বাংলাতেই তৈরি হবে বন্দে ভারত, ইঞ্জিনের বরাত পেল চিত্তরঞ্জন লোকোমোটিভ, স্লিপার কোচ টিটাগড়ে

বন্দে ভারত এক্সপ্রেস নিয়ে প্রথম দিন থেকে হইচই আর বিতর্ক।

বন্দে ভারত এক্সপ্রেস নিয়ে প্রথম দিন থেকে হইচই আর বিতর্ক। কখনও নতুন কোনও রুটে ট্রেনের উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী তো কখনও পাথর ছোঁড়ার ঘটনা ঘটছে। এখনও পর্যন্ত দেশের ১৩টি রুটে বন্দে ভারত এক্সপ্রেস চালু হয়েছে। বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল দাবি করলেন, এবার বাংলাতেই তৈরি হবে বন্দে ভারত এক্সপ্রেস।

অগ্নিমিত্রার দাবি অনুযায়ী, শতাব্দীপ্রাচীন চিত্তরঞ্জন রেল কারখানায় বন্দে ভারতের ইঞ্জিন তৈরি হবে। ইতিমধ্যেই ৪টি ইঞ্জিনের বরাত এসেছে। সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে তৈরি হবে সেমি হাই স্পিড ট্রেনের এই ইঞ্জিন। প্রসঙ্গত, চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কাসের কারখানায় বছরে ৪৪৬টি ইঞ্জিন তৈরির রেকর্ড রয়েছে।

Vande Bharat Express,Engine,Chittaranjan Locomotive Works,West Bengal

বৃহস্পতিবার চিত্তরঞ্জন রেল কারখানার জেনারেল ম্যানেজারের সঙ্গে দেখা করেন অগ্নিমিত্রা। তিনি বলেন, ‘নতুন জিএম এসেছেন। তাই সৌজন্য সাক্ষাৎ। আগের জিএম-কে বলেছিলাম, চিত্তরঞ্জন কারখানার ঐতিহ্য রয়েছে। তাই যদি কিছু গুরুত্বপূর্ণ কাজ দেওয়া যায়। যেমন বন্দে ভারত। খুশির খবর হল, চারটি বন্দে ভারত ইঞ্জিনের বরাত দেওয়া হয়েছে। ডিজাইনিংও এখানেই হবে’।

শুধু ইঞ্জিন নয়। বন্দে ভারত এক্সপ্রেসের স্লিপার কোচও তৈরি হবে বাংলাতেই। টিটাগড় ওয়াগনস লিমিটেড এবং ভেল-কে যৌথভাবে এই বরাত দেওয়া হয়েছে। প্রায় ১০ হাজার কোটি টাকার চুক্তি হয়েছে। আগামী ৩৫ বছরের জন্য এই দায়িত্ব পেয়েছে টিটাগড় ওয়াগনস লিমিটেড। রক্ষণাবেক্ষণের জন্যও আরও ১৪ হাজার কোটি টাকার বরাত দেওয়া হয়েছে।

টিটাগড় রেল সিস্টেম লিমিটেডের ভাইস চেয়ারম্যান ও এমডি উমেশ চৌধুরী বলেন, ‘২০২৫ সাল থেকে বন্দে ভারত এক্সপ্রেসের স্লিপার কোচের উৎপাদন শুরু হবে। বর্তমানে উত্তরপাড়া প্ল্যান্টে পৃথক লাইন এবং অন্যান্য পরিকাঠামো তৈরির কাজ চলছে’। বন্দে ভারত স্লিপার ট্রেনে ১৬টি বগি থাকবে। ৮৮৭ জন যাত্রী থাকার আনুমানিক ক্ষমতা ধরা হয়েছে।




Leave a Reply

Back to top button