাঁথি পুরসভা নিয়েই আগে রাজ্য ( Municipal Poll 2022 ) রাজনীতিতে তৈরি হয়েছিল বিতর্ক। ৩২ বছরের নিয়মকে ছেদ করে ২১ নম্বর ওয়ার্ডের প্রার্থী তালিকা থেকে বাদ পড়ে যায় অধিকারী পরিবারের নাম। যার জেরে রাজ্য জুড়েই তৈরি হয়েছিল এক অন্যরকম জল্পনা।

এদিন, আবার কাঁথি পুরসভায় প্রচারকার্যে বেরিয়ে গো ব্যাক স্লোগান মিলল শুভেন্দুর কপালে। গতকাল ২১ নম্বর ওয়ার্ডে প্রচার করতে বেরিয়ে তৃণমূল-বিজেপি ( Municipal Poll 2022 ) বচসা লাগে। যার জেরে এলাকা জুড়ে তৈরি হয় এক উত্তপ্ত পরিস্থিতি। গতকালের ন্যয় আজও প্রায় একই ঘটনা ঘটে কাঁথি পুরসভার অন্য ওয়ার্ডে। এদিন কাঁথি পুরসভার ৬ নং ওয়ার্ডে প্রচার করতে বেরিয়ে গো ব্যাক স্লোগানের মুখোমুখী হতে হয় শুভেন্দু অধিকারীকে।

Municipal Poll 2022উল্লেখ্য, এদিন কাঁথির ৬ নং ওয়ার্ডে শুভেন্দু অধিকারীর প্রথম কর্মসূচী ছিল। তিনি সেখানে যখন আসেন ৬ নং ওয়ার্ডে প্রচারের জন্য, তখন সেখানে উপস্থিত তৃণমূলের সমর্থক কর্মীরা তাঁকে দেখে গো ব্যাক স্লোগান দিতে থাকে। অবশ্য তৃণমূলের স্লোগানের পাল্টা স্লোগান হিসাবে বিজেপির কর্মী ‘শুভেন্দু অধিকারী জিন্দাবাদ’ স্লোগান দিতে থাকে। বলা বাহুল্য, কাঁথি পুরসভার এই ৬ নং ওয়ার্ডে যেন সকাল সকাল শুরু হয়ে গেল স্লোগানের দ্বৈরথ।

আরও পড়ুন….“কফি হাউস কলকাতার সিগনেচার” ঐতিহ্য রক্ষার্থে আর্থিক সাহায্য রাজ্য সরকারের

প্রসঙ্গত, আগামী ২৭ ফেব্রুয়ারিকে পাখির চোখ করে নির্বাচনী প্রচারে ব্যস্ত রাজ্যের সকল দল। তারই মধ্যে বারংবার দেখা যাচ্ছে শাসক বনাম ( Municipal Poll 2022 ) বিরোধী বাকবিতণ্ডা। গতকাল বাঁকুড়া পুরসভায় প্রায় একই রকমের বচসা শুরু হয়েছিল তৃণমূল-বিজেপির মধ্যে। তৃণমূলের অভিযোগ বিজেপি নোংরা রাজনীতি করছে, তাঁদের পতাকা ও ফেস্টুন ছিঁড়ে দিচ্ছে। এই পরিপ্রেক্ষিতে আবার বিজেপি প্রার্থী সংবাদমাধ্যমকে জানিয়ে ছিলেন, তৃণমূলের পায়ের তোলার মাটি সরে গেছে। তাঁরা বিরোধীদের কণ্ঠ রোধ করতে চাইছে। বলা বাহুল্য, পুর নির্বাচনকে নিয়ে বেশ উত্তপ্ত রাজ্য রাজনীতি। এমতাবস্থায়, নির্বাচনের ফলই ঘোষণা করবে কার মাথায় উঠতে চলেছে মুকুট।




Leave a Reply

Back to top button