WB Municipal Election Result 2022 : নতুন রঙে শিলিগুড়ি, কর্পোরেশনের মেয়র মুখ নির্বাচন মমতার

আজ ভোট উৎসবের ( WB Municipal Election Result 2022 ) ফলাফল ঘোষণা। রাজ্য জুড়ে ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে সবুজ আবির। বিধাননগর, চন্দননগর, আসানসোল ও শিলিগুড়ি – এই চার পুরসভার ২২৬টি ওয়ার্ডের জন্য সকাল থেকেই শুরু হয়ে গিয়েছে ভোট গণনার কাজ। প্রথম থেকেই উত্তরবঙ্গের শিলিগুড়ি কর্পোরেশনে এগিয়ে ছিল তৃণমূল কংগ্রেস। ফলাফল প্রকাশের আগে থেকেই বিভিন্ন পুরসভা ( WB Municipal Election Result 2022 ) জুড়ে শুরু হয়ে গিয়েছিল উৎসব পালন। অবশেষে প্রায় ৩ হাজার ভোটে জয় লাভ করলেন তৃণমূল নেতা গৌতম দেব।
বেশ কয়েক বছরের লড়াই এবং অবশেষে শিলিগুড়ি জুড়ে ( WB Municipal Election Result 2022 ) তৃণমূলের ছোঁয়া। এই জয়ের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এদিন গৌতম দেব বলেন, “২০০৯ সালের পর ২০২২ প্রায় ১৩-১৪ বছর পর একটা বৃত্ত সম্পন্ন করতে পারলাম। এই জয় শিলিগুড়িবাসীর জয়। তৃণমূলের এই জয় আমরা মন থেকে মেনে নিচ্ছি। সকল কর্মী, সমর্থকদের বলব একদম শান্তিপূর্ণ ভোট হয়েছে। শিলিগুড়িবাসীদের এই জয় নিবেদন করলাম। আমাদের নেত্রী, ভারতের নেত্রীকে এই জয়ের অর্ঘ্য নিবেদন করলাম।”
আরও পড়ুন…..Mamata Banerjee: ‘একটাই পোষ্ট, বাকি সব ল্যাম্পপোস্ট’- “মমতা সর্বাধিনায়িকা, অভিষেক সেনাপতি” : কুনাল
উল্লেখ্য, এক দশক পর শিলিগুড়িতে তৃণমূলের জয়ের পরই সেখানকার মেয়র পদ নিয়ে রাজ্য রাজনীতির মধ্যে শুর হয়েছিল জল্পনা। ইতিমধ্যে রাজ্যের একটি নামজাদা ( WB Municipal Election Result 2022 ) সংবাদমাধ্যমের সাংবাদিকের সঙ্গে ফোনালাপে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, “শিলিগুড়ি কর্পোরেশনের মেয়র পদে বসতে চলেছেন সদ্য জয়ী তৃণমূল নেতা গৌতম দেব।”