Coronavirus Update in India : সংক্রমণের গ্রাফ আবারও উর্দ্ধমুখী, সাথেই বাড়ছে মৃত্যুও

ভারতে করোনা ভাইরাস সংক্রমনের গ্রাফ বেড়ে চলেছে ক্রমেই( Coronavirus Update in India )। দিনে আক্রান্ত- এর সংখ্যা যেমন বাড়ছে তেমনই বাড়ছে ওমিক্রণ নিয়ে উদ্বেগও। আজ দেশে তিন লক্ষ পার করল করোনা। প্রতিদিন ভ্যাক্সিনের ডোজের পরিমাণ বাড়ানো সত্ত্বেও কেন সংক্রমণ বাড়ছে এই নিয়ে প্রশ্ন আসছে উপর মহল থেকেও। সারা দেশ জুড়ে বাড়ছে আক্রান্ত রোগীর( Active Cases in India ) পরিমাণও। বাড়ছে মৃত্যুর হার সাথে অ্যাক্টিভ কেস। অনেকেই দুটো ডোজ নিয়েছেন করোনা থেকে বাঁচতে। তবু রেহাই নেই তাদেরও। যারা ডবল ভ্যাকসিন( Coronavirus Vaccination Rate in India ) নিয়েছেন তাঁরাও সমান ভাবেই আক্রান্ত হচ্ছেন করোনা অথবা ওমিক্রণ- এ। ইতিমধ্যেই ভারতে আংশিক লকডাউন করা হয়েছে। মানা হচ্ছে দুরত্ববিধি। তবু কমছেনা সংক্রমণ। আজ ভারতে দৈনিক করোনা সংক্রমণ( know Coronavirus Update in India ) কত জেনে নিন।
দেশে Coronavirus Update
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী গত ২৪ঘণ্টায় নতুন করে দেশে করোনা আক্রান্ত হয়েছেন ( Coronavirus Update in India )৩লক্ষ ৩৭হাজার ৭০৪জন। এই নিয়ে এখনও অবধি দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩,৬৭,৯০,৩৯৩জন । এদের মধ্যে সুস্থ হয়েছেন ৩,৬৩,০১,৪৮২জন । গত ২৪ঘণ্টায় সুস্থ হয়েছেন ২,৪২,৬৭৬জন। আর টি পিসি আর পরীক্ষার পর নতুন করে করোনা ধরা পড়েছে ৩,৩৭,৭০৪জন। দেশে মৃত্যু হয়েছে ২৪ ঘণ্টায় ৪৮৯জনের। দেশে মোট মৃত্যুর সংখ্যা ৪লক্ষ ৮৮হাজার ৪২২জন। অর্থাৎ মৃত্যু হার ১.৩৩শতাংশ। পাশাপাশি দেশে করোনা থেকে সেরে উঠেছেন এখনও ৩,৬৫,৮৮,০৬জন। অর্থাৎ সুস্থতার হার ৯৮.৬৭শতাংশ।এখনও অবধি চিকিৎসাধীন রয়েছে ২,১৩,৩৩৮জন।
ভারতের বিভিন্ন জেলায় Coronavirus Update
ইতিমধ্যেই করোনা ভারতের বিভিন্ন রাজ্য থেকে জেলায় ছড়িয়ে পড়ছে হুহু করেই। গত ২৪ ঘণ্টায় আক্রান্তের হারে উত্তর ২৪ পরগনায় করোনা আক্রান্ত ১৩১৭ জন,মৃত্যু ৪ জনের। হাওড়ায় একদিনে ১১ জনের মৃত্যু হয়েছে করোনা আক্রান্ত হয়ে, গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩৪৪ জন হয়েছে। দক্ষিণ ২৪ পরগনায় করোনা আক্রান্ত ৬০৫ জন, মৃত্যু ২ জনের হয়েছে। হুগলিতে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত ৩৪১ জন,মৃত্যু ২ জনের হয়েছে। দক্ষিণ বঙ্গের মধ্যে বীরভূম এবং পূর্ব বর্ধমান জেলার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তা ভাবিয়ে তুলেছে স্বাস্থ্য দফতরকে।
রাজ্যে Coronavirus Update
স্বাস্থ্যমন্ত্রকের আজকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৯১৫৪ জন। উদ্বেগ বাড়িয়ে গত ২৪ ঘন্টায় রাজ্যে ৩৫ জনের মৃত্যু হয়েছে (West Bengal Coronavirus Update) । তবে করোনা সংক্রমনের হার বেশ কিছুটা কমেছে। গত ২৪ঘন্টায় রাজ্যে১২.৫৮% সংক্রমণের হার রাজ্যে গত ২৪ ঘন্টায় করোনা পরীক্ষা অনেকটাই বেড়েছে। ৭২৭৩৮ জনের পরীক্ষা হয়েছে।
আরও পড়ুন : Serial TRP : শুরুতেই বাজিমাত করল ‘আলতা ফড়িং’! সোজা চ্যালেঞ্জ মিঠাইকে, রইল এসপ্তাহের TRP তালিকা