Weather Update : মেঘ-বৃষ্টির মধ্যেই রাজ্যে ফের ফিরতে চলেছে শীত, সপ্তাহান্তেই হবে পারদ পতন

শেষ পৌষেই নিখোঁজ শীত(Winter)। বিগত কয়েকদিন ধরে পশ্চিমী ঝঞ্ঝার গুঁতোয় মুখ ঢেকেছে উত্তুরে হাওয়া। যার জেরে রাজ্য জুড়েও দেখা মিলছিল না শীতের দেখা। তবে এই পরিস্থিতিতে কিছুটা আশা জোগাচ্ছে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস। তাদের আশ্বাস, সপ্তাহান্তে কিছুটা হলেও ঘুরে দাঁড়াবে শীত ( Weather Update ) । মেঘ-বৃষ্টি বিদায় নিলেই রাজ্য জুড়ে আবার দেখা যাবে শীতের প্রভাব। শেষ পৌষে না হোক মাঘের শুরুতেই দেখা মিলতে পারে শীতের।

পশ্চিমবঙ্গের Weather Update

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বৃহস্পতিবার রাজ্যে(West Bengal)-র সকল জেলাতেই বৃষ্টি হবে। এদিন সকালে দার্জিলিং এবং জলপাইগুড়ির জেলায় দেখা যাবে বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টিপাত। এছাড়াও, কলকাতা(Kolkata)-র আকাশ আজ থাকবে মুখ ভার করে। সেই সঙ্গে মাঝে মধ্যে খানিক বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভবনাও আছে। বৃহস্পতিবার সকালে মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৭ ডিগ্রি সেলসিয়াস ( Weather Update ) । যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ২১.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ৪ ডিগ্রি বেশি।

Weather Update 13 Januaryসপ্তাহান্তে পারদ পতন

হাওয়া অফিস সূত্রে খবর, শুক্রবার থেকে রাজ্য জুড়ে শুরু হবে পারদ পতন। শুক্র ও শনিবার রাজ্যের বেশির জায়গাতেই শুষ্ক আবহাওয়া দেখা যাবে। এই পরিস্থিতিতে গাঙ্গেয় বঙ্গে রাতের তাপমাত্রা নামতে শুরু করবে। তবে শুষ্ক আবহাওয়ার মধ্যেই সম্ভবনা ক্ষীণ বৃষ্টিপাতের। মূলত উত্তরবঙ্গের সিকিম, দার্জিলিং, জলপাইগুড়ির দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দেখা যাবে।

পশ্চিমী ঝঞ্ঝা থেকে মুক্তি

আপাতত, উত্তর-পশ্চিম ভারত থেকে বয়ে আসা একটি পশ্চিমী ঝঞ্ঝার জেরে মুখ থুবরে পড়েছে বঙ্গের শীত। গা ঢাকা দিয়েছে উত্তুরে হাওয়া। শীতের মিষ্টি রোদের অস্তিত্ব নেই বললেই চলে। সারাদিন মুখ ভার আকাশ। যার জেরে রাতের দিকে তাপমাত্রা ঊর্ধ্বমুখী গমন। বৃষ্টির প্রভাবে একটি স্যাঁতস্যাঁতে ঠাণ্ডা থাকলেও, তা বঙ্গের শীতের তুলনায় সামান্য মাত্র।

কৃষক ও মৎস্যজীবীদের উদ্দেশ্যে বার্তা

আরও পড়ুন…….Weather Update : আজ মুখ ভার আকাশের, পশ্চিমী ঝঞ্ঝার গুঁতোয় শীত উধাও তিলোত্তমায়

বঙ্গে এই পশিমী ঝঞ্ঝার জেরে হওয়া বৃষ্টিপাতের মধ্যে কৃষকদের জন্য আলাদা করে কোনও বার্তা দেয়নি হাওয়া অফিস। বৃষ্টিপাতের পরিমাণ হালকা থেকে মাঝারি হওয়ায় মৎস্যজীবীদের উদ্দেশ্যেও জারি হয়নি কোনও সতর্কবার্তা।




Leave a Reply

Back to top button