Lata Mangeshkar : সুরের সমাপ্তি, ৯২ বছরে প্রয়াত বর্ষীয়ান সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকর

শারীরিক অবনতি এবং তারপর রাখা হয়েছিল ভেন্টিলেশনে। কিন্তু পরিস্থিতি যে হাতের বাইরে পৌঁছে যাবে তা হয় তো আগে থেকে ভেবে উঠতে পারেননি কেউই। সরস্বতী দেবীর বন্দনা শেষ করে মানুষ যখন আবার তাঁদের দৈনিক জীবনে প্রত্যাবর্তন করছেন, এমতাবস্থায় খবর এলো বাস্তবের এক দেবীর প্রয়াণের। হাসপাতাল তরফে জানা গেল, এই দেশ তথা এই বিশ্ব হারিয়েছে সঙ্গীতের দেবীকে। ৯২ বছর বয়সেই মৃত্যু হয়েছে সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকরের ( Lata Mangeshkar ) ।

উল্লেখ্য, করোনা আক্রান্ত হয়ে জানুয়ারি মাসে ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছিল শিল্পীকে ( Lata Mangeshkar ) । চিকিৎসকদের নজরদারিতে আসার পরই জানা যায়, করোনার পাশাপাশি নিউমোনিয়াতেও আক্রান্ত হয়েছেন লতা মঙ্গেশকর। একে করোনার কামড় তারমধ্যে আবার নিউমোনিয়ার প্রভাব। শিল্পীকে ( Lata Mangeshkar ) শারীরিকভাবেই দুর্বল করে তোলে অনেকটা। ফলত, সেই সময় থেকে তাঁকে নিয়ে চিকিৎসকদের মধ্যে তৈরি হয় উদ্বিগ্ন পরিস্থিতি। তবে পরে সময়ের হাত ধরে পরিস্থিতি হয়ে ওঠে কিছুটা ইতিবাচক।

Lata Mangeshkarজানুয়ারি মাসে শেষের দিকে তিনি কোভিড ও নিউমোনিয়া উভয় রোগ থেকেই আরোগ্য লাভ করেন। তখনকার মতো বেশ অনেকটাই চিন্তামুক্ত হন শিল্পীর চিকিৎসকেরা। তবে সঙ্গীতশিল্পীর শারীরিক পরিস্থিতির উপর নজর রাখার জন্য তাঁকে হাসপাতালে রাখার সিধান্ত নেন চিকিৎসকেরা। তবে সম্প্রতি আবার তাঁর ( Lata Mangeshkar ) শারীরিক পরিস্থিতিতে দেখা যায় অবনতি। সময়ের গুরুত্বকে বুঝে হাসপাতালের ভেন্টিলেটরে রাখা হয় সঙ্গীতশিল্পীকে। কিন্তু, যথাযথ ব্যবস্থা নেওয়া সত্ত্বেও আসেনি কোনও ইতিবাচক সময়। মৃত্যুর সঙ্গে পাঞ্জা খেলায় হার স্বীকার করে নেন শিল্পী। তাঁর হারের সাথে সাথেই মানুষও হারিয়ে ফেলে সুরের দেবীকে।

আরও পড়ুন….saraswati pujo : বাগদেবী শুধুই নয় বিদ্যার দেবী, বিভিন্ন রূপে জেনে নিন সরস্বতীকে

প্রসঙ্গত, ১৯৪৮ সালে প্রথম মুম্বাইতে হিন্দি ছবিতে গানের সুযোগ পান তিনি। তারপর কেটে গেছে বেশ কয়েকটা যুগ। সুরের এক মসৃণ যাত্রা পথ যা তাঁকে পৌঁছে দিয়েছে সেরার সেরা উপাধিতে। সুরের মাধ্যমেই কোটি কোটি মানুষকে করেছেন মন্ত্রমুগ্ধ। এই বাস্তব জীবন থেকে তিনি ( Lata Mangeshkar ) হারিয়ে গেলেও, মানুষের মনের অন্দরে তাঁর বাস চিরকালের। তাঁর সুর, তাঁর গান মানুষকে মন্ত্রমুগ্ধ করে রাখবে চিরকাল। আজ তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমেছে গোটা দেশ জুড়ে। সঙ্গীত জগতের এক বিরাট পরিসর এখন খাঁ খাঁ করছে শূন্যতায়। আর বলা বাহুল্য, এই শূন্যতা কোনও দিনই ভরাট হওয়ার নয়।

 

 




Leave a Reply

Back to top button