Republic Day 2022 : প্রজাতন্ত্র দিবসের ৭৩ বছর পূর্ণ! জেনেনিন দিনটির গুরুত্ব

অহেলিকা দও, কলকাতা : প্রজাতন্ত্র দিবসের ( Republic day) আগামীকাল ৭৩ বছর পূর্ণ হলো। প্রতি বছর ২৬ জানুয়ারি সারা ভারতে প্রজাতন্ত্র দিবস উদযাপন ( celebration) করা হয়। সেই ১৯৫০ সাল থেকে শুরু করে প্রতি বছর এই দিনটিকেই বেছে নেওয়া হয়েছে প্রজাতন্ত্র দিবস ( Republic day) হিসেবে। প্রজাতন্ত্র দিবসের ঘটনা আমরা কমবেশি সকলেই পড়েছি। কিন্তু কেনো এই দিনটিকেই বেছে নেওয়া হয়েছে প্রজাতন্ত্র দিবস হিসেবে? কেনো এত গুরুত্বপূর্ণ ( importance) দিনটি?
Republic Day 2022 – “পূর্ণ স্বরাজ দিবস”
সালটা ১৯২৮। তখন সারা ভারত জুড়ে স্বাধীনতা আন্দোলনের ঢেউ। তখন জাতীয় কংগ্রেসের সভাপতি মতিলাল নেহেরু। ১৯২৭ সালে মৃত্যুবরণ করেছিলেন লালা লাজপত রাই। তাঁর মৃত্যুতেই আরও জোরদার হয়ে উঠেছিল স্বাধীনতার দাবি। ১৯২৯ সালে কংগ্রেসের সভাপতির পদে এসেছিলেন মতিলাল নেহেরুর পূত্র জওহরলাল নেহেরু। তিনি দাবি করেছিলেন পূর্ণ স্বরাজের। ব্রিটিশ শাসন থেকে মুক্তি পেয়ে স্বাধীন এক সরকার প্রতিষ্ঠা করতে চাইলেন তিনি। তাকে সমর্থন জানিয়েছিলেন নেতাজি সুভাষ চন্দ্র বসু, অরবিন্দ ঘোষ, বাল গঙ্গাধর তিলকের মতো স্বাধীনতা সংগ্রামীরাও।১৯৩০ সালে ২৬ জানুয়ারি কংগ্রেসের নেতৃত্বে সারা ভারত জুড়ে পালন করা হয়েছিল “পূর্ণ স্বরাজ দিবস”। দীর্ঘ ১৭ বছর চেষ্টার পর ১৯৪৭ সালের ১৫ আগষ্ট দেশ স্বাধীন হয়েছিল।
Republic Day 2022 – ২৬ জানুয়ারি উদযাপন
১৯৪৭ সালের ১৫ আগষ্ট দিনটিকে ভারতীয়রা বেছে নেননি। বরং লর্ড মাউন্টব্যাটন নিজের ইচ্ছেমত এই দিনটিকেই বেছে নিয়েছিলেন ভারতকে স্বাধীন রাষ্ট্র হিসেবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই দিনটিতেই জাপান মিত্র শক্তির কাছে পরাজিত হয়েছিল। ১৯৪৭ সালের ১৫ আগষ্ট দেশ স্বাধীন হলেও ভারতের নিজস্ব কোনো সংবিধান ছিল না। সেই সংবিধান রচিত হয়ে গৃহীত হয় ১৯৪৯ সালের ২৬ নভেম্বর। সংবিধান রচয়িতারা ঠিক করেন যে, কোনো একটি বিশেষ দিনে প্রজাতন্ত্র দিবস উদযাপন করা উচিত। সেই কারণেই বেছে নেওয়া হয় ২৬ জানুয়ারি দিনটিকে। এই কারণেই ১৯৫০ সালে ২৬ জানুয়ারি দিনটিতে প্রজাতন্ত্র দিবস পালন করা হয়েছিল।
Republic Day 2022 – সংবিধান কার্যকর দিবস
