Indian Army Day 2022 : কেন এই দিনটিকে ভারতীয় সেনা দিবস হিসেবে উৎযাপন করা হয়

রাখী পোদ্দার, কলকাতা: ( Indian Army Day ) আজ ভারতীয় সেনা দিবস পালিত হয় ১৫ জানুয়ারি । সারা দেশ জুড়ে পালন করা হচ্ছে ৭৪তম সেনা দিবস। প্রতিবছর ১৫ জানুয়ারি ( january ) দিনটি সেনা দিবস হিসেবে পালন করা হয়। আজকের এই বিশেষ দিনটিকে ভারতীয় সেনার তরফ থেকে প্যারেড প্রদর্শন, বীর সেনা ( army) নায়কদের সম্মান জ্ঞাপন এবং অন্যান্য আরও অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালন করা হয়। এই দিনটিতে মূলত সম্মানজ্ঞাপন করা হয় ভারতের সমস্ত বীর সেনাদের, যারা আত্মবলিদান দিয়েছেন এই দেশের ( country) জন্য। কিন্তু আজকের এই দিনটিতেই কেন সেনা দিবস ( Indian army day) পালন করা হয় এর পিছনেও রয়েছে এক গৌরবময় ইতিহাস ( history)।
আমাদের দেশ স্বাধীন হয় ১৯৪৭ সালের ১৫ই আগস্ট ( 15 august, 1947)। কিন্তু দেশ স্বাধীন হওয়ার পরও সেনা প্রধানের পদে বহাল ছিলেন এক ইংরেজ যোদ্ধা, নাম জেনারেল স্যার ফ্রান্সিস বুচার ( General Sir Francis Butcher)। তাঁর নেতৃত্বেই চলছিল স্বাধীন ভারতের ( India) সেনাবাহিনী। এরপর ১৯৪৯ সালের ১৫ই জানুয়ারি দায়িত্বের হস্তান্তর ঘটে ভারতীয় এক সৈনিকের হাতে। ভারতীয় সেনাবাহিনীর দায়িত্ব নেন ভারতীয় সৈনিক লেফট্যানেন্ট ( Lieutenant ) জেনারেল কে.এম. কারিয়াপ্পা ( General K.M. Kariyappa)। তাঁকে প্রথম ভারতীয় কমান্ডার-ইন-চিফ (Commander-in-Chief) পদে নিযুক্ত করা হয়। তাঁর মুখেই প্রথম শোনা যায় ‘জয় হিন্দি’ ( Jai Hind) স্লোগানটি। আর সেই থেকেই এই দিনটিকে ভারতীয় সেনাবাহিনীর উদ্দেশ্যে ‘সেনা দিবস’ ( Indian Army Day ) হিসাবে উৎযাপন করা হয়ে আসছে। ১৯৪৭ সালে ইন্দো-পাক ( Indo-Pak) যুদ্ধের সময় দক্ষিণ সীমান্তে বীরত্বের পরিচয় দিয়েছিলেন কারিয়াপ্পা। আসুন জেনে নেওয়া যাক ভারতীয় সেনাবাহিনী সম্পর্কে কিছু আকর্ষণীয় তথ্য।
১৯৭১ সালের ভারত-পাকিস্তানের (Indo-Pakistani ) যুদ্ধের সময়, প্রায় ৯৩ হাজার পাকিস্তানী সশস্ত্র সেনাবাহিনী ভারতীয় সেনাবাহিনীর সামনে আত্মসমর্পণ (surrender) করেছিল। বর্তমানে ভারতীয় সেনাবাহিনী আমেরিকা যুক্তরাষ্ট্র (United States ), রাশিয়া (Russia ) এবং চীনের (China ) পরে বিশ্বের চতুর্থ শক্তিশালী সেনাবাহিনী হিসেবে স্বীকৃতি লাভ করেছে। ভারতীয় সেনাবাহিনী বিশ্বের সর্বোচ্চ সংখ্যক সৈন্যের রেকর্ড ধরে রেখেছে।
আরও পড়ুন……….Army Day : সেনা দিবসে নতুন রূপে ভারতীয় জওয়ানরা, এবার পোশাকও হবে ‘ডিজিটাল’
সিয়াচেন হিমবাহ (siachen glacier ) এটি গড় সমুদ্রপৃষ্ঠ থেকে ৫০০০ মিটার উপরে অবস্থিত। যেহেতু এই অঞ্চলটি নিয়ন্ত্রণ রেখার (LOC) আওতাধীন হওয়ায় এই অঞ্চলে প্রায় ৩০০০ সৈন্য মোতায়েন রয়েছে। সেনা দিবসে ( Indian Army Day ) সেনা জওয়ানদের সাহসিকতার পদক প্রদান করেন সেনা প্রধান। এছাড়াও, এই অনুষ্ঠানে সাহসিকতার জন্য পুরষ্কৃত হয় সেনার বিভিন্ন বাহিনীও। সেনা দিবসে ( indian army day) সেনা বাহিনীর স্যালুট গ্রহণ করেন সেনা প্রধান। বায়ুসেনা ( air force) ও নৌবাহিনীর ( navy) প্রধানরাও উপস্থিত থাকেন এই প্যারেডে। এই প্যারেডে প্রদর্শিত হয় সেনা বাহিনীর সংগ্রহে থাকা বিভিন্ন অত্যাধুনিক অস্ত্র (weapons) সম্ভার ও জরুরি যান্ত্রিক সরঞ্জাম।