Poush-Makar sankranti : পৌষ-মকর সংক্রান্তির গুরুত্ব কি ও কেন পালন করা হয়,বিস্তারিত জানুন এক নজরে

বাংলার মানুষরা সর্বদাই সংস্কৃতি পরায়ণ। এই পৌষ মাসে তাঁর পরিচয় মেলে আরও ভালো ভাবে( Poush-Makar Sankranti) এই সময় বাংলার অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব হয় মকরপৌষ পার্বণ ( Poush Parbon ) বা মকর সংক্রান্তি ( Makar Sankranti )। মূলত পৌষ মাসের শেষ দিনে এই উৎসব পালন করা হয়। হিন্দু ধর্মে এই পার্বণের বিষয় নানারকম লোককথা প্রচলিত আছে। যদিও আগের বছরের মতনই এবছর এই উৎসব সেভাবে পালন করা হবেনা করোনার জন্য। আসুন জেনে নেওয়া যাক পৌষ পার্বণ নিয়ে কিছু কথা।

Poush-Makar sankranti- এর গুরুত্ব

উল্লেখ্য সংক্রান্তি কথাটির অর্থ হল গমন করা। বলা হয় সূর্য যখন নিজ কক্ষপথ থেকে মকর রাশিতে যখন প্রবেশ করে তখন তাকে সংক্রান্তি বলা হয়। এবং যত রকমের শুভ কাজ আছে সবকিছু এইদিন থেকেই প্রারম্ভ হয়। যা কিছু শুভ সবই এই দিন থেকে শুরু হয়। কারণ হিসাবে বলা হয় দেবতাদের সঙ্গে অসুরের যুদ্ধ ঠিক এইদিনে শেষ হয়েছিল। এবং দেবতারা অসুরদের বধ করে তাদের কাটা মুন্ডু পুঁতে দিয়েছিলেন মন্দিরা পর্বতে। সেজন্যেই অশুভ শক্তির বিনাশ হয়ে শুভ শক্তির উত্থান হয় এদিন। পাশাপাশি লোককথা আছে মকর সংক্রান্তিতে মহাভারতে পিতামহ ভীষ্ম ইচ্ছামৃত্যু গ্রহণ করেছিলেন। শোনা যায় সূর্য এদিন নিজের ছেলে মকর রাশির অধিপতি শনির বাড়ি ঘুরতে গিয়েছিলেন এক মাসের জন্য। এই উৎসব আরও গুরুত্বপূর্ণ কারণ এই সময় নতুন ফসল তোলা হয়। এবং দক্ষিণায়নের শেষে সূর্যের উত্তরায়ণ পালিত হয়।

Poush-Makar sankranti
Poush-Makar sankranti

কোথায় পালিত হয় Poush-Makar sankranti উৎসব

দক্ষিণ ২৪ পরগনা জেলার গঙ্গাসাগরে পৌষ সংক্রান্তি উৎসব সবথেকে বড়ো ভাবে পালিত হয়। কপিল মুনির আশ্রম কে ঘিরে এই উৎসব পালন করা হয়। লক্ষ লক্ষ পূর্নার্থীরা আসেন স্নান করতে মকর স্নানের জন্য। যদিও এবছর করোনার জন্য আরও কঠোর বিধিনিষেধের ফলে ‘ ই- স্নানের ‘ ব্যবস্থা করা হয়েছে।এছাড়াও পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গায় মেলা হয়, নানারকম অনুষ্ঠান হয়, বাউল গান হয়।

Poush-Makar sankranti- এর দিন

সাধারণত জানুয়ারির ১৪তারিখ পৌষ মকর সংক্রান্তি হিসাবে ধরা হয়। এক্ষেত্রে তারিখ অপরিবর্তিত থাকে বেশিরভাগ সময়। এইবছর অর্থাৎ ২০২২- এ এই দিনটি পড়েছে ১৪ই জানুয়ারি শুক্রবার।

Poush-Makar sankranti- এর নিয়মকানুন

এইদিন মূলত শীতকালের শেষ দিন এবং নতুন ফসল তোলার দিন। পাশাপাশি এই বিশেষ দিনের সাথে জড়িয়ে আছে বাঙালির অনেক নিয়ম কানুন। যেমন দূরে যাত্রা করা ঠিক নয়। কারোর বাড়ি গেলে রাত্রেই বাড়ি ফিরে আসতে হবে। সবশেষে বাঙালিরা এদিন ঘরবাড়ি পরিষ্কার করে এবং অশুভ শক্তিকে বিদায় জানায় বাড়ি থেকে।

আরও পড়ুন: Petrol and Diesel price : আপনার শহরে কত বাড়ল পেট্রোল-ডিজেলের দাম জেনে নিন এক নজরে




Leave a Reply

Back to top button