Republic day 2022 : ৭৩তম প্রজাতন্ত্র দিবসে স্মৃতিচারণের পাতায় ভুলে যাওয়া স্বাধীনতা সংগ্রামীরা

প্রত্যুষা সরকার, কলকাতা: রাতপোহাতেই ২৬ জানুয়ারি, প্রজাতন্ত্র দিবস । এ বছর ভারতে উদযাপন হতে চলেছে ৭৩ তম প্রজাতন্ত্র দিবস ( Republic day 2022 )। ১৯৫০ সালের ২৬ জানুয়ারি দিনটিকে ভারতের প্রজাতন্ত্র দিবস ( Repablic day 2022 ) হিসেবে ঘোষণা করা হয়। তবে ১৯৩০ সালের এই দিনে পরাধীন ভারতের প্রথম স্বাধীনতা দিবস হিসেবে ঘোষণা করা হয়েছিল। কিন্তু এর কয়েক বছর পরে ১৯৪৭ সালের ১৫ আগস্ট দিনটিতে ব্রিটিশ শাসকদের শাসনের পতন ঘটিয়ে নিয়ে আসে স্বাধীনতা। ১৭৫৭ সালে পলাশীর যুদ্ধের সিরাজউদ্দৌলার পরাজয়ের পর থেকেই চলতে থাকে ভারতবাসীর উপর ব্রিটিশ শাসকের অত্যাচার। সেই অত্যাচার থেকে ভারতবর্ষকে স্বাধীন করে আনে হাজার হাজার স্বাধীনতা সংগ্রামীদের আমরণ চেষ্টা ও তাঁদের বলিদান।
১৯৫০ সালের ২৬ জানুয়ারি তারিখে গৃহীত হয় ডঃ বি. আর. আম্বেদকর রচিত স্বাধীন ভারতের সংবিধান। সেই কারণেই গোটা ভারত বর্ষ জুরে আমরা পালন করি প্রজাতন্ত্র দিবস ( Republic day 2022 ), স্বাধীনতা দিবস। তাই স্বাধীনতা দিবস ও প্রজাতন্ত্র দিবস ( Republic day 2022 ) এর মত দিনগুলি মনে করিয়ে দেয় স্বাধীনতা সংগ্রামীদের সেই ঐতিহাসিক মুহূর্ত গুলির কথা। তবে স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এমন অনেক নামই সময়ের সাথে সাথে কোন সোহার ইয়ে যাচ্ছে ইতিহাসের পাতা থেকে। চলুন আজ স্মৃতিচারণ করা যাক ইতিহাসের পাতা থেকে হারিয়ে যাওয়া সেই সব সংগ্রামীদের কথা।
Republic day 2022 : মাস্টারদা সূর্যসেন
স্মৃতিচারণ এর প্রথমই যার নাম আসে তিনি হলেন বাঙালির এক তরুণ যুবক সূর্যসেন। বর্তমান বাংলাদেশের চট্টগ্রামের ব্রিটিশবিরোধী একটি বিপ্লবী দল গড়ে তোলেন তিনি। পরবর্তীকালে সেই বিপ্লবী দল চট্টগ্রামের অস্ত্রাগার লুন্ঠনের মাধ্যমে গোটা দেশের জাগিয়ে তুলেছিল এক নতুন জাগরন। থে বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন স্বয়ং মাস্টারদা।
আরও পড়ুন- https://thebengalichronicle.com/republic-day-2022-where-and-how-to-watch-parade/
Republic day 2022 : বিরসা মুন্ডা
স্বাধীনতা সংগ্রামীদের কথা বলতেই প্রথম সারিতে যাদের নাম আসে তাঁদের মধ্যে একজন হলেন বিরসা মুন্ডা। রাঁচির মুন্ডা আদিবাসী এবং সমাজ সংস্কারক। তৎকালীন ব্রিটিশ শাসকদের অত্যাচারে ক্ষুব্ধ হয়ে তিনি আদিবাসী মুন্ডাদের সংগঠিত করে সূচনা করেন মুন্ডা বিদ্রোহের। উনিশ শতকে ব্রিটিশ শাসকদের বিরুদ্ধে একাধিক লড়াইয়ে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। বিদ্রোহীদের কাছে বিরসা মুন্ডা ‘ বিরসা ভগবান ‘ নামে পরিচিত ছিল।
Republic day 2022 : অলুরি সীতারাম রাজু
