Bollywood News : বিতর্কে সর্বদাই এগিয়ে সালমান খান! প্রকাশ্যেই কটূক্তি থেকে অপমান করেছেন, এই ৫ সহ অভিনেত্রীদের

বলিউডের ভাইজান সালমান খানকে (Salman Khan) সকলে এক ডাকেই চেনে। বিতর্ক থেকে শুরু করে নানা কারণে( Bollywood News )  মাঝে মধ্যেই শিরোনামে আসতে দেখা যায় ভাইজানকে। বয়স ৫৫ হলেও এখনও বিয়ে করেননি সালমান খান। তবে একাধিক অভিনেত্রীর সাথে তার সম্পর্ক বহুবার শিরোনাম করেছে।

অবশ্য শুধুই যে প্রেমের সম্পর্ক তা কিন্তু নয়, বহুবার অভিনেত্রীদের সাথে বাজে ব্যবহার থেকে শুরু করে কুরুচিকর মন্তব্যের কারণেও শিরোনামে উঠে এসেছেন সালমান খান। আজ সেই সমস্ত অভিনেত্রীদের কথাই জানবো যাদের সাথে একসময় আধায় কাচঁকলায় সম্পর্ক ছিল সালমান খানের।

Bollywood News

ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)

Bollywood News

বলিউডের সুন্দরী অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। একসময় সালমান খানের সাথে প্রেমের সম্পর্কেও জড়িয়ে ছিলেন ক্যাটরিনা, তবে সেই প্রেমের জল বেশি দূর গড়ায়নি। নিজের বোনের বিয়েতে মজা করে ক্যাটরিনাকে মিস খান হবারও প্রস্তাব দিয়েছিলেন সালমান। শোনা যায় একসময় ক্যাটরিনারকে প্রকাশ্যেই থাপ্পড় মেরেছিলেন সালমান খান।

কারিনা কাপুর খান (Kareena Kapoor Khan)

Bollywood News

বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে প্রথমেই নাম আসে কারিনা কাপুরের। বহু সুপারহিট ছবি করেছেন অভিনেত্রী। তার মধ্যে বেশ কিছু ছবিতে সালমান খানের সাথেও অভিনয় করেছেন তিনি। তবে একটা সময় এমন ছিল কারিনা কাপুরকে সকলের সামনে অপমান করতেই পিছপা হননি ভাইজান।

দীপিকা পাডুকোন (Deepika Padukone)

Bollywood News

ওম শান্তি ওম থেকে শুরু করে আজ বলিউডের সেরা অভিনেত্রীদের মধ্যে একজন দীপিকা। বলিউডের টপ অভিনেতাদের সাথে কাজ করেছেন ‘পদ্মাবত’ অভিনেত্রী। ‘ছাপাক’ ছবিতে সালমান খানের সাথেও দেখা গিয়েছে দীপিকাকে। কিন্তু বিগবসের মঞ্চে দীপিকাকে নিয়ে রীতিমত খিল্লি উড়িয়েছিলেন সালমান খান। যেটা নেটিজেনরা মোটেও ভালো নজরে দেখেনি।

প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)

Bollywood News

বাঙালি অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া বলিউড থেকে শুরু করে হলিউডেও পারি জমিয়ে ফেলেছেন। তবে প্রিয়াঙ্কার বলিউড ছেড়ে হলিউডে পারি প্রথমদিকে মেনে নিতে পারেননি সালমান খান। সেই সময় নিকের জন্য দেশ ছাড়লেন প্রিয়াঙ্কা বলে মজা করেছিলেন প্রিয়াঙ্কাকে নিয়ে।

জুহি চাওলা (Juhi Chawla)

Bollywood News

বলিউডের অভিনেত্রীদের মধ্যে একসময় বেশ জনপ্রিয় ছিলেন জুহি চাওলা। তবে বর্তমানে অভিনয়ের থেকে নিজেকে বিরতই রেখেছেন জুহি। সালমান খানের সাথে একটিও ছবিতে অভিনয় করেননি অভিনেত্রী। এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে সালমান বলেন, ছবি করা যেতেই পারে তবে জুহির বয়স বেড়ে গেছে নায়িকা নয় বরং সালমান খানের মায়ের চরিত্রে অভিনয় করতে পারেন তিনি।

আরও পড়ুন : Assembly Elections 2022 : ‘ভাইরাল প্রথম ৫০ জনের সাথে আমি রাত্রাহার করব’, ডিজিটাল প্রচার নাকি ডিজিটাল লোভ

 




Leave a Reply

Back to top button