এবার কী বাস ভাড়াতেও আসতে চলেছে অনলাইন পেমেন্টের সুবিধা? সত্য খোলসা করলেন পরিবহণমন্ত্রী
বাসে খুচরো সমস্যা মেটাতে নয়া পদক্ষেপ? যা বললেন পরিবহনমন্ত্রী

পূর্বাশা, হুগলি: পশ্চিমবঙ্গের পরিবহণ ব্যবস্থায় বাস ও ট্রেনের প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি। রোজ হাজার হাজার মানুষ বাসে করে নিজ গন্তব্যে যাতায়াত করেন। কিন্তু বাসভাড়া মেটাতে খুচরো সমস্যা রোজকার সঙ্গী। অনেক যাত্রী জানান যে,একশো, দুশো টাকা নোটের বিনিময়ে বাসভাড়া নিতে চাননা অনেক কন্ডাক্টর। যাত্রীদের অনুরোধ এই সমস্যার একটা বিহিত হোক।
বেশ কিছু দিন ধরেই জানা যাচ্ছিল, বাসভাড়ায় কিউআর কোড স্ক্যানিং সিস্টেম আসতে চলেছে।
অর্থাৎ অনলাইন পেমেন্ট চালু করতে চলেছে পশ্চিমবঙ্গের পরিবহণ দফতর। কিন্তু কবে থেকে এটি চালু হবে বা আদৌ হবে নাকি তা নিয়ে ধন্দে রয়েছেন জনগণ। সম্প্রতি এ বিষয়ে বিবৃতি দয়েছেন পরিবহণমন্ত্রী স্নেহাশিষ চক্রবর্তী। সূত্রের খবর, মন্ত্রী জানান, বেশ কিছু বাসে এই ব্যবস্থা চালু রয়েছে। প্রধানত দূরপাল্লার বাসগুলিতে এই ব্যবস্থা থাকে। তবে এবার, কন্ডাক্টরদের ক্ষেত্রেও সংশ্লিষ্ট ভাবনাচিন্তা রাজ্য বলে জানান তিনি।
এর সঙ্গে পরিবহণ মন্ত্রীর বক্তব্য, ভবিষ্যতে রাস্তায় বাসের সংখ্যা আরও বাড়ানো হবে। আর বাসের সংখ্যা বাড়লে ফের নয়া ব্যবস্থা চালুর চিন্তা ভাবনা করবে রাজ্য। অর্থাৎ আগামী দিনে বাসভাড়া মেটানোর জন্য যাত্রীরা কিউআর কোড স্ক্যানিংয়ের সুবিধা পাবেন বলেই আশ্বাস দিয়েছেন তিনি।