Places with no sunset : যেথায় সূর্য যায়না অস্ত, থাকে শুধুই দিন! পৃথিবীর বুকের রয়েছে এমন ৬টি বিস্ময়কর

ছোট থেকেই আমরা দেখে আসছি রাতের শেষ ভোর হয়, সূয্যি মামা ওঠে আকাশে( Places with no sunset )। আর দিনের শেষে সূয্যিমামা পশ্চিম আকাশে অস্ত গেলে রাত নেমে আসে। এটা ছোট থেকে বড় সকলেই জানে, কিন্তু জানেন কি পৃথিবীতেই রয়েছে এমন এক জায়গা যেখানে রাত্রি হয় না। অবাক হলেন? একেবারেই সত্যি বলছি আমাদের পৃথিবীতেই রয়েছে এমন অনেক জায়গা যেখানে শুধুই দিন রাত নেই।
ছোট থেকে অনেকেই ভাবতেন কেমন হত যদি সবসময় দিনটাই থেকে যেত তাহলে আরও একটু বেশি খেলা করতে পারতাম। আবার অনেকে ভাবতো রাতটাই যদি থেকে যেত তাহলে ভালো হত অনেকটা সময় ঘুমানো যেত। আসুন এবার আপনাদের জানাই এমন কিছু জায়গার কথা যেখানে রাত বা দিন দুটোই একবার এলে আর যেন যেতেই চায় না।
নুনাবত, কানাডা (Nunavut Canada)
কানাডা নামক দেশের উত্তর পশ্চিমে অবস্থিত ছোট্ট একটি শহর হল নুনাবত। সেখানে এক একটা দিন প্রায় ২ মাসের সমান। যার অর্থ হল টানা ৩০ দিন থাকে রাত আর ৩০ দিন ধরে থাকে দিন।
ব্যারো আলাস্কা (Barrow Alaska)
আলাস্কা হল এখন একটি দেশ যেটা বছরের সারাটা সময়ই বরফে আবৃত থাকে। আর এই আলাস্কার ব্যারো নামক শহরে জুলাই মে মাসের শেষে সূর্য উদয় হলে তা ৩০ দিনের জন্য অস্ত যায় না। জুলাইয়ের শেষ পর্যন্ত থাকে একটা দিন। আবার নভেম্বর মাসের শুরু থেকে শেষ পর্যন্ত টানা ৩০ দিন থাকে রাত্রি।
নরওয়ে (Norway)
নরওয়ে হল এমন একটি দেশ যেখানে একটানা ৭৬ দিন ধরে দেখা যায় সূর্য। মে মাস থেকে জুলাই মাসের মধ্যে এক টানা ৭৬ দিন আকাশে থাকে সূর্য। এইকারণে এই দেশকে ‘মিডনাইট সান’ বলেও ডাকা হয়।
আইসল্যান্ড (Iceland)
ইউরোপের একটি দ্বীপ হল আইসল্যান্ড। মজার বিষয় হল এই দেশে জুন মাসে একটানা ৩০ দিন সূর্য দেখা যায়। অৰ্থাৎ ১ মাস ধরে দিনের আলো পায় সেখানকার মানুষ।
ফিনল্যান্ড (Finland)
আরো একটি ইউরোপিয়ান দেশ হল ফিনল্যান্ড। এখানেও দীর্ঘদিন ধরে দেখা মেলে সূর্যের। গরমের সময় অর্থাৎ গ্রীষ্মকালে একটানা ৭৩ দিন ধরে সূর্য দেখতে পাওয়া যায় ফিনল্যান্ডে।
সুইডেন (Sweden)
ইউরোপিয়ান দেশ সুইডেন। দারুন সুন্দর এই দেশটিতে পৃথিবীতে সবচাইতে বেশি সময় ধরে সূৰ্য্যি মামার দেখা মেলে আকাশে। মে মাস থেকে আগস্ট পর্যন্ত মাঝ রাত অবধি আকাশে সূর্য দেখা যায়। প্রায় ছয় মাস ধরে টানা সূর্যের আলো থাকে এখানে।
আরও পড়ুন : Bollywood News : বলিউডের এই ৫ ছবিকে না করেছিলেন ঐশ্বর্য রাই, পরে এই ছবিগুলোই হয়েছিল সুপার হিট