West Bengal News : “সমস্ত স্কুলগুলো বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়া হবে” মমতাকে তির সুকান্তের

সবসময়েই শিরোনামে থাকেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। কখনও কোনো মন্তব্য বলে সমালোচকদের মুখ বন্ধ করেন ।কখনও বা তার মুখে বিশেষ করে মজার মন্তব্য শোনা যায়। সম্প্রতি বিশেষ সূত্রের খবর তাকে নিয়ে একটি বই বাজারে আসতে চলেছে। কি থাকবে বইটিতে? কি নাম? জেনে নিন বিস্তারিত( West Bengal News )।
বইটির সম্পর্কে কিছু কথা
বইটির নাম দেওয়া হয়েছে “খেলা হবে”। এই বইটিতে মূলত অনুব্রত মণ্ডলের জীবনকে তুলে ধরা হবে। জীবনীমূলক গ্রন্থ এটি। বইয়ের উদ্বোধন করবেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এই বইয়ের লেখক জনৈক সাংবাদিক চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।
বইটির উদ্বোধন
উল্লেখ্য আগামী ২৩ সে ফেব্রুয়ারি বোলপুরের গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে বইটির উদ্বোধন হবে এরকমটাই জানানো হয়েছে। বইটি প্রকাশনায় রয়েছে ‘দীপ প্রকাশন’, বইটির মূল্য ধার্য করা হয়েছে ২০০ টাকা। বইটির প্রচ্ছদে অনুব্রত মণ্ডলের ছবি থাকবে।
কটাক্ষ করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার
বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে নিয়ে জীবনীমূলক গ্রন্থ প্রকাশ তথা রাজ্যের শিক্ষামন্ত্রী তার সেই বই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সেই প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কটাক্ষ করেছেন সরাসরি। তিনি বলেছেন ‘বাংলার যে অবনতি ঘটছে তা প্রমাণিত। পশ্চিমবঙ্গে এটাই দেখা বাকি ছিল। অনুব্রত মণ্ডলের মত লোকেরও জীবনী প্রকাশ হচ্ছে। এবং সেই বইয়ের উদ্বোধন করছেন পশ্চিমবঙ্গের শিক্ষা মন্ত্রী। এই মন্ত্রী নাকি পশ্চিমবঙ্গকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব নিয়েছেন ! অথচ তিনিই এর উদ্বোধন করছেন। সকল পশ্চিমবঙ্গবাসী এটা দেখুন, এর দ্বারা বোঝা যাচ্ছে, পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে?’ তিনি আরও বলেন, তিনি খুব একটা অবাক হবেন না যদি কিছুদিন পরে অনুব্রত মণ্ডলের এই জীবনী স্কুলের পাঠ্যসূচি করা হয়।
সমস্ত স্কুল করা হবে বেসরকারিকরণ জানান সুকান্ত
এছাড়াও এত স্কুলে শিক্ষকরা অসুস্থ হয়ে পড়ছেন অনশন চলাকালীন তাদের স্ট্রেচারে করে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে । অনশন মঞ্চে বিজেপি নেতারাও গিয়েছিলেন। কি কর্মসূচি গ্রহণ করবে সরকার । এর উত্তরে সুকান্ত মজুমদার বলেন পশ্চিমবঙ্গ সরকার শিক্ষক নিয়োগ করবে না। সরকার সিদ্ধান্ত নিয়েছে, সমস্ত স্কুলগুলোর বেসরকারিকরণ করা হবে ধীরে ধীরে। বেসরকারী সংস্থার হাতে তুলে দেয়া হবে। শিক্ষার যে দায়িত্ব রাজ্য সরকারের উপরে ন্যস্ত আছে, তা সম্পূর্ণ অস্বীকার করে তা বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়া হবে। কারণ যোগ্যতা থাকা সত্ত্বেও এই সমস্ত শিক্ষকদের বঞ্চিত করা হয়েছে দাবি সুকান্ত মজুমদারের। খোলা মাঠে, খোলা ছাদের নিচে দিনের পর দিন শিক্ষকদের থাকতে বাধ্য করা হয়েছে, তাই তাঁরা আন্দোলন করছেন। সরকারের কোনোরকম হেলদোল নেই।
আরও পড়ুন ফের বাংলার নক্ষত্রপতন, প্রয়াত ফুটবলার সুরজিৎ সেনগুপ্ত, শোকাহত মুখ্যমন্ত্রী