Netaji Subhash Chandra Bose : জন্মদিবসে দেশনায়কের কিছু দুষ্প্রাপ্য ছবি, একনজরে নেতাজির সেরা কিছু বাণী

আজ সুভাষ চন্দ্র বসুর ১২৫তম জন্ম জয়ন্তী উপলক্ষ্যে ফিরে দেখা যাক তার কিছু ছবি( Netaji Subhash Chandra Bose )। যেগুলো তিনি জীবনের বিভিন্ন সময়, বিভিন্ন জায়গা, বিভিন্ন মানুষের সাথে তুলেছিলেন। সাথে আজ আলোচিত হল তার জীবনমুখী বিশেষ কিছু বানী।

পন্ডিত জওহরলাল নেহেরুর সঙ্গে Netaji Subhash Chandra Bose

Netaji Subhas chandra bose

“শুধুমাত্র চিন্তার জন্য কারও মৃত্যু হতে পারে কিন্তু সেই চিন্তা আজীবন অমৃত থাকে। একজন থেকে আরেকজনের মাধ্যমে ছড়িয়ে পরে সেই চিন্তা।”

উইলি হেরাল্ড সম্পাদক জর্জ ল্যান্সবারি ও Netaji Subhas Chandra Bose

Netaji Subhas chandra bose

“নিজের প্রতি সৎ হলে সারা বিশ্বের প্রতি কেউ অসৎ হতে পারবেনা।”

জাতীয় কংগ্রেসের ৫১তম সমাবেশে একই মঞ্চে Netaji Subhash Chandra Bose, মহত্মা গান্ধী, শেঠ জামনালাল বাজাজ

Netaji Subhas chandra bose

“নরম মাটিতে জন্ম নিয়েছে বলেই বাঙালীর এমন সরল প্রাণ।”

জাতীয় কংগ্রেসের ৫১তম সমাবেশে একই মঞ্চে Netaji Subhash Chandra Bose এবং মোহনদাস করমচাঁদ গান্ধী

Netaji Subhas chandra bose

“জীবনে প্রগতির আশা ব্যাক্তিকে যেকোনো প্রকার ভয় এবং সন্দেহ থেকে দূরে রাখতে সাহায্য করে।”

১৯৩৮সালে গুজরাটের সুরাট জেলায় কংগ্রেসের সমাবেশে Netaji Subhash Chandra Bose, মহত্মা গান্ধী এবং সর্দার বল্লভভাই প্যাটেল

Netaji Subhas chandra bose

“জীবনে প্রগতির আশা ব্যাক্তিকে যেকোনো প্রকার ভয় এবং সন্দেহ থেকে দূরে রাখতে সাহায্য করে।”

১৯৪২ সালে জার্মানির বার্লিনে Netaji Subhash Chandra Bose এবং হিটলার

Netaji Subhas chandra bose

“মানুষ যতদিন বেপরোয়া ততদিন সে প্রানবন্ত।”

হামবুর্গে বক্তৃতা দিচ্ছেন Netaji Subhash Chandra Bose (১৯৪২ সালের ১৩ই সেপ্টেম্বর)

Netaji Subhas chandra bose

“শুধুমাত্র চিন্তার জন্য কারও মৃত্যু হতে পারে কিন্তু সেই চিন্তা আজীবন অমৃত থাকে। একজন থেকে আরেকজনের মাধ্যমে ছড়িয়ে পরে সেই চিন্তা।”

জার্মানির বার্লিনে ১৯৪২ সালে একটি উৎসবে বক্তৃতা দিচ্ছেন Netaji Subhash Chandra Bose

Netaji Subhas chandra bose

“টাকা পয়সা দিয়ে কখনো স্বাধীনতা জয় করা যায়না। স্বাধীনতার জন্য দরকার সাহস, যা সাহসী পদক্ষেপ নিতে সাহায্য করবে।”

জওহরলাল নেহেরুর সঙ্গে কংগ্রেসের তৎকালীন সভাপতি Subhas Chandra Bose

Subhas chandra bose“ভারত আমাদের ডাকছে, রক্ত দিয়ে রক্তকে ডাকছে, আর সময় নেই অস্ত্র তোলো, ঈশ্বর চাইলে শহিদের মৃত্যু বরণ করে নেব আমরা।”

১৯৩০ সালে Netaji Subhash Chandra Bose বোম্বেতে ভাষণ দিচ্ছেন

Netaji Subhas chandra bose

“আমাদের দেশের সকলের সমস্যা হল দরিদ্রতা, রোগ, অশিক্ষা, যে দিন মানুষের সামাজিক চেতনা বোধ হবে সেই দিন এই সমস্ত সমস্যার সমাধান হবে।”

আরও পড়ুন : Golabari Mutton Koasha Recipe : রবিবারে রাজকীয় স্বাদ, রইল গোলবাড়ি স্টাইলে মটন কষা রেসিপি




Leave a Reply

Back to top button