Union Budget 2022 : আশা কি পূরন হল নাকি পকেট কাটল সাধারণ মানুষের, একনজরে বাজেটের ভাল-খারাপ

প্রত্যুষা সরকার, কলকাতা: লোকসভায় বাজেট ( Union Budget 2022 ) পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। প্রতিবছর বাজেট পেশ করার পর সাধারণ মানুষের মনে একটাই কথা জানার , কোন কোন জিনিসের দাম কমলো আর কোন কোন জিনিসের দাম বাড়লো তার খবর। চলুন এনজরে দেখে নেওয়া যাক, বাজেটের ভাল খারাপ।

Union budget 2022

Union Budget 2022: অর্থমন্ত্রীর ঘোষণা

এদিন লোকসভায় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তাঁর বাজেট বক্তৃতায় ঘোষণা করেন, ২০২২-২৩ সালের জন্য বাজেটে ( Union Budget 2022 ) জনসাধারণের বিনিয়োগের মাধ্যমে দেশের সামগ্রিক অর্থনীতির ভিত্তি তৈরি করা হবে। কারণ, ইতিমধ্যেই এশিয়ার তৃতীয় বৃহত্তম দেশ কোভিড-১৯ মহামারীর জন্য তৈরি হওয়া অর্থনৈতিক মন্দা থেকে বেরিয়ে এসেছে। তিনি আরও জানান, ‘গত দুই বছরে বাজেটে বেশকিছু শুল্ক ছাড় এর কথা ঘোষণা করা হয়েছিল। এই বাজেট ( Union Budget 2022 )- এও সেই প্রবণতাকেই এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে ‘। প্রায় ৩৫০ টিরও বেশি পণ্যকে পর্যায়ক্রমে শুল্ক ছাড়ের আওতায় আনা হয়েছে। যার মধ্যে রয়েছে কিছু কৃষিজাত পণ্য রাসায়নিক কাপড় চিকিৎসা যন্ত্র এবং ওষুধ।

 Union Budget 2022: নতুন বাজেট

Union budget 2022

নতুন কেন্দ্রীয় বাজেটে ( Union Budget 2022) শিল্পের বেশকিছু ক্ষেত্রে কর বাড়িয়েছে কেন্দ্র। আবার কিছু কিছু ক্ষেত্রে শুল্ক ছাড় দেওয়া হয়েছে। এর ফলে কিছুকিছু জিনিসের ক্ষেত্রে করের বোঝা কমে যেমন সস্তা হয়েছে। পাশাপাশি বেড়েছে বেশকিছু দ্রব্যের দামও। আসুন জেনেনি এই বাজেট ( Union Budget 2022 ) এর পর কোন কোন পণ্যের দাম কমলো আর কোন গুলির দামই বা বাড়লো।

Union Budget 2022 : বাজেটের সস্তা পণ্যগুলি

কেন্দ্রীয় বাজেট ২০২২-২৩ ( Union Budget 2022 ) অনুযায়ী পালিশ করা হীরের শুল্ক কমিয়ে করা হয়েছে পাঁচ শতাংশ। যার ফলে দাম কমবে হিরে এবং হীরের গহনার। একইসাথে দাম কমছে ইমিটেশনের গহনারও। দাম কমতে চলেছে পোশাক ও গ্রহ রত্নের। সস্তা হচ্ছে মোবাইলফোন, সাথে চার্জারের। দাম কমবে কৃষি যন্ত্রপাতি এবং বিদেশ থেকে আনা বিভিন্ন যন্ত্রপাতির। একই সাথে সস্তা হচ্ছে চামড়াজাত দ্রব্য,ফলে কমবে চামড়ার জুতো, চামড়ার ব্যাগ, বেল্ট ইত্যাদির দামও।‌ পাশাপাশি কমছে পেট্রোপণ্য যেমন কেরোসিন ডিজেল জ্বালানি জ্বালানি তেল গ্যাসোলিন তরল পেট্রোলিয়াম গ্যাস ও তরল প্রাকৃতিক গ্যাসের দামও।

Union Budget 2022: বাজেট অনুযায়ী দামি পণ্য

Union budget 2022

অন্যদিকে,বাজেট ( Union Budget 2022 ) এ দাম বাড়ছে ইস্পাত জাতীয় দ্রব্যের, যার ফলে দাম বাড়বে স্টিলের বাসনের। একই সাথে বাড়ছে বিদেশ থেকে আমদানিকৃত ছাতার দাম। আর এই সব নিয়েই সেজে উঠেছে Union Budget 2022।

আরও পড়ুন : Kangana Ranaut : রিয়ালিটি শো হোস্ট কুইন নিজে! বিতর্ক সৃষ্টির সম্ভবনা চরমে




Leave a Reply

Back to top button