আল্লুরি সীতারাম রাজু যিনি মায়ানাম বীরুদ নামেও পরিচিত। ১৯২২ থেকে ১৯২৪ সালের ব্রিটিশ রাজের বিরুদ্ধেই ‘ রম্পা বিদ্রোহ ‘ -এর নেতৃত্ব দেন তিনি। ১৮৮২ সালে আসা মাদ্রাজ বন আইন এর বিরুদ্ধে লড়াই করে বিখ্যাত হয়েছিলেন ভারতীয় স্বাধীনতা সংগ্রামী অলুরি সীতারাম রাজু।
Republic day 2022 : মাতঙ্গিনী হাজরা
ইতিহাসের পাতা থেকে প্রায় মুছে যাওয়া এক স্বাধীনতা সংগ্রামে মাতঙ্গিনী হাজরা। ব্রিটিশ শাসকের বিরুদ্ধে ভারত ছাড়ো আন্দোলন ও অসহযোগ আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এরপর ১৯৪২ সালে ২৯ সেপ্টেম্বর ব্রিটিশ ভারতীয় পুলিশের গুলিতে শহীদ হন তিনি। তবে মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত তাঁর মুখে শোনা যায় বন্দেমাতারাম ধ্বনি। যা আলোড়ন তুলে দিয়েছিল গোটা দেশে।
Republic day 2022 : তারা রাণী শ্রীবাস্তব
তাড়াতাড়ি শ্রীবাস্তব, মহাত্মা গান্ধীর ভারত ছাড়ো আন্দোলনে অংশ নেওয়া এক সুপরিচিত স্বাধীনতা সংগ্রামী। ১৯৪২ সালে এক মিছিলের নেতৃত্ব দিতে গিয়ে তাঁরই সামনে পুলিশের গুলিতে মৃত্যু হয় তাঁর স্বামীর। স্বামীর মৃত্যুর পরও মিছিল থামাননি ওই মহীয়সী নারী। ভারতের স্বাধীনতা লাভ করার পূর্ব মুহূর্ত পর্যন্ত তিনি লড়ে গিয়েছেন উপনিবেশিক শক্তির বিরুদ্ধে।
Republic day 2022 : কমলা দেবী
কমলাদেবী ভারতের স্বাধীনতা সংগ্রামের সাথে জুড়ে ছিলেন এক অন্যরকম ভাবে। সবার পক্ষে সুযোগ হয়না অস্ত্রহাতে যুদ্ধ করার। তাই তিনি বেছে নিয়েছিলেন দেশের আর্থসামাজিক উন্নতির মাধ্যমে ব্রিটিশ শাসকের বিরুদ্ধে লড়াইয়ের পথ। দেশের তাঁত, হস্ত শিল্প, কুটির শিল্প, এবং থিয়েটার গুলির মান উন্নয়নের জন্যই দীর্ঘসময় লড়াই করেছিলেন তিনি।
Republic day 2022 : ভিকাজি কামা
স্মৃতিচারণে ইতিহাসের পাতায় হারিয়ে যাওয়া আরো একজন স্বাধীনতা সংগ্রামী হলেন ভিকাজি কামা। তিনি ছিলেন ভারতীয় স্বাধীনতা সংগ্রামী ও বিপ্লবী আন্দোলনের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। ১৯০৭ সালে জার্মানির স্টুটগার্টে আন্তর্জাতিক সমাজতান্ত্রিক সম্মেলনে তিনি ভারতীয় পতাকা উত্তোলন করেছিলেন। তিনি শুধু স্বাধীনতা সংগ্রামী ছিলেননা, সাথে সাথেই ভারতের লিঙ্গ সাম্যতার বিরুদ্ধেও একটানা আওয়াজ তুলে গিয়েছেন এই মহীয়সী নারী। ভারতীয় বিপ্লববাদের জননীও বলা হয় ভিকাজি কামাকে।
Republic day 2022 : পার্বতী গিরি
ভারতের স্বাধীনতা সংগ্রামে উড়িষ্যার নারী মুক্তিযোদ্ধাদের মধ্যে একটি অন্যতম নাম পার্বতী গিরি। তিনি পশ্চিম উড়িষ্যার মাদার তেরেসা নামেও পরিচিত ছিলেন। মাত্র ১৬ বছর বয়সে স্বাধীনতা সংগ্রামী হয়ে যোগ দিয়েছিলেন ‘ ভারত ছাড়ো ‘ আন্দোলনে। দীর্ঘ সময় কংগ্রেসের পক্ষে প্রচার করেন তিনি। মহিলাদের জীবনের মান উন্নয়ন ও সামাজিক উন্নতি নিয়ে দীর্ঘ সময় কথা বলে গেছেন পার্বতী গির