Republic Day 2022 : ২ বছরেরও বেশি সময় ধরে তৈরি করা হয়েছিল আমাদের ভারতীয় সংবিধান, জেনে নেওয়া যাক এমনই কিছু অজানা তথ্য

রাখী পোদ্দার, কলকাতা : দীর্ঘ আন্দোলনের পর ১৯৪৭ সালের ১৫ই আগস্ট প্রায় দুশো বছরের ইংরেজ শাসনের সূর্যাস্ত ঘটায় ভারতীয় বীর বিপ্লবীরা। স্বাধীনতার স্বাদ পেলেও ভারতের নিজস্ব কোনও স্থায়ী সংবিধান না থাকায় ব্রিটিশ সরকার প্রণোদিত ১৯৩৫ সালের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টের সংশোধিত সংস্করণ অনুযায়ী স্বাধীন ভারত শাসিত হত। ভারতের প্রথম সংবিধান রচনার জন্য ১৯৪৬ সালের ৯ই ডিসেম্বর ২০৭ জন সদস্যকে নিয়ে তৈরি হয়েছিল গণপরিষদ। এই সভার নেতৃত্ব দিয়েছিলেন ‘ভারতীয় সংবিধানের রূপকার’ ভীম রাও আম্বেদকর ( Bhim Rao Ambedkar)।

আরও পড়ুন- https://thebengalichronicle.com/republic-day-2022-constitutional-proposal-and-impact-of-leaders/

এরপরে নানান আলাপ আলোচনার মধ্যে দিয়ে ১৯৪৯ সালের ২৬শে নভেম্বর গণপরিষদ কর্তৃক রচিত সংবিধান গৃহীত হয়। এরপরে ১৯৫০ সালের ২৬শে জানুয়ারি তারিখ থেকে এই সংবিধান কার্যকরী হয় এবং সেই সূত্র ধরেই ২৬শে জানুয়ারি পালন করা হয় প্রজাতন্ত্র দিবস ( Republic Day 2022)। ১৯৫০ সালের এই প্রজাতন্ত্র দিবসের ( Republic Day 2022) দিনেই স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি হিসেবে ড. রাজেন্দ্র প্রসাদ ( Rajendra Prasad) শপথগ্রহণ করেছিলেন গভর্নমেন্ট হাউসের দরবার হলে।

Republic day 2022

Republic Day 2022 : প্রজাতন্ত্র দিবস

প্রত্যেক ভারতবাসীর কাছে প্রজাতন্ত্র দিবস ( Republic Day 2022) ভীষণ গুরুত্বপূর্ণ একটি দিন। ভারতীয় সংসদীয় গণতন্ত্রের অন্যতম ভিত হল এই সংবিধান। প্রজাতন্ত্র দিবস হল এই সংবিধান উদ্‌যাপনের দিন। ভারতীয়দের গর্বের দিন। ভারতীয় সংবিধান যে পৃথিবীর বৃহত্তম সংবিধান তা আমাদের সকলেরই জানা। প্রজাতন্ত্র দিবস ( Republic Day 2022) উপলক্ষে রইল ভারতীয় সংবিধানের কিছু গুরুত্বপূর্ণ ঐতিহাসিক তথ্য।

Republic Day 2022 : সংবিধান রচনার অজানা তথ্য

ভারতীয় সংবিধান লিখতে সময় লেগেছিল ২ বছর, ১১ মাস এবং ১৮ দিন। এই সংবিধানে ইংরেজিতে মোট ১,৪৬,৩৮৫ টি শব্দ রয়েছে।ভারতীয় সংবিধান লেখা হয়েছিল ইংরেজি ও হিন্দিতে। ভারতীয় সংবিধান ( Indian Constitution) পৃথিবীর সবচেয়ে বড় সংবিধান। এটি টাইপরাইটারে টাইপ করে তৈরি করা হয়নি। বরং এটি হল সম্পূর্ণ হাতে লেখা সংবিধান। এই সংবিধান নিজে হাতে লিখেছিলেন প্রেম নারায়ণ রাইজাদা ( Prem Narayan Raizada)।

বলে রাখা ভাল, প্রতিটি পাতা সাজানোর ক্ষেত্রে বড় ভূমিকা নিয়েছিলেন রাম মনোহর সিনহা ( Ram Manohar Sinha) এবং আমাদের বাংলার নন্দলাল বসু ( Nandalal Basu)। সব দেশেই যে সংবিধান ছাপার অক্ষরে লেখা রয়েছে এমন নয়। ব্রিটেন, ইজরায়েল, লিবিয়া, নিউজিল্যান্ড, ওমান, সৌদি আরবের মতো দেশে সেই অর্থে কোনো লিখিত সংবিধানের চল নেই।

আরও পড়ুন- https://thebengalichronicle.com/republic-day-2022-national-flag-of-india-can-be-lifted-at-night/




Leave a Reply

Back to top button