Weather Update : মাঘের শীত ফিরছে আবার, আবহাওয়ার চিত্র বদলাবে আজ থেকে

সোমবার প্রায় সারাটাদিনই মুখ ভার ছিল আকাশের( Weather Update )। জানুয়ারির ঠান্ডায় বৃষ্টিও হয়েছে খানিক। নাজেহাল অবস্থা হয়েছিল রাজ্যবাসীর। স্যাতস্যাতে ঠান্ডা আবহাওয়ার সাথে বৃষ্টি সব মিলিয়ে অস্বস্তিকর পরিবেশ তৈরি করেছিল কিছুদিন। যদিও আলিপুর আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী খানিক স্বস্তিতে রাজ্যবাসী। তাঁরা জানান আজ থেকেই আবহাওয়ার উন্নতি হবে সাথে রাতে ঠান্ডাও কম পড়বে। দক্ষিণবঙ্গে হবেনা বৃষ্টি। কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টি চলবে এখনও ৪৮ঘণ্টা।
আজকে Weather Update
আজকের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২২° সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৭° সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ থাকবে ৯৩%। বাতাসের গতিবেগ থাকবে ১১.১ কিমি/ঘন্টা। আকাশ মেঘে ঢেকে থাকবে ৮৫%।
কোথায় কিরকম weather থাকবে
ঝাড়খণ্ড এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলিতে ঘূর্ণবাত হওয়ার ফলে আবহাওয়ার পরিবর্তন ঘটবে। আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী সোমবার অবধি আকাশ গুমোট থাকলেও মঙ্গলবার থেকে আবহাওয়ার উন্নতি ঘটবে । এরপর থেকে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে ২২° সেলসিয়াস এবং ১৭° সেলসিয়াসের কাছাকাছি। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৯৩%। গতকাল অর্থাৎ সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২.৬° সেলসিয়াস যা স্বাভাবিক তাপমাত্রার তুলনায় কয়েক ডিগ্রি বেশি ছিল।
উত্তরবঙ্গের আজ Weather Update
উত্তরবঙ্গের সব জেলাগুলিতেই আজ থেকে আগামী ২৬ জানুয়ারির মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে । এছাড়াও বৃষ্টি হতে পারে কোচবিহার,আলিপুরদুয়ার, মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরেও। দার্জিলিং জেলার কিছু কিছু জায়গায় আজ তুষারপাতও হবে। যদিও আগামী ৪৮ ঘন্টা তাপমাত্রার কোনো বিশেষ পরিবর্তন হবে না। তবে রাতের পারদ কমবে দুদিন পর থেকেই। যার জন্য ৪° অবধি কমবে তাপমাত্রা। পাশপাশি সকালের দিকে কুয়াশাচ্ছন্ন থাকবে সব জায়গায়।
দক্ষিণবঙ্গের আজ Weather Update
আজ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অল্প বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আগামীকাল থেকে পরিবর্তন হবে রাজ্যের আবহাওয়ার চিত্র। বৃষ্টি বন্ধ হবে দক্ষিণের জেলাগুলোতে। বুধবার অবধি তেমন কিছু পরিবর্তন হবেনা। কিন্তু তাপমাত্রা কমবে প্রায় ২-৩°। ২৬ জানুয়ারি অবধি থাকবে কুয়াশা।
কালকের weather update
আগামীকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৪° সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৬° সেলসিয়াস। বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।