Netaji Subhas Chandra Bose : ‘যেন আমি শ্রেষ্ঠ, শুধু আমিই সঠিক’, ভাইরাল ভিডিওতে মজে কি নেতাজীকে হারাচ্ছে বাঙালী

Netaji Subhas Chandra Bose – “কারো আদেশ মানি না, আমি চির স্বাধীন; আমি না মানি আইন, আমি না কারো অধীন; যেন আমি শ্রেষ্ঠ, শুধু আমিই সঠিক; কেবল আমিই সত্য, পুরা দুনিয়া বেঠিক…”। ‘২৪ শে জানুয়ারি নয় এখন থেকে ২৩ শে জানুয়ারি থেকেই শুরু হবে প্রজাতন্ত্র দিবসের সেলিব্রেশান’- বাঙলা মিডিয়ার এই একটি স্নাপশটের সাথে ঘুরছে নেতাজীর ( Netaji Subhas Chandra Bose) ছবি সহকারে এই গানটি। ফেসবুক থেকে হোয়াট্যাসওয়্যাপ সবেতেই একেবারে ভাইরাল সেই ভিডিও। আমরা মানে বাঙালীরা কি একবারও ভেবে দেখেছি, কেন এই গানটিই? এই গানের সাথে নেতাজীর কি আদেও কোন সম্পর্ক আছে?
Netaji Subhas Chandra Bose- ‘কারো আদেশ মানি না, আমি চির স্বাধীন;’
নেতাজী সত্যিই কি কারো আদেশ মানতেন না? ইতিহাসের পাতা কিন্তু বলছে, নেতাজী গঠনতন্ত্রে বিশ্বাসী ছিলেন। তিনি মানতেন, সাধারণ জনগনকে পথ দেখায় নেতা। তাই নেতার কথা মানতে হয়। ‘আমি চির স্বাধীন’- হ্যাঁ নেতাজী ( Netaji Subhas Chandra Bose) হয়ত চির স্বাধীন ছিলেন বলেই হয়ত দেশকে স্বাধীন ( Independent) করার জন্যে কোন দিক না ভেবেই নেমে পরেছিলেন সম্মুখসমরে।
Netaji Subhas Chandra Bose -‘আমি না মানি আইন..’
এখুনি অনেকেই চিৎকার করে বলতে আসবেন সত্যিই তিনি ইংরেজ শাসিত ভারতে কোন আইন মানেননি। কিন্তু এক্ষেত্রে বলা দরকার, দেশ ত্যাগ করে যখন অন্য অনেক দেশ ঘুরে নেতাজী ( Netaji Subhas Chandra Bose) জার্মানিতে পৌঁছান| সেই দেশের সব আইন তিনি মেনেছিলেন। এমনকি হিটলারের সাথে দেখা করার জন্যে তিনি দীর্ঘক্ষণ অপেক্ষাও করেছিলেন। এবং তার বিভিন্ন বক্তব্যে বার বার উঠে এসেছে ‘সভ্য সমাজের জন্য আইন মেনে চলা জরুরি’।
আরও পড়ুন- https://thebengalichronicle.com/netaji-subhas-chandra-bose-statue-at-india-gate/
Netaji Subhas Chandra Bose – ‘আমি না কারো অধীন’
‘দেশকে স্বাধীন করাতে গেলে যদি আমায় কিছুসময়ের জন্যে শয়তানের অধীনে আসতে হয়, আমি তাতে সম্পূর্ণ রাজী’- রেডিওতে বলা তার একটি বার্তা এমনই ছিল। তা বলে তিনি কারো অধীন হয়ে থাকতে শেখাননি। তিনি বলেছিলেন, দীর্ঘ বিপ্লব গড়ে তুলতে সবাইকে এক জায়গায় আসতে হয়।
Netaji Subhas Chandra Bose – “যেন আমি শ্রেষ্ঠ, শুধু আমিই সঠিক”
নেতাজী কি কখনও বলেছিলেন, কেবল তিনিই ‘শ্রেষ্ঠ’ এবং ‘সঠিক’। নেতাজী ( Netaji Subhas Chandra Bose) বলেছিলেন, ‘কেবল আমি নই’, এই দেশকে যে যেভাবে স্বাধীন করতে চেয়েছে তাদের সবার পন্থা সঠিক। কংগ্রেসের সাথে তীব্র বিরোধ থাকা স্বত্বেও ‘আজাদ হিন্দ ফৌজ’এর দুটি বাহীনির নাম নেতাজী দিয়েছিলেন, ‘গান্ধী ব্রিগেড’, ‘নেহেরু ব্রিগেড’। নিজেকেই ‘শ্রেষ্ঠ’ এবং ‘সঠিক’ ভেবে নিলে তিনি ( Netaji Subhas Chandra Bose) হয়ত দেশের জন্য বলিদান দিতে পারতেন না।
Netaji Subhas Chandra Bose – ‘কেবল আমিই সত্য, পুরা দুনিয়া বেঠিক’
নেতাজীর প্রতি একটি চাপা আবেগ যেন বাঙালীর শিরায় শিরায়। কথায় কথায় নেতাজীর উদাহরণ। আসলে এই গানের সাথে নেতাজীর কোন সম্পর্কই নেই। বাংলাদেশের ‘মুসাফির’ বলে একটি ছবির গান এটি। নেতাজীর নামের সাথে জুড়ে, নেতাজীকে আরও একটু নিয়মভাঙ্গা দেখানোর চেষ্টাই কেবল।
আরও পড়ুন- https://thebengalichronicle.com/bankura-boy-fulfilled-dream-stand-by-for-family-by-hard-work/
মিঠুন চক্রবর্তী অভিনীত ওই সিনেমাটার কথা মনে আছে নিশ্চয়ই। ‘আমি বাঙালী, আমি গর্বিত; আমি বাঙালী’। সেখানেও টাইম ট্রাভেল করে নেতাজীকেই আসতে হয়েছিল বাঙালীকে জাগিয়ে তোলার জন্যে। তাহলে কি প্রত্যেকবার বাঙালী পথ হারালেই নেতাজী চলে আসবেন? আসলে আমরাই না পড়ে শুধু দেখে আর শুনে যাচ্ছি। একটু ভাল এডিটিং হলেই, মুড়ি-মুড়কির মত শেয়ার করছি। এসব দেখলে নেতাজী নিজেই হয়ত জেগে উঠে বলতেন, ‘বন্ধ কর তোমাদের এই রঙ-তামাশা, বিবেকানন্দকে পড়, আর না ঘুমিয়ে জেগে ওঠ’।
আরও পড়ুন- https://thebengalichronicle.com/netaji-subhas-chandra-bose-statue-at-india-gate/