একগুচ্ছ প্রকল্পের সুবিধা দেবে রাজ্য সরকার! জনগনের দুয়ারে আসছে ‘দুয়ারে সরকার’

সেপ্টেম্বরের শুরুতেই জনগণের ঘরের কাছে 'দুয়ারে সরকার'! পাঁচটি নতুন প্রকল্পের সুবিধা পাবেন এবার

পূর্বাশা, হুগলি: রাজ্য সরকারের তরফে বিভিন্ন ধরণের প্রকল্পের সুবিধা দেওয়া হয় জনসাধারণ কে। আর সেই সমস্ত প্রকল্পের ফর্ম ফিল আপ, ত্রুটি সংশোধন বা প্রকল্প সম্বন্ধীয় সমস্যা সমাধান হয় ‘দুয়ারে সরকার’ ক্যাম্পে। সেপ্টেম্বরের শুরু থেকেই রাজ্যে আরম্ভ হতে চলেছে ‘দুয়ারে সরকার’ ক্যাম্প। জনগণের জন্য একগুচ্ছ প্রকল্পের সুবিধা নিয়ে আসছে রাজ্য সরকার। এর মধ্যে রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার, রূপশ্রী, ঐক্যশ্রী, স্বাস্থ্যসাথী-সহ বিভিন্ন প্রকল্প।

West Bengal,WB Government,TMCP,Duare Sarkar Camp,Govt scheme

বিগত কয়েক বছর মমতা সরকারের ‘দুয়ারে সরকার’ ক্যাম্প বেশ জনপ্রিয় হয়েছে। একই ছাদের তলায় একাধিক সরকারি সুবিধা পেতে ভিড় জমান রাজ্যের জনগণ। এবছরেও তার পার্থক্য হল না। চলতি বছরে মোট ৩৩ টি প্রকল্পের সুবিধা দেবে ‘দুয়ারে সরকার’। এছাড়াও আলাদা ভাবে মোট পাঁচটি প্রকল্পের সুবিধা দেওয়া হবে এবারে। বার্ধক্য ভাতা, কন্যাশ্রী, রূপশ্রী, প্রকল্পে র পাশাপাশি তফশিলি জাতি ও অনগ্রসরদের জন্য থাকছে স্কলারশিপ ও সরকারি সুবিধার বন্দোবস্ত।

West Bengal,WB Government,TMCP,Duare Sarkar Camp,Govt scheme

সূত্রের খবর, চলতি বছরের দুয়ারে সরকার ক্যাম্পে
রাজ্য সরকারের নতুন প্রকল্প ‘খেলা হবে’-এর সুবিধা পাওয়া যাবে। জনসাধারণ সেপ্টেম্বরের ১৬ তারিখ অবধি আবেদন জানাতে পারবেন। আবার ১৬ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সেই আবেদনগুলি কে খতিয়ে দেখা হবে। ও পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবে সরকার।




Leave a Reply

Back to top button