Cyber crime : লিঙ্কে ক্লিক! ভিডিও লিক! আতঙ্কে তরুনী

প্রত্যুষা সরকার, কলকাতা: বিগত দুবছর ধরে করোনার প্রকপের জন্য প্রায় সবকিছুই এখন অনলাইন ( online ) বাজার করা থেকে ব্যাংকিং পড়াশোনা এমনকি চিকিৎসাও এখন ডিজিটাল এর মাধ্যমে। ডিজিটাল যুগে যেমন মানুষের সুবিধা হচ্ছে তেমনি অনলাইনের মাধ্যমে বাড়ছে  ফ্রড, হ্যাকিং যাকে এক কথায় বলে সাইবার ক্রাইম  ( cyber crime )  নানারকম লিংকের মাধ্যমে বিপদের জড়ানো হচ্ছে সাধারণ মানুষকে । ফোনে আসেন লিঙ্ক ( cyber crime )  ক্লিক করলেই বিপত্তি। যে ব্যক্তি লিঙ্ক ( cyber crime )  ক্লিক করছেন তারি মুখ ‘পর্ন ফুটেজ’ তৈরি করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার হুমকি। এমনই এক চাঞ্চল্যকর ঘটনার অভিযোগ উঠেছে এক তরুনীর কাছ থেকে।

Cyber crime

Cybar crime: তরুনীকে হুমকি

ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে। জানা গেছে অভিযোগকারী ওই তরুণী ব্যারাকপুরেরই বাসিন্দা। তাঁর অভিযোগ, প্রথমে তার ফোনে একটা লিংক আসে। সেটি ক্লিক করতেই তাকে বলা হয় যে তিনি প্রচুর টাকা ঋণ নিয়েছেন। এবং তাঁকে এখনই সেটা মেটাতে হবে। প্রথমে সেই হুমকিতে পাত্তা দেয়নি ওই তরুণী। এরপরই তাকে পাল্টা হুমকি দেওয়া হয়, যে টাকা না দিলে তাঁর ছবি বিকৃত করে ‘পর্ণ ফুটেজ’ তৈরি করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করা হবে।

Cyber crime: পর্ণ ফুটেজ এর মধ্যে ছবি ভাইরাল

এর পরও যখন তরণী তাদের কথায় রাজি না হয়। তখনই তাঁর ছবি কে বিকৃত করে ‘ নিল ছবিতে ‘ তাঁর মুখ বসিয়ে পরিবার , অফিসের সহকর্মী এবং পরিচিতদের মধ্যে ছড়িয়ে দেয় ওই অভিযুক্ত। ঘটনাটির ( cyber crime ) পর মানসিকভাবে ভেঙে পড়েন অভিযোগকারী ওই তরুণী। এরপর তিনি ঘটনাটি সম্পর্কে টিটাগর থানা এবং ব্যারাকপুর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে শুরু হয়েছে তদন্ত। তবে এখনো ওই অভিযুক্তের কোনো সন্ধান পাওয়া যায়নি। অন্যদিকে, ঘটে যাওয়া ওই ঘটনার আতঙ্কে এখনো দিন কাটছে তরুণীর।

আরও পড়ুন- বসন্ত পঞ্চমীতেই কেনো সরস্বতী পুজো, জেনেনিন গোপন ইতিহাস –  https://thebengalichronicle.com/saraswati-puja-2022-why-worshiped-on-basant-panchami/




Leave a Reply

Back to top button