Bollywood News : বলিউডের এই ৫ ছবিকে না করেছিলেন ঐশ্বর্য রাই, পরে এই ছবিগুলোই হয়েছিল সুপার হিট

বলিউডের বিশ্বসুন্দরী অভিনেত্রী ঐশ্বর্য রাই। অভিনেত্রী হবার পাশাপাশি আরো একটি পরিচয় রয়েছে রাই সুন্দরীর( Bollywood News )। বলিউডের বিগ বি অমিতাভ বচ্চনের ছেলে অভিষেক বচ্চনের স্ত্রী ঐশ্বর্য রাই। অভিনেত্রী খুব বেশি সিনেমা না করলেই যে কটি ছবি করেছেন তার প্রায় সবই সুপারহিট বলা যেতেই পারে। তবে এমন অনেক ছবির রয়েছে যেগুলি অভিনেত্রী রিজেক্ট করে দিয়েছেন।

রিজেক্ট করে দেওয়া এই ছবিগুলি অন্য অভিনেত্রীদের ঝুলিতে গিয়ে পড়েছে। আর এই ছবিগুলি সুপারহিট হয়েছে। এতটাই সুপারহিট হয়েছে যে দর্শকেরা ছবিগুলিকে আজও মনে রেখেছেন। আজ আপনাদের ঐশ্বর্যের রিজেক্ট করে দেওয়া এমন পাঁচটি ছবির সম্পর্কে জানাবো।

১. কুছ কুছ হোতা হ্যায়

Bollywood News

বলিউডের সুপারহিট ছবিগুলির মধ্যেই অন্যতম হল কুছ কুছ হোতা হ্যায় ছবিটি। এই ছবিটি প্রথমে ঐশ্বর্য রাইয়ের কাছে এসেছিল। তবে অভিনেত্রী ছবিতে অভিনয়ের জন্য না করে দিয়েছিলেন।

Bollywood News

২. ক্রিশ

Bollywood News

হৃত্বিক রোশনের ক্রিশ ছবিটিও ব্যাপক হিট হয়েছিল। ছবিতে হৃত্বিকের সাথে প্রিয়াঙ্কা চোপড়াকে দেখা গেলেও প্রথমে ঐশ্বর্যকে নেবার কথা ঠিক হয়েছিল। কিন্তু ঐশ্বর্য ছবিটি রিজেক্ট করে দিয়েছিলেন।

Bollywood News

৩. মুন্না ভাই এম বি বি এস

Bollywood News

সঞ্জয় দত্ত অভিনীত ছবিগুলির মধ্যে স্মরণীয় ও সুপারহিট ছবি হল মুন্না ভাই এম বি বি এস। এই ছবিটিও প্রথমে ঐশ্বর্য রাইয়ের কাছেই এসেছিল। কিন্তু ছবিতে অভিনয় করার জন্য রাজি হননি ঐশ্বর্য।

Bollywood News

৪. ভুল ভুলাইয়া

Bollywood News

অক্ষয় কুমার অভিনীত কমেডি ও থ্রিলার ছবি ভুল ভুলাইয়া। ছবির জন্য প্রথমে ঐশ্বর্য রায়কে অফার দেওয়া হয়েছিল। কিন্তু তিনি সেই অফার ফিরিয়ে দিয়েছিলেন। এরপর আমিশা পাটেলকে এই ছবিতে নেওয়া হয়।

Bollywood News

৫. কাভি খুশি কাভি গম

বিগ বি অমিতাভ বচ্চন অভিনীত সুপারহিট ছবি কাভি খুশি কাভি গম। ছবিতে বিগ বি ছাড়াও একাধিক সুপারস্টারেরা অভিনয় করেছিলেন। তবে ছবির জন্য ঐশ্বর্য রাইকে অফার দেওয়া হলেও তিনি ছবিটির জন্য না করে দিয়েছিলেন।

Bollywood News

আরও পড়ুন : Banaras Hindu University : হিন্দু ধর্মের কোর্স! বেনারসের হিন্দু বিশ্ববিদ্যালয়ে চালু নতুন ডিগ্রি কোর্স




Leave a Reply

Back to top button