Republic day 2022: রাতে পতাকা উত্তোলন! নিয়ম মেনেই জাতীয় পতাকা উত্তোলন হল রাতে

প্রত্যুষা সরকার,  কলকাতা: চারিদিকে বাড়ছে করোনার প্রকোপ। তার মধ্যেই এই বছর উদযাপিত হল ২৬ জানুয়ারি ভারতের ৭৩ তম প্রজাতন্ত্র দিবস ( Republic day 2022 ) । সম্মান জানানো হচ্ছে গান্ধিজি, নেতাজী, ডঃ বি. আর.  আম্বেদকর এর মত দেশের মহাত্মাদের। ১৯৫০ সালের ২৬ জানুয়ারি দিনটিতে ডঃ বি. আর. আম্বেদকর রচিত স্বাধীন ভারতের সংবিধান গৃহীত হয়েছিল । এর আগে ২৬ জানুয়ারি দিনটি ১৯৩০ সালে ভারতে প্রথম স্বাধীনতা দিবস পালিত হয়েছিল। মূলত সেই দিনটিকে শ্রদ্ধা জানিয়েই ১৯৫০ সালের ২৬ জানুয়ারি দিনটিতেই পালন করা হয় প্রজাতন্ত্র দিবস ( Republic day 2022 )।  সারা দেশজুড়ে গর্বের সঙ্গে উড়ছে ভারতের জাতীয় পতাকা। সকালে পতাকা উত্তোলন করা হলেও  সূর্যাস্তের পর নামিয়ে রাখতে হয় জাতীয় পতাকা। তবে জানেন কি?  কয়েকটি নিয়ম মেনেই রাতেও তুলে রাখা যায় ভারতের মহান জাতীয় পতাকা।

Republic day 2022 : পতাকা উত্তোলনের নিয়ম

সূর্যাস্তের পরে কি জাতীয় পতাকা উত্তোলিত অবস্থায় রাখা যায়? এই প্রশ্নটিই ঘোরে সবার মনের মধ্যে। সংবিধানে পতাকা সংক্রান্ত নিয়মে ( Flag Code of India) বলা আছে, ফাঁকা জায়গায় পতাকা উত্তোলন করতে হলে, আবহাওয়া যেমনই হোক না কেন সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত তা উত্তোলিত রাখা যাবে। তবে বেলাশেষে সূর্য ডুবে গেলে নামিয়ে নিতে হবে জাতীয় পতাকা।

Republic day 2022: নিয়মভঙ্গ

সংবিধানে পতাকা সংক্রান্ত ( Flag Code of India) নিয়ম অমান্য করে কয়েক বছর আগে বর্ধমানের  শালিগ্রামে ঘটেছিল এক ঘটনা। শালিগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষক ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস ( Republic day 2022 ) উপলক্ষে জাতীয় পতাকা তুলেছিলেন। কিন্তু সূর্যাস্তের পর সেই পতাকা তারা নামাতে ভুলে যায়। এই ঘটনা নিয়ে হইচই পড়ে গিয়েছিল গোটা রাজ্যে। সাধারণ মানুষের দাবি ছিল সূর্যাস্তের পর পতাকা না  নামিয়ে অপরাধ করেছেন স্কুল কর্তৃপক্ষ। তবে আসল নিয়মটি হয়তো অনেকেই জানেননা, কয়েকটি নিয়ম মেনে রাতেও তুলে রাখা যায় আমাদের জাতীয় পতাকা।

Republic day 2022

Republic day 2022 : সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ

কয়েক বছর আগে পর্যন্ত বিধি অনুযায়ী স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবস, সহ অন্যান্য জাতীয় দিবস ছাড়া পতাকা উত্তোলন করার অনুমতি ছিল না সাধারন নাগরিকদের কাছে। ১৯৯৬ সালে শিল্পপতি এবং কংগ্রেস সাংসদ নবীন জিন্দালের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে জাতীয় পতাকা উত্তোলনের একটি মামলা দায়ের হয়েছিল। তা কারখানা চরিত্র জাতীয় পতাকা উত্তোলনের আপত্তি জানিয়েছিল সরকারি আধিকারিকরা। এরপর পাল্টা অভিযোগ জানিয়ে ২০০২ সালে নবীন জিন্দাল সাধারণ নাগরিকদের জাতীয় পতাকা ব্যবহারের অনুমতির জন্য সুপ্রিমকোর্টে আপিল করে। জয়ী হন নবীন জিন্দাল।

Republic day 2022 : নিয়ম সংস্করণ

কংগ্রেস সভাপতি নবীন জিন্দাল এর আপিলের ভিত্তিতে সুপ্রিম কোর্ট সাই দিয়ে ভারত সরকারকে পতাকা বিধি সংস্কারের নির্দেশ দেন। এরপর সেই নির্দেশ অনুযায়ী ভারত সরকারের ন্যাশনাল ফ্ল্যাগ কোড অফ কনট্রাস্ট ( National Flag Code of Contrast) পরিবর্তন করার করার পর ঠিক হয় যেকোনদিনই যেকোন ভারতবাসী জাতীয় পতাকা তুলতে পারবে।

Republic Day 2022

Republic day 2022 : তবে শর্ত আছে ঢের

২০০৯ সালে আবারও ভারতবর্ষের পক্ষ থেকে প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের নেতৃত্বে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক রাতেও জাতীয় পতাকা উত্তোলনের অধিকার চেয়ে চিঠি দেয় নবীন জিন্দাল। সেই চিঠির জবাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক শর্তসাপেক্ষ ভাবে রাতেও জাতীয় পতাকা উত্তোলনের ছাড়পত্র দিয়েছিলেন। তবে ঐ ছাড়পত্রে উল্লেখ করা ছিল তিনটি শর্ত।

প্রথম শর্ত হলো, অবশ্যই প্রতিবাদ অন্যদের জাতীয় পতাকা লাগানো হবে তা ১০০ ফুট উঁচু হতে হবে। দ্বিতীয় শর্ত অনুযায়ী, পতাকার উপর ও আশেপাশে যথেষ্ট আলো থাকতে হবে।এবং তৃতীয় শর্তটি হলো, অবশ্যই বিকল্প বিদ্যুতের ব্যবস্থা রাখতে হবে কারণ যদি বিদ্যুৎ চলে যাওয়ার সম্ভাবনা থাকে। তাহলে যাতে জাতীয় পতাকা কোনভাবেই অন্ধকারে না থাকে। বিশেষ এই কয়েকটি শর্ত মেনেই স্বাধীন ভারতের স্বাধীন নাগরিক হিসাবে গর্বের সাথে রাতেও জাতীয় পতাকা উত্তোলন করতে পারবেন।




Leave a Reply

Back to top button