Coronavirus Update in India : দেশে সংক্রমণের গ্রাফ খানিক নিম্নমুখী, তবে বাড়ছে মৃত্যু

ভারতে করোনা ভাইরাস সংক্রমনের গ্রাফ বেড়ে চলেছে ক্রমেই( Coronavirus Update in India )। দিনে আক্রান্ত- এর সংখ্যা যেমন বাড়ছে তেমনই বাড়ছে ওমিক্রণ নিয়ে উদ্বেগও। যদিও আজ দেশে খানিকটা কমলো সংক্রমণ। তিন লক্ষ থেকে দুই লক্ষে নামলো করোনা গ্রাফ( Coronavirus Update in India )। যদিও প্রতিদিন ভ্যাক্সিনের ডোজের পরিমাণ বাড়ানো সত্ত্বেও কেন সংক্রমণ বাড়ছে এই নিয়ে প্রশ্ন আসছে উপর মহল থেকেও। সারা দেশ জুড়ে বাড়ছে আক্রান্ত রোগীর( Active Cases in India ) পরিমাণও। বাড়ছে মৃত্যুর হার সাথে অ্যাক্টিভ কেস। অনেকেই দুটো ডোজ নিয়েছেন করোনা থেকে বাঁচতে। তবু রেহাই নেই তাদেরও। যারা ডবল ভ্যাকসিন( Coronavirus Vaccination Rate in India ) নিয়েছেন তাঁরাও সমান ভাবেই আক্রান্ত হচ্ছেন করোনা অথবা ওমিক্রণ- এ। ইতিমধ্যেই ভারতে আংশিক লকডাউন করা হয়েছে। মানা হচ্ছে দুরত্ববিধি। তবু কমছেনা সংক্রমণ। আজ ভারতে দৈনিক করোনা সংক্রমণ( know Coronavirus Update in India ) কত জেনে নিন।

Coronavirus Update in India
Corona cases in west bengal

দেশে Coronavirus Update

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী গত ২৪ঘণ্টায় নতুন করে দেশে করোনা আক্রান্ত হয়েছেন ( Coronavirus Update in India )২লক্ষ ৮৬হাজার ৩৮৪জন। এই নিয়ে এখনও অবধি দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪,৩৭,০১,৫০০জন । এদের মধ্যে সুস্থ হয়েছেন ৩,৭৬,৭৭,৩২৮জন । গত ২৪ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩,০৬,৩৫৭জন। আর টি পিসি আর পরীক্ষার পর নতুন করে করোনা ধরা পড়েছে ২,৮৬,৩৮৪জন। দেশে মৃত্যু হয়েছে ২৪ ঘণ্টায় ৫৭৫জনের। দেশে মোট মৃত্যুর সংখ্যা ৪লক্ষ ৯১হাজার ৭২৯জন। অর্থাৎ মৃত্যু হার ১.২৯শতাংশ। পাশাপাশি দেশে করোনা থেকে সেরে উঠেছেন এখনও ৩,৭৬,৭৭,৩২৮জন। অর্থাৎ সুস্থতার হার ৯৮.৭১ শতাংশ।এখনও অবধি চিকিৎসাধীন রয়েছে ২২,০২,৪৪৩জন।

ভারতের বিভিন্ন জেলায় Coronavirus Update

ইতিমধ্যেই করোনা ভারতের বিভিন্ন রাজ্য থেকে জেলায় ছড়িয়ে পড়ছে হুহু করেই। গত ২৪ ঘণ্টায় করোনার (Coronavirus) কবলে পড়েছেন ৪,৪৯৪ জন। এর মধ্যে কলকাতায় আক্রান্ত ৫৯১ জন। এদিনও সংক্রমণের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা। একদিনে সেখানে ৫৮৩ জন আক্রান্ত হয়েছেন। দক্ষিণ ২৪ পরগনায় একদিনে সংক্রমিত হয়েছেন ৪২৩ জন। হাওড়া ও হুগলিতে ২৪ ঘণ্টায় আক্রান্ত যথাক্রমে ১৪৪ ও ২০৯ জন। তবে দার্জিলিংয়ে আবারও বেড়েছে সংক্রমণ। সে জেলায় একদিনে সংক্রমিত ৩২২ জন। ফলে রাজ্যে মোট করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে হল ১৯ লক্ষ ৭৪ হাজার ২৮৫ জন। বর্তমানে রাজ্যের পজিটিভিটি রেট কমে হল ৭.১২ শতাংশ

রাজ্যে Coronavirus Update

গত ২৪ ঘণ্টায় রাজ্যজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৯৬৯ জন। গতকাল এই সংখ্যাটা ছিল ৪৪৯৪ জন।গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩৪ জনের। গতকাল ছিল ৩৬ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনা রোগীর সংখ্যা বেড়ে হল ১৯,৭৯,২৫৪ জন।

আরও বলুন : Alien News Viral : পুরুষদের প্রেম আর পোষাচ্ছেনা! এই বিখ্যাত অভিনেত্রী মজেছেন এলিয়েনের প্রেমে




Leave a Reply

Back to top button