Kanhai Kumar: মুখে কালি! তীব্র অসন্তোষে কংগ্রেড কানহাইয়া, উওপ্ত লখনউয়ের রাজনীতি

অহেলিকা দও, কলকাতা : কংগ্রেসের যুব নেতা ( The young leader of the Congress) তথা জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের প্রাক্তন সভাপতি ( former president of the student parliament of Jaharlal Nehru University) কানহাইয়া কুমারকে ( Kanhai Kumar) লক্ষ করে কালি ছোঁড়া হয়। উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে ( UP Assembly Poll 2022) এইবারের কংগ্রেসের তারকা প্রচারক কানহাইয়া কুমার ( Kanhai Kumar)। মঙ্গলবার লখনউয়ের ( Lucknow) একটি কংগ্রেস ( Congress) কার্যালয়ে এই ঘটনা ঘটেছে। তবে কংগ্রেস নেতাদের দাবি অ্যাসিড ( Acid) ছোঁড়া হয়েছিল কালি নয়।
Kanhai Kumar – মতাদর্শ পরিবর্তনের গল্প
কানহাইয়া কুমার ( Kanhai Kumar) ছিলেন বামপন্থী রাজনীতির লোক। সিপিআইয়ের ছাত্র শাথা এআইএফরে সক্রিয় সদস্য ছিলেন তিনি। দিল্লির তথা জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সভাপতি থাকা কালীন তাকে হাজতবাস করতে হয়েছিল। ২০১৯ সালের লোকসভায় সিপিআইয়ের হয়ে বিহারের বেগুসরাই আসন থেকে নির্বাচনে হেড়ে গিয়েছিলেন তিনি। সম্প্রতি তিনি যোগ দিয়েছেন কংগ্রেসে। বারবার আদর্শ নিয়ে কথা বলা লোকটি নিজের রং পরিবর্তন করায় অনেকে বিস্মিত হয়েছিলেন। তবে তিনি বলেছিলেন, “আদর্শ ও চিন্তাধারাটাই আসল প্রতিষ্ঠান নয়। পরিবর্তন মহাবিশ্বের একটি ধ্রুবক”। রং পরিবর্তনের সাথে সাথে নিজের সাফাইও দিয়ে দিয়েছিলেন তিনি। রাজনৈতিক বিশ্লেষকদের মত ছিল, “কানহাইয়া কুমার সর্বভারতীয় রাজনীতিতে পরিচিত মুখ এবং তিনি ঘোষিত বিজেপি বিরোধী। বারাবার বিজেপির বিরুদ্ধে তীব্র ভাষায় কথা বলেছেন তিনি। বিজেপির বিরুদ্ধে লড়াই করার জন্যই তাঁর প্রয়োজন ছিল একটি মাধ্যমের আর সিপিআইয়ের মতো ক্রমশ পিছিয়ে পড়া দলে থেকে সেই লড়াই সম্ভব নয়, সেই ক্ষেত্রেই কংগ্রেসকে বেছে নেওয়া ছাড়া তাঁর কাছে আর কোন উপায়ও ছিল না”।
Kanhai Kumar – উওপ্ত লখনউয়ের রাজনীতি
উওরপ্রদেশ কংগ্রেস কমিটির অফিসে ( In the office of the Upper Provincial Congress Committee) দলের আয়োজিত একটি ‘যুব সংসদ’-এ ভাষণ দিচ্ছিলেন কানহাইয়া কুমার ( Kanhai Kumar)। তখনই এইরকম চাঞ্চল্যকর ঘটনা ঘটে। এক কংগ্রেস নেতা জানান, “যুবক কানহাইয়া কুমারের উদ্দেশ্যে যিনি রাসায়নিক ছোঁড়েন তাঁর নাম দেবাংশ বাজপেয়ি”। ঘটনা সূত্রে খবর, অ্যাসিড কানহাইয়া কুমারের গায়ে লাগেনি ঠিকই তবে আশেপাশে থাকা দুই চার জনের গায়ে ওই অ্যাসিডের কয়েক ফোঁটা ছিটকে পড়েছিল। কানহাইয়া কুমারের দিকে অ্যাসিড ছোঁড়ার চেষ্টা করা হলে যুব কংগ্রেস এবং এনএসইউআইয়ের লোকজন মিলে তাঁকে ধরে ফেলেন। পুলিশের হেফাজতে জিজ্ঞাসাবাদও করা হয়েছে ওই যুবককে। ভোটমুখী রাজ্যে এই ধরনের ঘটনা ঘটায় উওপ্ত লখনউয়ের রাজনীতি। লখনউ সেন্ট্রাল আসনের সদফ জাফরের সমর্থনে প্রচার এবং তাঁর মনোনয়ন জমা দেওয়ার মিছিলে সামিল হয়েছিলেন কানহাইয়া কুমার। এই মিছিলে ভোটও চান মানুষদের কাছে। সেখানে কানহাইয়া বলেছিলেন, “পুরনো লোকেজন কংগ্রেস ছেড়ে চলে যাচ্ছেন কিন্তু নতুন মানুষ দলে অন্তর্ভুক্ত হয়েছেন”।
আরও পড়ুন : Bollywood News : মাংস ছেড়ে সবজি প্রেম! এই বলি অভিনেত্রীদের খাদ্যাভ্যাস জানলে অবাক হবেন