পুড়ল তৃণমূল কর্মীর গাড়ি, বহিরাগতদের নিয়ে সন্ত্রাস ছড়াচ্ছে বিজেপি, তোপ শাসকদলের

ভোটের রনদামা সেই কবেই বেজে গেছে। চারিদিক থেকে শোনা যাচ্ছে বিভিন্ন বিচ্ছিন্ন ঘটনা ( trinamool bjp clash)। আজ ভোটের আগের দিন সকালেই উত্তেজনা ছড়াল মেদিনীপুর ( Medinipur) শহরে। সুত্রের খবর, পালবাড়ি এলাকাতে তৃণমূলের ( trinamool bjp clash ) এক কর্মীর গাড়ি পুড়িয়ে দেওয়া হয়। আর তারপরই মেদিনীপুর শহর কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিজেপির বিরুদ্ধে অভিযোগ উঠলেও অভিযোগ একেবারে অস্বীকার করেছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব।

মেদিনীপুর শহরের ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল  ( trinamool bjp clash ) কর্মী রাজ কুমার পালের গাড়িতে শনিবার গভীর রাতে আগুন লাগিয়ে দেওয়া হয়। রাজকুমারের জানিয়েছেন, “রাত থেকেই এলাকায় বহিরাগত লোকজন ছোটাছুটি করছিল। বিজেপির লোকেরা এলাকায় সন্ত্রাস তৈরি করতেই এই ঘটনা ঘটিয়েছেন। সবটাই পূর্বপরিকল্পিত।”

Trinamool - BJP clash

রাজকুমারের সুরে সুর মিলিয়েছেন স্থানীয় তৃণমূল  ( trinamool bjp clash ) প্রার্থী সৌমেন খান। তারও বক্তব্য, “বহিরাগত লোকজন নিয়ে এসে সন্ত্রাসের আবহাওয়া তৈরীর চেষ্টা করছেন। তাই তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মী রাজকুমারের গাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে। আমরা পুলিশের কাছে অনুরোধ করছি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার।”

আরও পড়ুন- “পরতে দেওয়া হবে না ধুতি-শাড়ি-সিঁদুর!” বাংলাদেশে হিন্দুদের হুমকি মুসলিম মৌলবাদীদের

এই ঘটনায় অভিযোগ অস্বীকার করেছেন এলাকার  বিজেপির প্রার্থী  ( trinamool bjp clash ) মিলন মাইতি। মিলন মাইতি পরিষ্কার বক্তব্য,” মিথ্যা অভিযোগ করে বিজেপির কর্মীদের বসিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। নয়তো পুলিশে ধরিয়ে বিজেপি কর্মীদের কোণঠাসা করার চেষ্টা করছে তৃণমূল। রীতিমতো হুমকি দিয়ে যাচ্ছেন সৌমেন খান সহ তার নেতাকর্মীরা। আমাদের উপর ওঠা অভিযোগ একেবারে ভিত্তিহীন।”

রাত কাটলেই ভোট শুরু। আর তার মধ্যেই এই ঘটনা  ( trinamool bjp clash ) আতঙ্কিত হয়ে পরেছেন এলাকার বাসিন্দারা। তাদের বক্তব্য ভোটের দিনে যেন এমন ঘটনা না ঘটে তার দায়ত্ব নিক প্রশাসন।  

আরও পড়ুন- ‘চারিদিকে বোমাবর্ষণ.. কোথায় যাব… অস্থায়ী বাঙ্কারে আশ্রয় নিয়েছি’- বিমান পাঠালেও ফেরা দায়, আতঙ্কে ভুগছেন ভারতীয় পড়ুয়ারা




Leave a Reply

Back to top button