Coronavirus Update in India : দেশে সংক্রমনের গ্রাফ উর্দ্ধমুখীর সাথেই তিনগুণ বাড়ল মৃত্যু

দেশে একসাথে করোনা এবং ওমিক্রনের থাবা পড়েছে মারাত্মক ভাবেই( Coronavirus Update in India )। সারা দেশ জুড়ে বাড়ছে আক্রান্ত রোগীর( Active Cases in India ) সংখ্যা প্রতিদিন প্রতিনিয়তই। অনেকেই দুটো ডোজ নিয়েছেন করোনা থেকে বাঁচতে। তবু রেহাই নেই তাদেরও। যারা ডবল ভ্যাকসিন( Coronavirus Vaccination Rate in India ) নিয়েছেন তাঁরাও সমান ভাবেই আক্রান্ত হচ্ছেন করোনা অথবা ওমিক্রণ- এ। ইতিমধ্যেই ভারতে আংশিক লকডাউন করা হয়েছে। মানা হচ্ছে দুরত্ববিধি। তবু কমছেনা সংক্রমণ। আজ ভারতে দৈনিক করোনা সংক্রমণ( know Coronavirus Update in India ) কত জেনে নিন।

দেশে Coronavirus Update

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী গত ২৪ঘণ্টায় নতুন করে দেশে করোনা আক্রান্ত হয়েছেন ( Coronavirus Update in India )২লক্ষ ৬৭হাজার ৩৪৫জন। এই নিয়ে এখনও অবধি দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩৬,৮৪৯,৪৭৪জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৩৪,৯৩৮,১১৩ জন। গত ২৪ঘণ্টায় সুস্থ হয়েছেন ১,০৯,৩৪৫ জন। আর টি পিসি আর পরীক্ষার পর নতুন করে করোনা ধরা পড়েছে ২লক্ষ ৬৪হাজার ২০২জনের। দেশে মৃত্যু হয়েছে ২৪ ঘণ্টায় ৪৩০জনের। দেশে মোট মৃত্যুর সংখ্যা ৪লক্ষ ৮৫ হাজার ৭৮০ জন। অর্থাৎ মৃত্যু হার ১.৩৯ শতাংশ। পাশাপাশি দেশে করোনা থেকে সেরে উঠেছেন এখনও ১লক্ষ ৯ হাজার ৩৪৫জন। অর্থাৎ সুস্থতার হার ৯৮.৬৩শতাংশ।এখনও অবধি চিকিৎসাধীন রয়েছে ১লক্ষ ২৭২হাজার ৭৩জন।

Coronavirus Update
Coronavirus in India

ভারতের বিভিন্ন জেলায় Coronavirus Update

ইতিমধ্যেই করোনা ভারতের বিভিন্ন রাজ্য থেকে জেলায় ছড়িয়ে পড়ছে হুহু করেই। গত ২৪ ঘণ্টায় আক্রান্তের হারে কলকাতা, উত্তর ২৪ পরগনায় জেলায় আবার উদ্বেগ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্তদের মধ্যে ৬,৬৮৭ জন কলকাতার । আগের দিনের তুলনায় এখানে সামান্য হলেও বেড়েছে সংক্রমণ। দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা। একদিনে আক্রান্ত সেখানকার ৪,০১৮ জন। আগেরদিন সংক্রমণ ছিল এর তুলনায় বেশ খানিকটা বেশি।

রাজ্যে Coronavirus Update

গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্তের ( Coronavirus Update ) সংখ্যা মোট ২২ হাজার ৬৪৫ জন। এই সময়কালের মধ্যে মৃত্যু হয়েছে ২৮ জনের। এদিন করোনা(Corona)-কে হারিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮ হাজার ৬৮৭ জন। উল্লেখ্য, ইতিমধ্যে রাজ্যের মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৮লক্ষ ৬৩হাজার ৬৯৭জন। যার মধ্যে সক্রিয় রোগীর সংখ্যা ১ লক্ষেরও অধিক। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মোট মৃত্যু হয়েছে প্রায় ২০ হাজার ১৩জনের। সুস্থতার সংখ্যা প্রায় ১৭ লক্ষ।

আরও পড়ুন : Weather Update : সংক্রান্তিতে চোখ রাঙানি বৃষ্টির, কী বলছে আবহাওয়া দফতর




Leave a Reply

Back to top button