5G Trial : ভারতে চলে আসল ৫জি! ডাউনলোড হচ্ছে চোখের নিমেষে

রাখী পোদ্দার, কলকাতা : ভারতে নেটওয়ার্কের ক্ষেত্রে ৫জি ( 5G Trial) প্রযুক্তির পরীক্ষা-নিরীক্ষা প্রায় শেষের পথে। এবার ব্রডব্যান্ডের জন্যও শুরু হল ৫জি ট্রায়াল ( 5G Trial)। জানা গিয়েছে বৃহস্পতিবার, গুজরাটের ( Gujarat) আজল ( Ajal) গ্রামে গ্রামীণ ব্রডব্যান্ডের জন্য ৫জি ট্রায়াল ( 5G Trial) শুরু হয়েছে। এর জন্য গান্ধীনগরের উনাভা শহর থেকে প্রায় ১৭ কিলোমিটার দূরে একটি বেস ট্রান্সসিভার স্টেশন ইনস্টল করা হয়েছে। ইকোনমিক টাইমসের (ET) এর রিপোর্ট অনুযায়ী, ট্রায়ালের জন্য দুটি বেসরকারী মোবাইল সার্ভিস প্রোভাইডার সংস্থা টেলিকমিউনিকেশন বিভাগ (DoT) আধিকারিকদের সাথে আজল গ্রামে পৌঁছেছে। রিপোর্টে বলা হয়েছে, ট্রায়ালে সর্বোচ্চ ১০৫.৪৭ এমবিপিএস ডাউনলোড স্পিড এবং ৫৮.৭৭ এমবিপিএস আপলোড স্পিড পাওয়া গিয়েছে।

5G Trail : ৫জি কি এবং এর প্রয়োজনীয়তা –

পৃথিবীতে প্রতিটি জিনিসের মতোনই মোবাইল ( mobile) প্রযুক্তির বিবর্তন ঘটেছে বহুবার। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচিত প্রযুক্তি হল ৫জি ( 5G Trial)। সেলুলার টেকনোলজি গুলোর নাম হিসেবে বিভিন্ন টেকনিক্যাল টার্ম ব্যবহার করা হলেও সাধারণ গ্রাহকদের বুঝার সুবিধার্থে এগুলোকে বিভিন্ন প্রজন্মে বা জেনারেশনে ভাগ করা হয়েছে। যেমন দ্বিতীয় প্রজন্মের নেটওয়ার্ককে গ্ৰাহকদের সুবিধার্থে ২জি ( 2G) এবং তৃতীয় প্রজন্মের নেটওয়ার্ককে ৩জি ( 3G) বলা হয়। তেমনই পঞ্চম প্রজন্মের নেটওয়ার্ককে বলা হয় ৫জি ( 5G Trial)।

5g-trial

5G Trail : স্পিড –

২জি যেখানে প্রথম দুইটি মোবাইল মধ্যে টেক্সট ম্যাসেজ ( Text Massege) পাঠানো সম্ভব হয়েছিল। এরপরে এসেছিলো ৩জি, যা টেক্সট ম্যাসেজ, কল ( call), ইন্টারনেট ( Internet) ইত্যাদি ব্যবস্থা আগের তুলনায় একটু উন্নত হয়েছিল। ৪জিতে ৩জির সব সুবিধাই বিদ্দমান, শুধু আরো স্পীড ( Speed) বৃদ্ধি করে দেওয়া হয়েছে, যাতে সহজেই যেকোনো বড় সাইজের ফাইল শেয়ার এবং একসাথে অনেক গুলো ডিভাইজ কানেক্ট করা সম্ভব হয়। এরপরে ৪জিকে আরো দ্রুত করার জন্য সামনে আসে, ৫জি।

আরও পড়ুন- https://thebengalichronicle.com/republic-day-2022-a-girl-leads-procession-daughter-of-mysore-tea-seller/

5G Trail : একাধিক ব্যবহারিক ক্ষেত্রে ৫জি ট্রায়াল –

জানা গিয়েছে আজলে পরিচালিত ৫জি ট্রায়াল ( 5G Trial) একাধিক ব্যবহারিক ক্ষেত্রেও পরীক্ষা করা হচ্ছে। এই ব্যবহারিক ক্ষেত্রগুলির মধ্যে রয়েছে ভার্চুয়াল রিয়েলিটি (VR) কানেক্টেড ক্লাসরুম, ৩৬০ ডিগ্রি ক্যামেরা রিয়েল-টাইম ভিডিও স্ট্রিম ইত্যাদি। ভার্চুয়াল রিয়েলিটি (VR) কানেক্টেড ক্লাসরুমে শিক্ষার্থীরা দুই হাজার কিলোমিটার দূরে বসে থাকলেও তাদের শিক্ষকের সাথে সরাসরি প্রতিক্রিয়া জানাতে সক্ষম হবে। এছাড়া ইউজারদের জন্য একটি ৩৬০ ডিগ্রি ডিজিটাল অভিজ্ঞতা সম্পন্ন ৫জি ( 5G Trial) ইমারসিভ গেমিং বিষয়ক পরীক্ষাও করা হচ্ছে বলে জানা গিয়েছে।

 

5g-trial

গত নভেম্বরে ডিওটি টিম গান্ধীনগর মহাত্মা মন্দির সাইটে ৫জি ইন্টারনেটের পরীক্ষা করেছিল। যেখানে ইন্টারনেটের গতি ছিল ১.৫জিবিপিএস। ৪জি ( 4G) যা সরবরাহ করতে পারে তার চেয়ে ১০০ গুণ বেশি দ্রুত।

আরও পড়ুন- https://thebengalichronicle.com/cancer-patient-to-donate-hair-by-panvel-girl-nakshatra/

 




Leave a Reply

Back to top button