অবরোধে নিষেধাজ্ঞা, বিশ্বভারতীর ছাত্র আন্দোলন রুখতে তবে কি নতুন পাঠ শেখাতে চায় রাষ্ট্র

অচলায়তন ভেঙে গুঁড়িয়ে দেওয়ার লক্ষ্যে নিজেদের দাবিতে অনড় বিশ্বভারতীর সাধারণ ছাত্রছাত্রী। ৮০ ঘন্টা অতিক্রম করলো বিশ্বভারতীর ( Visva-Bharati ) সাধারণ ছাত্রছাত্রী আন্দোলন ২০২২। হষ্টেল খোলার দাবি সহ তিনটি দাবি নিয়ে ২৮শে ফেব্রুয়ারি থেকে কাতারে কাতারে আন্দোলনে সামিল হয়েছে বিশ্বভারতীর পড়ুয়ারা।
ইতিমধ্যেই অফলাইন ক্লাস শুরু করার নির্দেশ দিয়েছিল বিশ্বভারতী। কিন্তু হষ্টেল খোলার বিষয় নিয়ে মুখে কুলুপ এঁটে ছিল কর্তৃপক্ষ ( Visva-Bharati ) । সমস্ত হষ্টেল দীর্ঘদিন ধরে বন্ধ রাখায় যথেষ্ট বিপদে পড়ছেন পড়ুয়ারা। দীর্ঘদিন ধরে তারা হষ্টেল খোলার দাবি নিয়ে কতৃপক্ষের কাছে গেলেও, কোনো সদুত্তর মেলেনি তার। তাছাড়া উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর নির্দেশে বেশকিছু বছর ধরেই চলছে নানান অরাজগতা। কখনও পাঁচিল তুলে দেওয়া তো কখনও মিথ্যে অভিযোগের ভিত্তিতে ছাত্রদের সাসপেন্ড করার ঘটনা, কিছুই বাদ রাখেননি তিনি।
তবে এবার( Visva-Bharati ) অফলাইন ক্লাসের নোটিশ পাওয়ায় ক্যাম্পাসে ফিরতে শুরু করেছিল ছাত্রছাত্রীর দল। সোমবার সকাল থেকে বাঁধ সাধে নি আর কোনো চোখ রাঙানি। অচলায়তন ভেঙে টুকরো টুকরো করে দিতে স্বতঃস্ফূর্ত আন্দোলনে জেগে উঠেছে পড়ুয়ারা। সোমাবার সকাল থেকে ঘুরে ঘুরে বিশ্বভারতীর সমস্ত ডিপার্টমেন্ট সহ কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয় আন্দোলনকারী পডুয়ারা। এরপর সোমবার দুপুর থেকেই সেন্ট্রাল অফিস চত্বরে তাদের দাবি নিয়ে অবস্থানে বসে পড়ুয়ার। সেখানে প্রথমে রেজিষ্ট্রারের কাছে ছাত্ররা তাদের আবেদন জানালে, ছাত্রদের কোনো উত্তর দিতে পারেননি তিনি। ফলত, স্বেচ্ছায় বন্দি হন তিনি।
এরপর হাইকোর্টে মামলা উঠলে এদিন তার রায় জানায় হাইকোর্ট। হাইকোর্টের নির্দেশ, বিশ্বভারতীতে আন্দোলন হবে শান্তিপূর্ণ। কাউকে ‘অবরুদ্ধ’ করে রাখায় নিষেধাজ্ঞা জারি করলে বন্দি দশা ছেড়ে বেরিয়ে যেতে চান রেজিষ্ট্রার। সেই সময় তাঁর হাতে পায়ে ধরে আন্দোলনকারীরা তাদের প্রশ্নের উত্তর জানতে চাইলে আবারও মুখে কুলুপ এঁটে কার্যালয়ে ফিরে গিয়ে আরও একবার নিজেকে স্বেচ্ছায় বন্দি করেন তিনি।
এবিষয়ে ছাত্রদের মন্তব্য জানতে চাইলে এক আন্দোলনকারী ছাত্র জানায়, “এখনও পর্যন্ত যতটা জেনেছি তাতে হাইকোর্টের রায় উপাচার্য এবং কতৃপক্ষের তরফেই রয়েছে। তবে কি গোটা রায়টাই ছাত্রবিরোধী?” তবে কি এভাবেই ছাত্র আন্দোলনের নয়া পাঠ শেখাচ্ছে রাষ্ট্র? সমস্ত ছাত্র আন্দোলনকে রুখে দিতে শীঘ্রই কী জারি হতে পারে নিষেধাজ্ঞা?
আরও পড়ুন শুভেচ্ছার “ট্রেসার বুলেট”, রবি শাস্ত্রীর ছোঁড়া চ্যালেঞ্জ নিতে প্রস্তুত বিরাট