Municipal Poll 2022 : মিটছে না অন্তর্দ্বন্দ্ব, ঘাসফুল ছেড়ে তাই নির্দলীয় প্রচার

প্রার্থী তালিকা নিয়ে দলের মধ্যে অন্তর্দ্বন্দ্ব বেশ কয়েকদিন ধরেই। নানা রাজনীতিবিদের নানা মত। কিন্তু সেই সকল মতকে দূরে সরিয়ে নিজের দলকে বাঁচাতে মরিয়া ( Municipal Poll 2022 ) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তারপরও বন্ধ হয়নি দলের মধ্যেকার ফিসফাস।
গতকাল পার্থ চট্টোপাধ্যায়ের হুশিয়ারিতে থোড়াই কেয়ার। প্রার্থী পছন্দ না হওয়ায় তৃণমূলের বিক্ষুব্ধরা বাঁকুড়া পুরসভার নির্দল প্রার্থী হয়ে জোরদার প্রচারে ব্যস্ত। দাপিয়ে প্রচার ( Municipal Poll 2022 ) সারছেন নিজের নিজের ওয়ার্ডে। লক্ষ্য একটাই, তৃণমূলের অফিসিয়াল ভোট ব্যাঙ্ককে নিজের দিকে টেনে আনা। যদিও সে গুড়ে বালি বলছে তৃণমূল।
বাঁকুড়া পুরসভার ২৪ টি ওয়ার্ডের মধ্যে বহু ওয়ার্ডেই তৃণমূলের অফিসিয়াল প্রার্থী পছন্দ হয়নি নিচু তলার কর্মীদের। প্রার্থী বদলের দাবিতে ক্ষোভ ( Municipal Poll 2022 ) বিক্ষোভের মাঝেই প্রায় দশটি ওয়ার্ডে নির্দল প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দেন বিক্ষুব্ধরা। বেশ কয়েকটি ওয়ার্ডে কৌশলে বিক্ষুব্ধদের বাগে এনে মনোনয়ন প্রত্যাহার করাতে শাসক দল সমর্থ হলেও নিজেদের অবস্থানে অনড় ছিলেন ১,৩,৭ ও ১৮ নম্বর সহ বেশ কয়েকটি ওয়ার্ডের বিক্ষুব্ধ নির্দল প্রার্থীরা।
আরো পড়ুন…..Municipal Poll 2022 : পুরভোটের আঁচে ফুটেছে বাংলা, ফের বড়সড় সংঘর্ষে জড়াল TMC-BJP
আরো পড়ুন…..WB Municipal Election Result 2022 : নতুন রঙে শিলিগুড়ি, কর্পোরেশনের মেয়র মুখ নির্বাচন মমতার
দলীয় প্রার্থীর জয়ে এই নির্দল প্রার্থীরাই প্রধান কাঁটা হয়ে উঠতে পারে বলেও এমন আশঙ্খা রয়েছে তৃণমূলের অন্দরে। রাজনৈতিক মহলের মত অনুসারে এই আশঙ্কায় গতকালই তৃণমূলের রাজ্য নেতৃত্ব দলের বিক্ষুব্ধদের আঙুল তুলে হুশিয়ারিও দিয়েছে। কিন্তু মঙ্গলবার সকালে ( Municipal Poll 2022 ) দলীয় হুশিয়ারির পরেও বদলায়নি ছবিটা। দলীয় হুশিয়ারীকে তুড়ি মেরে উড়িয়ে মঙ্গলবার সকাল থেকে একাধিক ওয়ার্ডে প্রচারে নামলেন বিক্ষুব্ধ নির্দল প্রার্থীরা। তাঁদের দাবি শাসক দলের ভোট ব্যাঙ্কে ভাগ বসিয়ে জয়ের ব্যাপারে তাঁরা একশো শতাংশ আশাবাদী। তৃণমূলের দাবি নির্দল প্রার্থীরা তাঁদের ভোট ব্যাঙ্কে কোনো প্রভাব ফেলতে পারবে না। ২৪ ওয়ার্ডে জয় পাবে তৃণমূল দাবি তৃণমূল নেতৃত্বের।