National Flag : সেনা দিবসে বিশ্বের বৃহত্তম জাতীয় পতাকা উত্তোলন, ২২৫ ফুট লম্বা, ১৫০ ফুট চওড়া পতাকা যা দেখে আপনিও করবেন গর্ববোধ

রাখী পোদ্দার, কলকাতা:  গতকাল অর্থাৎ ১৫ই জানুয়ারি ( 15 January) দিনটি ভারতের কাছে খুবই বিশেষ একটি দিন ছিল( National Flag )। স্বাধীনতার পর ভারতের ফিল্ড মার্শাল কে এম কারিয়াপ্পা ১৯৪৯ সালে ব্রিটিশ জেনারেল ফ্রান্সিস বুচারের কাছ থেকে ভারতীয় সেনাবাহিনীর দায়িত্বভার গ্রহণ করেন। সেই থেকে এই দিনটিকে সেনা দিবস হিসেবে পালন করা হয়। সেনা দিবসের দিনে ভারতীয় সেনাবাহিনীর বীরত্ব এবং দেশের জন্য সেনাবাহিনীর আত্মত্যাগকে স্মরণ করা হয়।

বিশ্বের সবচেয়ে বড় National Flag Hosting

ভারতীয় সেনা দিবস ( Indian Army Day) উপলক্ষে এদিন শনিবার রাজস্থানের জয়সলমীরে ভারত-পাকিস্তান সীমান্তে খাদির তৈরি সবচেয়ে বড় জাতীয় পতাকা ( National flag) উত্তোলন করা হয়েছে। ১৯৭১ সালে ভারত-পাকিস্তানের মধ্যে ঐতিহাসিক যুদ্ধের মূল কেন্দ্র লঙ্গেওয়ালায় এই তেরঙা প্রদর্শিত হয়েছিল। ভারতীয় সেনাবাহিনীর সাউদার্ন কমান্ড জয়সলমীরের ( Jaisalmer) মিলিটারি স্টেশনে ২২৫ ফুট লম্বা এবং ১৫০ ফুট চওড়া প্রায় ১ হাজার চারশো কেজি ওজনের জাতীয় পতাকা (National flag) উন্মোচন করা হয়েছে, যা ২৬শে জানুয়ারি পর্যন্ত থাকবে।

National Flag
World’s largest national flag

National Flag- এর বিশেষত্ব

এই পতাকার বিশেষ বিষয় হল এটি তৈরি হয়েছে ১০০ শতাংশ খাদি উপাদান দিয়ে তৈরি। পতাকাটি প্রস্তুত করতে ৭০ জন খাদি কারিগরের সময় লেগেছিল ৪৯ দিন। এই পতাকাটি প্রায় ৩৩,৭৫০ বর্গফুট এলাকা জুড়ে রয়েছে। আর এই পতাকায় অশোক চক্রের ব্যাস প্রায় ৩০ ফুট।

কারা এই National Flag- টি উত্তোলন করেছিলেন

এই তেরঙাটি (National flag) ব্যাটল এক্স ডিভিশনের জিওসি মেজর জেনারেল যোগেন্দ্র সিং মান বোতাম টিপে প্রদর্শন করেছিলেন। এই অনুষ্ঠানে প্রাক্তন মহাভ্রাল চৈতন্যরাজ সিং, জয়সালমির এয়ার ফোর্স স্টেশনের কমান্ডার গ্রুপ ক্যাপ্টেন এএস পান্নু এবং ভারতীয় সেনা ও বিমান বাহিনীর অফিসাররাও উপস্থিত ছিলেন। ভারতের স্বাধীনতার ৭৫ তম বছরে ‘আজাদি কা অমৃত মহোৎসব’ হিসেবে পালিত হয়েছে এই উৎসব। আয়তন এত বিশাল যে আপনি কয়েক কিলোমিটার দূর থেকেও স্পষ্টভাবে দেখতে পারবেন এই তেরঙাটিকে ( National flag)। এই তেরঙ্গা দেশের জনগণের গর্ব এবং আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করে। জয়সলমীরে লাগানো এই পতাকা ( National flag) সেনাবাহিনীর মনোবল আরও শতগুণ বাড়িয়ে তুলবে।

আরও পড়ুন : National Award- প্রতিবন্ধকতাকে হারিয়ে জাতীয় পুরস্কার লাভ, গ্রামের দর্জি আজ ফ্যাশন ডিজাইনার




Leave a Reply

Back to top button