Republic Day 2022 : হাতে লেখা সংবিধানের বয়স এখন ৭৩, একনজরে প্রজাতন্ত্র দিবসের অজানা তথ্য

প্রজাতন্ত্র দিবসের ( Republic Day 2022 ) সকাল ভারতবাসীর কাছে যেন এক নতুন সকাল। ঘুম চোখ খুলেই কানে আসে নানা দেশভক্তির গান। পাড়ার মোড় থেকে দেশের কেন্দ্রেও বেজে ওঠে নানা দেশভক্তির গান। আর এই সব কিছুর মধ্যে দিয়ে জনসাধারণও মেতে ওঠে বেশ। দিল্লির বুকে সেনার কুচকাওয়াজ মানুষ শিহরিত করে তোলে বেশ।
উল্লেখ্য, প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ইন্ডিয়া গেটে কুচকাওয়াজের মহড়া শেষ হয়েছে অনেকক্ষণ। পালা এবার মূল অনুষ্ঠানের, যেখানে অংশ নেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ দেশের একাধিক বরিষ্ঠ নেতা, মন্ত্রীসহ নানা প্রশাসনিক কর্মকর্তারা। ২৬ জানুয়ারি ( Republic Day 2022 ) এই দিনটি বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ হিসেবে ভারতের জন্য একটি অতি গুরুত্বপূর্ণ দিন। এই দিনেই ভারতীয় সংবিধান কার্যকর হয়। এই বছর ভারতীয়রা উদযাপন করছে ৭৩ তম প্রজাতন্ত্র দিবস।
একাধিক আন্দোলন, বিক্ষোভ করে ছিনিয়ে আনা স্বাধীনতা ( Republic Day 2022 ) পরিপূর্ণতা পেয়েছিল এদিনই। ভারত পেয়েছিল নিজের সংবিধান। হয়ে উঠেছিল বিশ্বের বৃহতম গণতান্ত্রিক দেশ। বাবা সাহেব ভীমরাওকে দেশের সংবিধানের প্রণেতা বলা হয়ে থাকে। কিন্তু তাঁকে ছাড়াও সেই কমিটিতে তৎকালীন সময়ে উপস্থিত ছিলেন আরও ২১০ জন স্বনামধন্য ব্যাক্তি। ১৬৬ বার বসেছিল অধিবেশন তারপর গঠিত হয়েছিল ভারতীয় সংবিধান।
বলা বাহুল্য, ডিসেম্বরেই এই সংবিধান রচনার কাজ শেষ হয়ে গিয়েছিল। কিন্তু তা কার্যকর হয় নতুন বছরের ২৬ জানুয়ারি। সেই কারণেই এই দিনটিকে স্মরণীয় করে রাখার উদ্দেশ্যে পালিত হয় প্রজাতন্ত্র দিবস। এদিনই দেশের বুকে প্রতিষ্ঠা হয়েছিল ( Republic Day 2022 ) জনগণের তন্ত্র। অনেক কিছুই ভারতীয় সংবিধানকে বিশেষ করে তোলে। যার উদাহরণ হিসেবে বলা যেতে পারে, ভারতীয় সংবিধান হাতে তৈরি কাগজে হাতে লেখা। কিন্তু, তার পরেও এত বছর ধরে সেই বইটি খুবই সুরক্ষিতভাবে সংরক্ষিত রয়েছে। ভারতীয় সংবিধান সম্বন্ধে রয়েছে নানা বিশেষ তথ্য, যা হয়তো অনেক ভারতীয়ের এখনও অজানা।
ভারতের গণপরিষদ
১৯৪৬ সালের ৯ ডিসেম্বর সকাল ১১টা নাগাদ গণপরিষদের ( Republic Day 2022 ) প্রথম সভা অনুষ্ঠিত হয়। এই সভা মোট ২১০ জন সদস্য নিয়ে গঠিত হয়, যার মধ্যে ১৫ জন মহিলা ছিলেন। এর দু’দিন পর অর্থাৎ ১১ই ডিসেম্বর গণপরিষদের সভায় ডঃ রাজেন্দ্র প্রসাদ প্রথম স্থায়ী রাষ্ট্রপতি নির্বাচিত হন। এরপর ১৩ ডিসেম্বর পন্ডিত জহরলাল নেহেরু সংবিধানের উদ্দেশ্য উপস্থাপন করেন, যা ২২ জানুয়ারি ১৯৪৭-এ পাশ হয়েছিল।
২৬শে জানুয়ারি সংবিধান কার্যকর হল কেন?
সাল ১৯৪৯, গণপরিষদে ২৬ নভেম্বর সংবিধান গৃহীত হয় কিন্তু কার্যকর হয় ( Republic Day 2022 ) ২৬ জানুয়ারি। এর কারণ ছিল, ১৯৩০ সালের ২৬ জানুয়ারি এই দিনে জাতীয় কংগ্রেস ভারতকে পূর্ণ স্বরাজ হিসাবে ঘোষণা করেছিল। তাই ২০ বছর পর একই দিনে সংবিধান কার্যকর হয়।
সংবিধানের মুল কপি কোথায় রাখা?
হস্ত নির্মিত কাগজের হাতে লেখা ভারতীয় সংবিধান বর্তমানে সংসদের লাইব্রেরিতে নাইট্রোজেন গ্যাস চেম্বারে রাখা আছে। যাতে সংবিধানের মূল কপি সংরক্ষণ করা যায়।
প্রথম রাষ্ট্রপতির হাতেই জন্ম প্রজাতন্ত্র দিবসের
ভারতের প্রথম রাষ্ট্রপতি ডঃ রাজেন্দ্র প্রসাদ ২১ বন্দুকের স্যালুটের পরে ভারতের জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে ভারতীয় প্রজাতন্ত্রের ( Republic Day 2022 ) জন্মের ঐতিহাসিক ঘোষণা করেছিলেন। স্বাধীনতার ৮৯৪ দিন পর ভারত একটি সাধিনব রাষ্ট্র হয়ে ওঠে।