টোটোতে খোয়া গিয়েছিল টাকা ভর্তি ব্যাগ, বৃদ্ধের হারিয়ে যাওয়া ব্যাগ ফিরয়ে মানবিকতার নয়া নজির চালকের

কালের অগ্রগতির সাথে সাথে গোটা দেশেই বেড়ে গিয়েছে নিত্যনতুন জালিয়াতির(Fraud) পরিমাণ। কোথাও সাইবার চক্রীদের ফাঁদে পড়ে ফাঁকা হয়ে যাচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট(Bank Acounts) আবার কোথাও চাকরির নামে চলছে প্রতারণা। সহজ কথাও ছদ্মবেশী মানুষের ভিড়ে বিশ্বাস-অবিশ্বাসের যাঁতাকলে পিষতে পিষতে আজ যেন অমানুষের ভিড়েই হারিয়ে যাচ্ছ গোটা সমাজ। কিন্তু তারপরেও কিছু ঘটনা প্রায়শই সোশ্যাল মিডিয়ায় দোলা লাগিয়ে চলে যায়, যার ছাপ রয়েছে মনুষ্য মনে। এবার এমনই এক ঘটনার সাক্ষী থাকল চুঁচুড়াবাসী ( Toto driver ) ।

আরও পড়ুন- কোভিড সংক্রামিত হওয়ার পর ত্বকে জ্বালা অনুভব করছেন, জেনে নিন এই সম্পর্কে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কি বলছে

সূত্রের খবর, চুঁচুড়া তোলাফটকের বাসিন্দা অলোক দত্ত ওষুধ কিনতে বেরিয়েছিলেন।খরুয়াবাজার থেকে ওষুধ কিনে টোটো করে বাড়ি ফেরার সময় তার ব্যাগটা ভুল করে টোটোতে ফেলে নেমে যান। টোটো চালক( Toto driver ) সায়ন দাসও খেয়াল করেননি ব্যাগ পিছনের সিটে পরে রয়েছে।ফরিদা বিবি নামে এক যাত্রী চকবাজার যাবার জন্য ওই টোটোতে ওঠেন।তিনি দেখতে পান ব্যাগ পরে রয়েছে টোটোর সিটে।টোটো চালককে জিজ্ঞাসা করেন যাত্রী কার ব্যাগ। টোটো চালক জানায় একজন মহিলা যাত্রীকে ছিলেন তার ব্যাগ হতে পারে।সেই যাত্রীকে যেখানে নামিয়েছিলেন সেখানে গিয়ে খোঁজ নিলে যাত্রী জানান তার ব্যাগ না। এমতাবস্থায় ব্যাগের আসল মালিক কে তা জানা না গেলে ফেরানোও যে দুষ্কর তা ভালোই বুঝে যান সায়ন বাবু( Toto driver )।

আরও পড়ুন- বিয়ের পরই ঘোর বিপত্তি! মধুচন্দ্রিমায় গিয়ে রহস্যমৃত্যু নববধূর

আরও পড়ুন- বিশ্ববিদ্যালয়ে পড়াতে বাধ্যতামূলক নয় পিএইচডি! নির্দেশিকায় নতুন চমক UGC এর তরফে

আর টিক তখনই টোটো চালক ও টোটোতে থাকা যাত্রী দুজনে মিলে ঠিক করেন ব্যাগ চুঁচুড়া থানায় জমা দেবেন।চুঁচুড়া থানায় ঢোকার আগেই যার ব্যাগ সেই বৃদ্ধ অলোক বাবু ফোন করেন। ফেলে যাওয়া ব্যাগে তার ফোন ছিল,ব্যাঙ্কের পাশ বই,হাজার খানেক টাকা ও বাড়ির চাবি ছিল বলেও জানান। অবশেষে চুঁচুড়া থানায় এসে ব্যাগ ফেরত পান তিনি। তবে টোটো চালকের এই মানবিক ভূমিকায় সাধুবাদ জানিয়েছে পুলিশ। আপ্লুত অলোকবাবু। হারিয়ে যাওয়া ব্যাগ হাতে পেয়ে টোটোচালক( Toto driver ) সায়ন দাস ও ফরিদা বিবিকে ধন্যবাদ জানান ওই অশতিপর বৃদ্ধ। এই ঘটনা নিয়ে গতদুদিন ধরেই জোর চর্চা চলছে চুঁচুড়ার নাগরিক মহলে।

আরও পড়ুন- গেরুয়া ঝড়ে নিভে গেল ‘বহেনজি’ র আশার প্রদীপ, রাজনীতিতে মায়ার দিন শেষ ?




Leave a Reply

Back to top button