Weather Update : সংক্রান্তিতে চোখ রাঙানি বৃষ্টির, কী বলছে আবহাওয়া দফতর

আজ বঙ্গ(West Bengal) জুড়ে উৎসবের আসর, এই পরিস্থিতিতে আবার চোখ রাঙাচ্ছে বৃষ্টিপাত। কলকাতা-সহ দক্ষিণের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের ( Weather Update ) সম্ভবনা রয়েছে। বৃষ্টি আর কালো মেঘের দাপটে কার্যত উধাও শীত।

Weather Update

এদিন আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ শুক্রবার পার্বণের মধ্যেই ভাসতে পারে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের বেশ কিছু জেলা। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দেখা যেতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া জেলার বহু অংশে ( Weather Update ) । তবে সপ্তাহ শেষে রবিবার থেকে ঘুরবে আবহাওয়া। কমতে পারে বৃষ্টিপাত। আগামীকাল থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে কমতে পারে বৃষ্টির প্রভাব। তবে শনিবার উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই এলাকাগুলিতে হালকা বৃষ্টিপাত দেখা যাবে।

Weather Update 14th Januaryবৃষ্টির জেরে ক্লান্ত রাজ্যবাসী

আগামী ১৬ জানুয়ারি থেকে রাজ্যের(West Bengal) আবহাওয়ায় দেখা যেতে পারে বিপুল পরিবর্তন। ঝড়-ঝঞ্ঝা কেটে গিয়ে দেখা মিলতে পারে শীতের মিষ্টি রোদের। তবে পশ্চিমী ঝঞ্ঝার জেরে উত্তুরে হাওয়া বেশ বাঁধাপ্রাপ্ত হওয়ায় এই বারের শীতে আর সেরকম জাঁকিয়ে ঠাণ্ডা পড়ার কোনও আশা নেই। বর্তমানে মেঘলা আকাশের দরুন জে শীত বঙ্গ জুড়ে অনুভব করা যাচ্ছে, তা বঙ্গের আসল শীতের চিত্রের তুলনায় অনেক আলাদা ( Weather Update ) । পাশপাশি, সারাদিন মেঘলা আকাশ থাকার কারণে রাতের দিকে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে।

Kolkata তাপমাত্রা

উল্লেখ্য, আবহাওয়া দফতর সূত্রে খবর, রাজ্য জুড়ে তাপমাত্রায় বিশেষ কিছু পরিবর্তন দেখা যাবে না। রাজ্যের কিছু কিছু জেলায় খানিক বৃদ্ধি পেতে পারে তাপমাত্রা(Temperature)। সকালের দিকে উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় দেখা গিয়েছে ঘন কুয়াশা। এদিন কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্নও তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ, স্বাভাবিকের তুলনায় প্রায় তিন ডিগ্রি বেশি।

আরও পড়ুন……..Weather Update : মেঘ-বৃষ্টির মধ্যেই রাজ্যে ফের ফিরতে চলেছে শীত, সপ্তাহান্তেই হবে পারদ পতন

পশ্চিমবঙ্গের Weather Update

আবহাওয়া দফতরের পুরবাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, “মঙ্গলবার থেকে বৃষ্টি শুরু হয়েছে পশ্চিমের জেলাগুলিতে। কলকাতা-সহ রাজ্য জুড়েই বৃষ্টি হবে। মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে ( Weather Update ) । উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কম হবে। দার্জিলিং, কালিম্পংয়ে শিলাবৃষ্টির সম্ভবনা রয়েছে।”

সঞ্জীব বন্দ্যোপাধ্যায় আরও বলেন, “শুক্রবার হালকা বৃষ্টি দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই দেখা যাবে। আজও বৃষ্টি থাকবে তবে ১২ তারিখের তুলনায় কমবে দাপট। রাত থেকেই বৃষ্টি শুরু হবে পুরুলিয়া, বাঁকুড়ায়।”

 




Leave a Reply

Back to top button