Hindu Muslim : ৮০০ বছরের পুরনো মন্দিরকে জীবিত করতে একত্রিত গ্রামবাসীরা

প্রত্যুষা সরকার, কলকাতা:  কর্নাটকে হিজাব নিয়ে বিবাদের মাঝেই আবারও ভারতবর্ষ প্রমান করে দিল সবার আগে যে মনুষত্ব। সর্বধর্ম সমন্বয় দেশ ভারতবর্ষ। বিভিন্ন সময় বিভিন্ন কাজের মাধ্যমে সেই কথা প্রমাণ হয়। ম্যাঙ্গালুরুর একটি গ্রামের মানুষ চোখে আঙুল দিয়ে তা দেখিয়ে দিল।

Hindu Muslim: ম্যাঙ্গালুরু

ম্যাঙ্গালুরু নামটা অনেকের কাছেই অজানা। তাই এটি নিয়েই আগে ছোট্ট করে একটু জেনে নেওয়া যাক। ভারতের কর্ণাটক রাজ্যের একটি প্রধান বন্দর শহর হল ম্যাঙ্গালুরু। এটি আরব সাগর এবং পশ্চিমঘাট এর মধ্যে অবস্থিত ব্যাঙ্গালোর রাজ্যের রাজধানী। মূলত ম্যাঙ্গালোর আনুষ্ঠানিকভাবেই ম্যাঙ্গালুরু নামে পরিচিত।

Hindu Muslim: একতা

সাম্প্রতিক বেঙ্গালুরু থেকে ৬৫ কিলোমিটার দূরে অবস্থিত ৮০০ বছর পুরনো ইয়ালি শ্রীবিষ্ণুমূর্তি মন্দিরে সংস্কারের ( Temple renovation ) অবদান রাখলেন পুত্তুর গ্রামের হিন্দু ও মুসলিম  গ্রামবাসীরা। জানা গেছে, অতীতে মন্দিরটি সংস্কারের (  Temple renovation ) জন্য একাধিক প্রচেষ্টা চলেছে। তবে এবার সমস্ত ধর্মীয় বাধা পেরিয়ে প্রকল্পটিকে সমর্থন করে বেরিয়ে এসেছেন গ্রামের সকল ধর্মের ( Hindu Muslim) মানুষ। এরপরই ২০১৯ সালে মন্দির সংস্কার ( Temple renovation ) একটি কমিটি গঠিত হলেই সংস্কারের কাজ শুরু হয়।

hindu muslim

Hindu Muslim : প্রসন্ন রাই এস এর কথা

কমিটির কোষাধ্যক্ষ প্রসন্ন রায় এস বলেছেন, ‘ বেশ কয়েকবার মুসলিমরা আমাদের মন্দির সংস্কারের ( Temple renovation ) কাজ হাতে নেওয়ার জন্য অনুরোধ করেছিলেন। তাই এবার সবাই মিলেই শুরু হলো সেই কাজ।’  গ্রামের প্রায় ৩০ শতাংশ মুসলমান এবং ৫০ শতাংশ হিন্দু। তাদের অধিকাংশই মধ্যবিত্ত বলে জানা গেছে।

Hindu Muslim : কর্মোদ্যোগ

সংস্কারের ( Temple renovation ) কাজ শুরুর আগেই বেশ কয়েকটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করা হয়েছিল এবং সেখানেই দাতাদের কে বেশি ভালো না দেওয়ার জন্য খরচ গুলি কে ভাগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।  যেমন, যখন আনুমানিক ৭৫,০০০ টাকা খরচ হবে এমন একটি কূপ নির্মাণের কথা বলা হয়েছিল তখন আমরা দা তাদেরকে একটি করে আংটি স্পন্সর করার জন্য আহ্বান জানায়। একইভাবে আমরা ছাদের জন্য প্রতি ১ বর্গফুট  ১০০০ টাকা খরচ হিসাব করেই স্পন্সর করার জন্য অনুরোধ করা হয়েছিল। তাই শুন্য ভারসাম্য থেকেই যখন মন্দির সংস্কারের ( Temple renovation ) কাজ শুরু হয় আমরা বেশির ভাগই হোয়াটসঅ্যাপ গ্রুপ গুলির মাধ্যমে পর্যাপ্ত তহবিল সংগ্রহ করতে সক্ষম হয়েছিলাম। যার জন্য আমাদের প্রায় দু’কোটি টাকা খরচ হয়েছিল ‘ , জানান প্রসন্ন রায় এস।

আরও পড়ুন-দু’দিন ধরে আটকে পাহাড়ে খাঁজে, Indian Army-র তৎপরতায় ফিরল প্রাণhttps://thebengalichronicle.com/kerala-trekker-trapped-on-hill-for-2-days-rescued-by-indian-army/

আরও পড়ুন-Next Covid Variant : আবারও কী কামড় শিক্ষা ব্যবস্থায়, কোভিডের নতুন রূপ নিয়ে সতর্কবাণী হু-এরhttps://thebengalichronicle.com/next-covid-variant-could-be-more-transmissible-and-deadly-warns-who/

Hindu Muslim: সংস্কৃতি কেন্দ্রে পরিবর্তন

এছাড়াও শত শত মানুষ সংস্কারের কাজে স্বেচ্ছায় কাজ করছেন। পুর গ্ৰাম বছরের পর বছর ধরেই এ কিভাবে সম্প্রতির সাথে বসবাস করে আসছেন। সেখানে হিন্দুরা যেমন অংশ নিতেন মুসলিমদের অনুষ্ঠানে তেমনি মুসলিম রাম মন্দিরের উৎসবে সমান ভাবে অংশগ্রহণ করেন। কমিটির কোষাধ্যক্ষ বলেন, তাঁরা ওই  মন্দিরটি ( Temple renovation ) সংস্কৃতি কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করছেন। এতকিছুর পর কবি নজরুলের সেই ( Hindu Muslim) কবিতার লাইন গুলি আবারো একবার মনে করিয়ে দেয়- মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান।  মুসলিম তার নয়ন মনি, হিন্দু তাহার প্রাণ।




Leave a Reply

Back to top button