রাজ্যে ফের নিম্নচাপের ভ্রূকুটি! কলকাতা-সহ জেলায় জেলায় বাড়বে দুর্যোগ
সাগরে নিম্নচাপ! রাজ্যে একটানা বৃষ্টি

সারাদিন আকাশের মুখভার। মেঘলা ওয়েদার সঙ্গে ঝোড়ো হাওয়া। সারারাতব্যাপী বৃষ্টিতে ভিজেছে বাংলা। অফিসযাত্রী থেকে স্কুল পড়ুয়া সকালেই ছাতা-রেনকোটে বেরিয়েছেন পথে। মঙ্গলবার এহেন আবহাওয়ার পর ফের মেঘে ঢাকা বুধবার। যা দেখে বঙ্গবাসীর মনে প্রশ্ন জাগছে তবে কি ফের নিম্নচাপের ভ্রূকুটি? শীত, গ্রীষ্ম, বর্ষা এখন সারা বছরেই নিম্নচাপ। যা পেরিয়েই রুটি-রোজগারে ছুটছে মানুষ। তবে অতিবৃষ্টির জেরে নিত্য রুটিনে যে প্রভাব পড়ে তার জেরে চিন্তিত রাজ্যবাসী। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে এ প্রশ্নের উত্তর মিলল।
আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, ইতিমধ্যে উত্তর বঙ্গোপসাগরে একটি অতি গভীর নিম্নচাপ তৈরি হয়েছে। এই নিম্নচাপ অতি গভীর নিম্নচাপে পরিণত হয়ে বাংলাদেশ উপকূল অতিক্রম করবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। নিম্নচাপের জেরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। মঙ্গলবারের পর বুধেও চলবে দিনভর বৃষ্টি। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে রাজ্যে। কলকাতা-সহ জেলায় জেলায় চলবে বৃষ্টি তার পরদিন যথা বৃহস্পতিবার নাগাদ বৃষ্টির প্রকোপ কমতে পারে। নিম্নচাপের জেরে উত্তাল সমুদ্র। একে নিম্নচাপ অন্যদিকে ভরা কোটাল দুয়ের ফলে জলস্তর বেড়েছে সমুদ্রের। ইতিমধ্যে একটি ট্রলার ডুবির খবর পাওয়া যাচ্ছে। বুধবার পর্যন্ত গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়ার নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে মৎসজীবীদের।
এদিকে ভারী বৃষ্টির জেরে রাজ্যের দিকে দিকে প্লাবনের আশঙ্কা দেখা দিচ্ছে। নদীর জলস্তর বৃদ্ধি পেয়ে তা পার্শ্ববর্তী এলাকায় অগ্রসর হতে পারে বলে মনে করছেন এলাকাবাসী। সুন্দরবনের নিচু এলাকার অধিবাসীরা প্লাবনের ভয়ে জর্জরিত। সূত্রের খবর, ইতিমধ্যে বেহালা বাঁধ উপচে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকায় বন্যা পরিস্থিতির সম্ভাবনা নজরে আসছে। জলের তোড়ে বসে গিয়েছে পুরুলিয়ার আড়ষা ব্লকের বেলডিতে থাকা কংসাবতী নদীর ওপরকার সেতু। তবে এর জন্য অতিরিক্ত বালি তোলার প্রবণতার দিকেও ইঙ্গিত করেছেন এলাকাবাসী। মাঝেমধ্যেই নিম্নচাপের প্রভাব পড়ছে বঙ্গে। অতিবৃষ্টির জেরে দৈনন্দিন জীবনে পড়ছে প্রভাব। নিম্নচাপের ভ্রুকুটি কাটার অপেক্ষায় রয়েছেন বঙ্গবাসী।