NTPC Recruitment 2022 : রয়েছে ১১৭টি শূন্য পদ, আবেদন করলেই মিলতে পারে নামী প্রতিষ্ঠানে চাকরি

মহা নিয়োগ করতে চলেছে ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন লিমিটেড (National Thurmal Power Corporation Limited)। ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন লিমিটেডের পক্ষ থেকে সম্প্রতি একটি বিজ্ঞতি প্রকাশ করে মাইনিং ওভারম্যান ও মাইনিং সির্ডার পদে নিয়োগের কথা ঘোষণা করা হয়েছে। আগ্রহিরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইট ntpc.co.in থেকে আবেদন করতে পারবেন। কারা, কোন পদের জন্য যোগ্য এই বিষয়ে রইল বিস্তারিত

NTPC Recruitment 2022 আবেদনের তারিখ

সংস্থা সূত্রে জানা গিয়েছে, উল্লিখিত পদের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ চলছে। আগামী ১৫ই মার্চ রাত ১১টা ৫৯মিনিট পর্যন্ত চলবে এই আবেদনপত্র গ্রহণের কাজ। প্রতিষ্ঠানের অনলাইন পোর্টাল মাধ্যমেই সমস্ত আবেদন গৃহীত হবে। বাহ্যিক কোনও সূত্র মারফৎ আসা আবেদন গৃহীত হবে না বলে জানিয়েছে NTPC। এছাড়াও, প্রতিষ্ঠান নিয়োগ সংক্রান্ত বিষয়ে সিধান্ত পরিবর্তন করলে তা আবেদন প্রার্থীদের নোটিশ মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। ভারতের যে কোনও প্রান্তের প্রার্থীরা পদের জন্ন আবেদন করতে পারবেন।

NTPC Recruitment 2022NTPC Recruitment 2022 নিয়োগ সংক্রান্ত তথ্য

ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন লিমিটেড (National Thermal Power Corporation Limited) দ্বারা প্রকাশিত বিজ্ঞপ্তিতে পদ ও নিয়োগ সম্পর্কে জানানো হয়েছে একাধিক তথ্য। মাইনিং ওভারম্যান ও মাইনিং সির্ডার পদে নিয়োগের কথা ঘোষণা করেছে সংস্থা। আপাতত মোট ১১৭টি শূন্যপদ ( NTPC Recruitment 2022 ) রয়েছে বলেই জানা গিয়েছে প্রতিষ্ঠান তরফে। মাইনিং ওভারম্যান পদে খালি রয়েছে ৭৪টি পদ ও মাইনিং সির্ডার পদে পড়ে রয়েছে ১০৩টি পদ।

NTPC Recruitment 2022 আবেদনে যোগ্যতা

মাইনিং ওভারম্যান পদের জন্য আবেদন করতে আবেদনকারীদের প্রয়োজন ডিজিএমএস দ্বারা জারি করা CMR-এর অধীনে ওভারম্যান সার্টিফিকেট সহ একটি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাইনিং ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা। পাশাপাশি, মাইনিং সির্ডার পদে আবেদনের জন্য প্রয়োজন ডিজিএমএস দ্বারা জারি করা সির্ডারের সার্টিফিকেট এবং সেন্ট জনস অ্যাম্বুলেন্স অ্যাসোসিয়েশন দ্বারা জারি করা ফার্স্ট এইড সার্টিফিকেট সহ হতে হবে দশম শ্রেণী উত্তীর্ণ।

আরও শিক্ষাগত যোগ্যতার বিবরণের জন্য অনুগ্রহ করে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে যান।

আরও পড়ুন Job Opportunities: কেন্দ্রীয় মন্ত্রণালয়ে মিলবে চাকরির সুযোগ, আবেদন করুন আজই

NTPC Recruitment 2022 আবেদন পদ্ধতি

শূন্য পদে আবেদন করার জন্য আবেদনকারীকে প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইট ntpc.co.in গিয়ে হোম পেজে থাকা “Career”- অপশনে ক্লিক করতে হবে। এরপর “Apply”-অপশনে ক্লিক করে “Recruitment of Mining Overman and Mining Sirdar on Fixed Term basis for Coal Mining Projects through Coal Mining Headquarters” লিঙ্কে ক্লিক করতে হবে। তারপর স্ক্রিনের সামনে আসা “Click Here To Apply”-তে ক্লিক করতে হবে। এরপর  মাইনিং ওভারম্যান বা মাইনিং সির্ডার নির্বাচন করে সাবমিট করতে হবে। প্রয়োজনীয় বিবরণ পূরণ করে আবেদনপত্র জমা করে দিতে হবে।

NTPC Recruitment 2022 বেতনক্রম

মাইনিং ওভারম্যানকে মাসিক ৫০ হাজার টাকা এবং মাইনিং সির্ডারকে মাসিক ৪০ হাজার টাকা পর্যন্ত বেতন দেবে এই প্রতিষ্ঠান।

বিশদ নোটিশের লিঙ্ক https://careers.ntpc.co.in/2021_MININGHQ_ADV_012021/index.php

 




Leave a Reply

Back to top button