Banaras Hindu University : হিন্দু ধর্মের কোর্স! বেনারসের হিন্দু বিশ্ববিদ্যালয়ে চালু নতুন ডিগ্রি কোর্স

অহেলিকা দও, কলকাতা: এশিয়ার বৃহত্তম আবাসিক বিশ্ববিদ্যালয় হল বেনারসের হিন্দু বিশ্ববিদ্যালয় ( Banaras Hindu University)। ১৯১৬ খ্রিস্টাব্দে ৪ ফেব্রুয়ারি এই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস। মদনমোহন মালব্য ( Madan Mohan Malviya) এই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা করেছিলেন। এই বিশ্ববিদ্যালয়ে এবার পড়ানো হবে হিন্দু ধর্ম ( Hinduism)। কখনো শুনেছেন বিশ্ববিদ্যালয়ে হিন্দু ধর্মের চর্চা? তাও আবার স্নাতকোত্তরের বিষয়বস্তুর ( Postgraduate content) উপর। দেশের মধ্যে এই প্রথম বেনারসের হিন্দু বিশ্ববিদ্যালয়ে এই কোর্সের উদ্বোধন করেছেন। এমনকি এই বিষয়ের উপর দেওয়া হবে আলাদা ডিগ্রিও ( Degree)।
Banaras Hindu University- হিন্দু ধর্মের কোর্স সম্পর্কিত তথ্য
মঙ্গলবার এই ডিগ্রি কোর্সের ( degree course) আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা ( announcement) করা হয়েছে। বিশ্ববিদ্যালয় (BHU) সূত্রে যা জানা গিয়েছে, এই ভারত অধ্যয়ন কেন্দ্রে হিন্দু ধর্ম ( Hinduism) নিয়ে প্রতিদিন চর্চা করানো হবে। অধ্যাপক সদাশিব কুমার জানান, “দুই বছরের এই স্নাতোকত্তর কোর্সের জন্য ইতিমধ্যেই ৪৫ জন ছাত্র-ছাত্রী অবেদন জানিয়েছেন”। এমনকি ভর্তি হয়েছে কিছু বিদেশী ছাত্র-ছাত্রীও। এই কোর্সে মোট ১৬টি পেপার রয়েছে। যার মধ্যে রয়েছে হিন্দু ধর্মের আচার, রীতি-নীতি, মন্ত্রের মাহাত্ম্যের মতো বিষয়। চারটি সেমিস্টারে হবে পরিক্ষা।
Banaras Hindu University- নতুন কোর্সের উদ্বোধন
বিএইচইউ ডিরেক্টর ভি কে শুক্লা ( BHU Director VK Shukla) হিন্দু ধর্মের ( Hinduism) এই কোর্সের উদ্বোধন করেন এবং তিনি বলেছিলেন যে, “এটি একটি আন্তঃবিভাগীয় প্রোগ্রাম যা জাতীয় শিক্ষা নীতি যা ২০২০ সালের নতুন এডুকেশন পলিসির সাথে সামঞ্জস্য রেখে ডিজাইন করা হয়েছে”। এমনকি এই বিষয়বস্তুর মধ্যে অনেক অবাক করা তথ্য রয়েছে বলে তিনি মনে করেন। এছাড়াও অধ্যাপক কমলেশ দত্ত ত্রিপাঠি ( Professor Kamlesh Dutta Tripathi) জানান, “হিন্দু ধর্মের মন্ত্র, আচার, রীতি-নীতির মধ্যে অনেক গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। এর মধ্যে যেমন যুক্তি রয়েছে, তেমনই একটি বৈজ্ঞানিক ভিত্তিও রয়েছে। এছাড়াও এখানে লুকিয়ে রয়েছে সমষ্টিবদ্ধ হিসেবে থাকার বীজ”।
Banaras Hindu University- নতুন কোর্সের পরিকল্পনা
দর্শন ও ধর্ম বিভাগ, সংস্কৃত বিভাগ এবং কলা বিভাগের অধীনে প্রাচীন ভারতীয় ইতিহাস, সংস্কৃতি ও প্রত্নতত্ত্ব ইত্যাদি বিভাগের সহযোগিতায় ভারতের অধ্যায়ন কেন্দ্র এই হিন্দু ধর্মের ( Hinduism) কোর্সটি চালু করেছে। একশো বছরেরও বেশি সময় ধরে চলছিল এই কোর্সের পরিকল্পনা করা হচ্ছিলো বেনারসের হিন্দু বিশ্ববিদ্যালয়ে ( Banaras Hindu University)। তারপর থেকে চলছিল এই কোর্স চালু করার নানাভাবে চেষ্টা। তা এতদিনে বাস্তবায়নের লক্ষ্যে পৌঁছালো।