অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আটককে ঘিরে বাংলার জেলায় জেলায় বিক্ষোভ

দিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল প্রতিনিধিদের আটক পুলিশের। বাংলার জেলায় জেলায় তৃণমূল কর্মী ও সমর্থকদের বিক্ষোভ।

শুভঙ্কর, দিল্লি: তৃণমূল কংগ্রেসের দিল্লি চলো অভিযান ঘিরে গোটা দেশজুড়ে উত্তেজনা ছিল তুঙ্গে। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদের আটক ঘিরে উগ্রতা চিত্র উঠে এলো বাংলার জেলায় জেলায়। গতকাল তৃণমূলের প্রতিনিধি দল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কৃষি ভবন যান। ১০০ দিনের কাজের টাকা থেকে বঞ্চিত শ্রমিকদের চিঠি নিয়ে, কেন্দ্রীয় পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতির সঙ্গে দেখা করতে।

সূত্রের বক্তব্য, রাত সাড়ে আটটার পরে এক বিশাল পুলিশবাহিনী ঢুকে পড়ে ভিতরে। তৃণমূলের প্রতিনিধিদের বক্তব্য, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের প্রতিমন্ত্রীর সঙ্গে না দেখা করে তারা যাবেন না। মন্ত্রকের অফিসাররা জানান যে শুধু পাঁচজন প্রতিনিধি সঙ্গেই দেখা করবেন তিনি। সুত্র মারফত আরও জানা যায়, দেড় ঘন্টা ধরে অপেক্ষা করার পর বেরিয়ে যান প্রতিমন্ত্রী। সেই সময়ও বিক্ষোভ চালিয়ে যান তৃণমূলের প্রতিনিধিরা এবং তখনই তাদের ঘিরে ফেলে পুলিশ। তাদের টেনে-হিঁচড়ে নিয়ে আসা হয় বাইরে। এই আটকের পরই বাংলার জেলায় জেলায় বিক্ষোভ দেখাতে শুরু করে তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকরা।

TMC,BJP,Delhi,Abhishek Banerjee

শাসকদলের কর্মী-সমর্থকদের পথ অবরোধ থেকে টায়ার জ্বালানো সবকিছুই করতে দেখা যায়। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সব জায়গা থেকেই উঠে আসে এমনই ভয়াবহ চিত্র। বাদ যায়নি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর শক্তঘাঁটি কাঁথিও। সেন্ট্রাল বাস স্ট্যান্ড এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় তৃণমূল নেতা কর্মীরা। এমনকি সেখানেও রাস্তায় টায়ার জ্বালানো হয় ঘাসফুল শিবিরের কর্মীদের তরফ থেকে।

উল্লেখ্য, গতকালের ঘটনার তীব্র নিন্দা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী ও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি তাঁর এক্স হ্যান্ডেলে ধিক্কার জানান। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও এই ঘটনার নিন্দা করে কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করেন। তিনি সরাসরি দলীয় কর্মী সমর্থকদের নিয়ে রাজভবন অভিযানের কথা ঘোষণা করেন। এর আগেও তিনি যন্তরমন্তরের সভা থেকে জানিয়ে দেন দরকার পড়লে তৃণমূল কংগ্রেস দিল্লির রাজপথে বৃহত্তর আন্দোলনে নামবে। অসংখ্য কর্মী ও সমর্থকদের নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিল্লিতে আসবে তৃণমূল কংগ্রেস।




Leave a Reply

Back to top button