UP Election 2022 : “লাড়কি হু, লাড় সাকতি হু”, মহিলা তোষন নাকি কংগ্রেসের ফাইটব্যাক
UP Election 2022- ‘লাড়কি হু, লাড় সাকতি হু’, দেশের সব চেয়ে বড় প্রদেশে ( Uttar Pradesh) এখন রমরমিয়ে চলছে এই স্লোগান। কারণ একজন ‘লাড়কি’, যার নাম প্রিয়াঙ্কা গান্ধী ( Priyanka Gandhi)। কিন্তু কারণের ফলাফল সব সময় সুফল হয় না, তা পরিষ্কার। অন্যদিকে যে এই স্লোগান সাড়া ফেলে দিয়েছে তা নিশ্চিত। দেশব্যপি রাজনীতির বিদ্যজনেরা বলছেন এই স্লোগান এখানেই ( UP Election 2022) থামার নয়, এর প্রভাব সুদুড় প্রসারী।
UP Election 2022- মহিলা সশক্তিকরন
সাত দফায় হবে উত্তরপ্রদেশের ভোট ( UP Election 2022)। ১০ ফেব্রুয়ারি প্রথম দফার ভোট। শেষ পর্যায়ের নির্বাচন হবে ৭ মার্চ। তার আগে পদ্ম (BJP) থেকে যখন মুড়ি-মুড়কির মত নেতারা সাইকেলে ( Samajwadi Party) উঠে পড়ছেন, তখন বৃহস্পতিবার ‘ঐতিহাসিক এক উদ্যোগ’-এর কথা বলেন কংগ্রেসের ‘লাড়কি’। প্রিয়াঙ্কা গান্ধী ( Priyanka Gandhi) উত্তরপ্রদেশ নির্বাচনের ( UP Election 2022) জন্য মোট ১২৫ জন প্রার্থীর নাম ঘোষণা করেছেন, যাঁদের মধ্যে ৫০ জন মহিলা।
উত্তরপ্রদেশের রাজনীতিতে হয়ত এই প্রথমবার মহিলাদের এতটা তুলে ধরা হচ্ছে। বিজেপি-র বিরুদ্ধে উন্নাওকে হাতিয়ার করেছেন প্রিয়াঙ্কা। উন্নাওয়ে নির্যাতিতা যুবতীর মা আশা সিং- কে প্রার্থী করা হয়েছে। এছাড়াও প্রার্থী করা হচ্ছে রামরাজ গোন্ডকে, যিনি সোনভদ্রের উম্বা গ্রামে জমি নিয়ে গোন্ড আদিবাসীদের আইনি লড়াইয়ের নেতৃত্ব দিয়েছিলেন। গোন্ড বর্তমানে সোনভদ্রের কংগ্রেস সভাপতিও বটে।
অন্যান্য প্রার্থীদের মধ্যে রয়েছেন পুনম পাণ্ডে। পুনম একজন আশা কর্মী, যিনি গত বছরের নভেম্বরে শাহজাহানপুরে ইউপির মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ( UP CM Yogi Adityanath) সঙ্গে সাক্ষাতের চেষ্টা করায় পুলিশ দুর্ব্যবহারের শিকার হয়েছিলেন। তালিকায় নাম রয়েছে কংগ্রেস নেতা সাদাফ জাফর, যাঁকে সিএএ বিরোধী আন্দোলনের সময় জেলবন্দি করা হয়েছিল।
আরও পড়ুন- https://thebengalichronicle.com/poush-makar-sankranti-2022/
UP Election 2022- কংগ্রেসের মহিলাদের বিজয়গাঁথা
বিভিন্ন সংবাদ মাধ্যমের সঙ্গে কথাবার্তায় প্রিয়াঙ্কা তুলে ধরছেন কংগ্রেসের মহিলাদের বিজয়গাঁথা। বিশেষত ‘ইন্দিরা গান্ধি’র নাম। এই বিশেষ সংবাদ মাধ্যমে তিনি বলেন, “ আমি ছোট থেকে দেখেছি, আমার বাড়ির কর্তী একজন মহিলা। তাকে যেমন ভয় পেতাম, তেমনই ভালবাসতাম। আর তাই জন্যেই আমাদের বড় হয়ে ওঠা সব সময় অনুশাসনের মধ্যেই ছিল”। অর্থাৎ এই কথা থেকে তিনি ইঙ্গিত দিতে চাইছেন, যেকোন কাজ মহিলাই ভাল করতে পারেন, যার উদাহরণ ইন্দিরা-কংগ্রেস-উত্তরপ্রদেশ ( UP Election 2022)।
সাংবাদিক বৈঠকে প্রিয়াঙ্কা বলেছেন, ‘১২৫ জন মধ্যে ৪০ শতাংশ করে মহিলা ও যুব প্রার্থী। ঐতিহাসিক এক উদ্যোগ, আশা করছি এর মাধ্যমেই নতুন ধারার রাজনীতির সূচনা করতে পারব।’ যদি কেউ কোনওরকম অত্যাচার, হেনস্থার শিকার হন, তাহলে তাঁর পাশে থাকবে কংগ্রেস। প্রার্থী তালিকায় উন্নাওয়ের নির্যাতিতার মা থেকে সিএএ বিরোধী আন্দলোনকারীকে রেখে উত্তরপ্রদেশ ভোটের আগে সেই বার্তাই দিতে চাইল কংগ্রেস।
UP Election 2022- কংগ্রেসের আঁখের লাভ
এবার আসা যাক, ফলাফলে। ফলাফল যে কোনভাবেই কংগ্রেসমুখী নয় তা পরিষ্কার। আর সে কথা কংগ্রেসের বিদ্যজনেরাও খুব ভালভাবেই জানেন। নির্বাচনে নেমে পিছিয়ে আসার কোন প্রশ্ন নেই বলেই হয়ত, এখনও তারা সর্বসমক্ষে স্বীকার করছেন না। কিন্তু যদি খুটিনাটি বিচার করা হয় তাহলে বোঝা যাবে এই স্লোগান উত্তরপ্রদেশে ( UP Election 2022) কংগ্রেসের ভাঙা হাড় জোড়া লাগিয়েছে। আবারও জেগে উঠেছে কংগ্রেস। যদি এই স্লোগানের সারবত্তা বিধানসভা ভোটেই শেষ হয়ে যায়, তাহলে সকল চরিত্রই কাল্পনিক বলে ভুলে যেতে হবে। কিন্তু যদি এই স্লোগানকে ভর করেই উত্তরপ্রদেশের কংগ্রেস প্রভারি প্রিয়াঙ্কা কাজ চালিয়ে যান, তাহলেই পুর্ণ থেকে সম্পুর্ন হয়ে উঠবে এই স্লোগান – “লাড়কি হু, লাড় সাকতি হু”.
আরও পড়ুন- https://thebengalichronicle.com/petrol-and-diesel-price-14-january/