বৌভাতের সকালেই ধুন্ধুমার কান্ড গিনির সংসারে! রূপের বদ অভ্যাসের মুখে কিভাবে রুখে দাঁড়াবে গিনি?

হাত থেকে পড়ে গেল ভাত কাপড়ের থালা! অচেনা সংসারে নতুন পরীক্ষার মুখে দাঁড়িয়ে গিনি।

পূর্বাশা, হুগলি: সদ্য বিয়ে হয়েছে ‘ইচ্ছে পুতুল’ ধারাবাহিকের নায়িকা মেঘের ননদ গিনির। রূপকে সে ভালোবাসে বিয়ের পিঁড়িতে বসেছে। কিন্তু বিয়ের পরই একের পর এক অশান্তির মুখে পড়ল গিনি। ভাতকাপড়ের অনুষ্ঠানে হাত থেকে পড়ে গেল গোটা থালা, শাড়ি, গয়না! তবে কি রূপকে বিয়ে করে কোনোও ভুল করল গিনি?

Zee Bangla,Bengali Serial,Icche putul,Serial Update

নিত্য নেশা করা রূপের স্বভাব। আর নিজের বিয়ের অনুষ্ঠানেও তা থেকে বিরত থাকতে পারলো না সে। নেশাগ্রস্থ অবস্থায় ভাতকাপড়ের অনুষ্ঠানে প্রবেশ করে এলোমেলো কথা বলতে থাকে রূপ। বলে, সে এই বিয়েটা করতে চায়নি। তাঁকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে। আত্মীয় স্বজনের কাছেও গিনি জানতে পারে রূপ মোটেই ভালো ছেলে নয়। তবে কি কোনোও ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলল গিনি। মনের মধ্যে একরাশ প্রশ্ন পুষে ছলছল চোখে দাঁড়িয়ে থাকে গিনি। এরপর যা যা ঘটেছে তা নিজের বোন কে বলতে গেলে গিনির শাশুড়ি তাঁর হাত থেকে ফোন কেড়ে নেয়। তাঁর কড়া শাসন, এ বাড়ির কথা বাইরে বলা যাবে না।

Zee Bangla,Bengali Serial,Icche putul,Serial Update

অবশেষে ভাত কাপড়ের অনুষ্ঠান আয়োজন করা হলে রূপের থেকে ভাতকাপড়ের থালা নিতে অস্বীকার করে গিনি। রূপ জোরের বসে সেই থালা গিনির হাতে তুলতে চায়, ফলস্বরূপ গোটা থালা উল্টে যায় মাটিতে। গিনির শাশুড়ি থেকে আত্মীয়রা প্রমাদ গোনে। গিনির বুঝতে পারে এ পরিবারে থাকতে গেলে এখন একের পর এক পরীক্ষার সম্মুখীন হতে হবে তাঁকে।




Leave a Reply

Back to top button