ব্রিটিশ ভারত ভেঙে গিয়ে কমনওয়েলথ অফ নেশনস-এর অন্তর্গত অধিরাজ্য হিসেবে দুটি স্বাধীন রাষ্ট্র ভারত ও পাকিস্তান গড়ে উঠেছিল। ১৯৪৭ সালের ২৮ আগষ্ট ভারতের একটি স্থায়ী সংবিধান রচনার জন্য ড্রাফটিং কমিটি গঠন করা হয়েছিল। ১৯৪৭ সালে ৪ নভেম্বর ভারতের স্থায়ী প্রনয়নের উদ্দেশ্যে একটি খসড়া সংবিধান প্রস্তুত করে গণপরিষদে জমা দেয়। সংবিধান গৃহীত হওয়ার আগে ২ বছর ১১ মাস ১৮ দিনব্যাপী গণপরিষদ এই খসড়া সংবিধান আলোচনা করার জন্য ১৬৬ বার অধিবেশনে ডাকা হয়েছিল। ১৯৪৯ সালে ২৬ নভেম্বর স্বাধীন ভারতের সংবিধান গৃহীত হয়েছিল। সভার ৩০৮জন সদস্য ১৯৫০ সালের ২৬ জানুয়ারি সংবিধানের দুটি হস্তলিখিত কপিতে সই করেছিলেন। এর একটি ছিল ইংরেজিতে এবং অন্যটি ছিল হিন্দিতে। এর ঠিক দুই দিন পর ১৯৩০ সালের ১৬ জানুয়ারি প্রথম স্বাধীনতা দিবসের দিনটিকে শ্রদ্ধা জানিয়ে ১৯৫০ সালের ২৬শে জানুয়ারি থেকে ভারতের সংবিধান কার্যকর হবে এবং সেই দিনের পর থেকে ২৬ জানুয়ারি সারা ভারতবর্ষে প্রজাতন্ত্র দিবস ( Republic day) পালিত হয়। আনুষ্ঠানিকভাবে সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ভারত আত্মপ্রকাশ করেছিল। ড. রাজেন্দ্র প্রসাদ হয়েছিলেন স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি।
Republic Day 2022 – আপনি কি জানেন?
২৬ জানুয়ারি সকাল ১০টা ১৮মিনিটে ভারতের সংবিধান কার্যকরী হয়েছিল। আবার ১৯৫০ সালে ২৬ জানুয়ারি দিল্লিতে অনুষ্ঠিত হয় কুচকাওয়াজ। রাইসিনা হিল থেকে শুরু করে রাজপথ, ইন্ডিয়া গেট হয়ে লালকেল্লা পর্যন্ত আট কিলোমিটার ধরে এই কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছিল। কুচকাওয়াজ রাজপথের পরিবর্তে তৎকালীন ইর্ভিন স্টেডিয়ামে অর্থাৎ বর্তমানে ন্যাশনাল স্টেডিয়ামে আয়োজিত হয়েছিল। আগে ইর্ভিন স্টেডিয়ামের চারদিকে দেওয়াল ছিল না এবং সেখান থেকে লালকেল্লা স্পষ্ট দেখা যেত। এছাড়াও এই দিনে জাতীয় সংগীতের সময় ২১টি তোপের সেলামি দেওয়া হয়েছিল। ৫২সেকেন্ড ধরে এই জাতীয় সংগীত চলতো। এমনকি প্রতি বছর ভারতীয় সেনা, নৌসেনা এবং বায়ুসেনা প্রজাতন্ত্র দিবসের প্যারেডে বিভিন্ন রাজ্যের ট্যাবলো অংশগ্রহণ করেছিল।
আরও পড়ুন : World’s Cutest Baby : বিশ্বের সেরা সুন্দরী শিশু নীল চোখের এই ছোট্ট মেয়ে, রইল আসল পরিচয়